For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

WWE: শোকের ছায়া ডাব্লিউ ডাব্লিউ ই-তে, প্রয়াত এই কিংবদন্তি

শোকের ছায়া ডাব্লিউ ডাব্লিউ ই-তে, প্রয়াত এই কিংবদন্তি

Google Oneindia Bengali News

শোকের ছায়া ডাব্লিউ ডাব্লিউ ই-তে। প্রয়াত হলেন ডাব্লিউ ডাব্লিউ ই-এর হল অফ ফেমে জায়গা করে নেওয়া স্কট হল, রেসলিং প্রেমীদের কাছে যিনি অধিক পরিচিত ছিলেন রেজর রামন নামে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।

WWE: শোকের ছায়া ডাব্লিউ ডাব্লিউ ই-তে, প্রয়াত এই কিংবদন্তি

ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেনমেন্টন নিজেদের অফিসিয়ল ওয়েবসাইটে এই রেসলারের মৃত্যুর খবর জানিয়ে শোক প্রকাশ করেছে। ডাব্লিউ ডাব্লিউ ই-এর অফিসিয়াল ওয়েবসাইটে লেখা হয়েছে, "দু'বারের হল অফ ফেমারে স্কট হলের প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। হলের পরিবার, বন্ধু-বান্ধব এবং সমর্থকদের প্রতি আমাদের সমবেদনা জানাই।"

১৯৮৪ সালে রেসলিং-এ নিজের কেরিয়ার শুরু করেন হল। ১৯৯১ সালে 'দ্য ডায়মন্ড স্ট্যাড' হিসেবে ডাব্লিউ সি ডাব্লিউ -তে অভিষেক হয় তাঁর। ১৯৯২ সালে ডাব্লিউ ডাব্লিউ ই ফ্যানেদের হৃদয়ে ঝড় তুলে রিং-এ অভিষেক হয় রেজর রেমনের। চার বারের ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়ন রেজর। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রেসলিং-এ ফের যোগ দেওয়ার পর ১৯৯৬ সালে হাল্ক হগান এবং কেভিন নাসের সঙ্গে মিলে চালু করেন বিখ্যাত এন ডাব্লিউ ও (নিউ ওয়ার্ল্ড অর্ডার)। মঙ্গলবার সকালে ডাব্লিউ ডাব্লিউ ই- টুইটারে নিজেদের শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করেন এই রেসিং নক্ষত্রকে।

রেজারের একটি ছবি শেয়ার করে তারা লেখে, "ডাব্লিউ ডাব্লিউ ই মর্মাহত রেজারের প্রয়াণে। আমাদের সমবেদনা জানাই ওর পরিবার, বন্ধব এবং ভক্তকূলকে।" তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে রেসলিং জগতের অন্যান্য তারকারাও।

নিই ইয়র্ক পোস্টের খবর অনুযায়ী গত সপ্তাহের হিপ রিপ্লেসমেন্ট সার্জারি হয়েছিল ৬৩ বছর বয়সী এই প্রাক্তন রেসলারের। কুচকির হার ভেঙে যাওয়ার কারণে এই অস্ত্রপোচার করতে হয়। কিন্তু রক্ত জমাট বেঁধে যাওয়ার কারণে গুরুতর জটিলতার সম্মুখীন হতে হয়েছিল।

English summary
Two time hall of famer of WWE Razor Ramon passed away at the age of 63. He Underwent hip replacement surgery last week but suffered serious complications due to a loose blood clot.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X