For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Tokyo Paralymics : প্রমোদের প্রবল দাপটে ব্যাডমিন্টনে সোনায় ইতিহাস ভারতের, মনোজের ব্রোঞ্জ

Tokyo Paralymics : প্রমোদ ভগতের হাত ধরে চতুর্থ সোনা ভারতের, ব্যাডমিন্টনে সেরার সেরা দেশ

  • |
Google Oneindia Bengali News

প্যারা শাটলার প্রমোদ ভগতের দুর্দান্ত দক্ষতায় টোকিও প্যারালিম্পিক থেকে চতুর্থ সোনা জিতল ভারত। এবার পুরুষদের ব্যাডমিন্টন সিঙ্গলসের এসএল থ্রি ইভেন্ট থেকে সোনা জিতল দেশ। একই ইভেন্ট থেকে ব্রোঞ্জ পদকও জিতেছে টিম ইন্ডিয়া। শাটলার মনোজ সরকারের হাত ধরে এল এই সাফল্য। সবমিলিয়ে ৪টি সোনা সহ চলতি প্যারালিম্পিকে ভারতের পদক সংখ্যা ১৭-তে গিয়ে পৌঁছলো। একই সঙ্গে প্যারালিম্পিকের ব্যাডমিন্টনে দেশের হয়ে প্রথম সোনা জিতে ইতিহাস রচনা করলেন প্রমোদ ভগত।

Tokyo Paralymics : প্রমোদের প্রবল দাপটে ব্যাডমিন্টনে সোনায় ইতিহাস ভারতের, মনোজের ব্রোঞ্জ

টোকিও প্যারালিম্পিকের ব্যাডমিন্টন সিঙ্গলসের এসএল থ্রি ইভেন্টের ফাইনালে গ্রেট ব্রিটেনের ড্যানিয়েল বেথেলের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন প্রমোদ ভগত। শুরু থেকেই ম্যাচে প্রভাব বিস্তার করার চেষ্টা করেন ভারতীয় প্যারা শাটলার। প্রথম গেমে উক্ত ইভেন্টে বিশ্বের এক নম্বর খেলোয়াড়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে ব্যর্থ হন গ্রেট ব্রিটেনের ড্যানিয়েল। ওই গেম ২১-১৪ পয়েন্টে জেতেন প্রমোদ ভগত।

ম্যাচের দ্বিতীয় গেমে প্রত্যাবর্তনের মরিয়া চেষ্টা চালান উক্ত ইভেন্টে বিশ্বের দুই নম্বর তথা গ্রেট ব্রিটেনের প্যারা শাটলার। শুরু থেকে এগোতে শুরু করেন ড্যানিয়েল। দুর্দান্ত কয়েকটি স্ম্যাশ এবং প্রমোদ ভগতের কয়েকটি ভুলের কারণে একটা সময় দ্বিতীয় গেমে ৬-১ পয়েন্টে ব্যবধান বাড়িয়ে নেন গ্রেট ব্রিটেনের প্যারা শাটলার। এভাবেই আরও কিছুক্ষণ গড়ায় ম্যাচ। দ্বিতীয় গেমে ৪-১১ পয়েন্টে পিছিয়ে যান প্রমোদ। আবার সেখান থেকেই তিনি ধীরে ধীরে ম্যাচে ফিরে আসেন। কেন তিনি বিশ্বের এক নম্বর প্যারা শাটলার, তা প্রমাণ করেন প্রমোদ। মাথা ঠান্ডা রেখে দ্বিতীয় গেম পিছিয়ে থাকা অবস্থা থেকে বেরিয়ে উল্টে তিনি নিজের পক্ষে পয়েন্টের ব্যবধান বাড়িয়ে নেন। এরপর প্রমোদকে আর ধরতে পারেননি গ্রেট ব্রিটেনের প্যারা শাটলার। ২১-১৭ পয়েন্টে ওই গেম এবং ম্যাচ জিতে দেশকে সোনা দিয়ে আবেগতাড়িত প্রমোদকে চোখের জল মুছতে দেখা যায়। লাফিয়ে উঠে পড়েন কোচের কোলে।

ইভেন্টে সেমিফাইনালে জাপানের ফুজিহারা দাইসুকেকে ২১-১১, ২১-১৬ ফলাফলে হারিয়েছেন বিশ্বের এক নম্বর শাটলার। মাত্র ৩৬ মিনিটে শেষ হয়েছিল ওই মোকাবিলা। সে তুলনায় ফাইনালে বিশ্বের দুই নম্বর তারকার বিরুদ্ধে কঠিন প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে হয় প্রমোদকে। ৪৫ মিনিট ধরে চলে টোকিও প্যারালিম্পিকের ব্যাডমিন্টন সিঙ্গলসের এসএল থ্রি ইভেন্টের ফাইনাল মোকাবিলা।

একই ইভেন্টের তৃতীয় স্থান নির্ধারক ম্যাচে জাপানের দাইসুকে ফুজিহারার বিরুদ্ধে খেলতে নেমেছিলেন ভারতের মনোজ সরকার। ম্যাচের প্রথম গেমে দুই প্রতিপক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। ২২-২০ পয়েন্টের ব্যবধানে মোকাবিলা জেতেন ভারতীয় প্যারা শাটলার। তবে দ্বিতীয় গেমে খুব বেশি প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে হয়নি মনোজকে। ২১-১৩ পয়েন্টের ব্যবধানে ওই গেম এবং ম্যাচ জিতে বিশ্বমঞ্চে ভারতকে গর্বিত করেন সরকার।

English summary
Tokyo Paralympics : Pramod Bhagat won gold in men's badminton singles event
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X