For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Tokyo Paralympics : শুটিংয়ে রেকর্ড গড়ে সোনা মনীশের, রুপো জয়ে দ্বিতীয় পদক সিংহরাজের

Tokyo Paralympics : রেকর্ড গড়ে সোনা মনীশের, রুপো জয়ে দ্বিতীয় পদক সিংহরাজের

  • |
Google Oneindia Bengali News

টোকিও প্যারালিম্পিক থেকে তৃতীয় সোনা জিতে ইতিহাস রচনা করল ভারত। এবার পি ফোর মিক্সড ৫০ মিটার পিস্তল এসএইচ ওয়ান ইভেন্টে প্রথম হলেন মনীশ নারওয়াল। ২১৮.২ পয়েন্ট হাসিল করে নতুন প্যারালিম্পিক রেকর্ডও গড়লেন তিনি। একই ইভেন্ট থেকে রুপো জিতলেন ভারতের সিংহরাজ আধানা। ২১৬.৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান লাভ করে চলতি প্রতিযোগিতা থেকে নিজের দ্বিতীয় পদক জিতলেন আধানা। সবমিলিয়ে চলতি প্যারালিম্পিকে ভারতের পদক সংখ্যা বেড়ে হল ১৫।

Tokyo Paralympics : শুটিংয়ে রেকর্ড গড়ে সোনা মনীশের, রুপো জয়ে দ্বিতীয় পদক সিংহরাজের

পি ফোর মিক্সড ৫০ মিটার পিস্তল এসএইচ ওয়ান ইভেন্টের ফাইনালের প্রথম দশ শট শেষে বেশ খানিকটা পিছিয়ে ছিলেন প্যারা শুটিং বিশ্বকাপে সোনা জিতে ইতিহাস রচনা করা মনীশ নারওয়াল। সেখান থেকেই ধীরে ধীরে উত্থান ঘটতে থাকে ১০ মিটার এয়ার পিস্তল এসএইচ ওয়ানের বিশ্ব তালিকার চতুর্থ স্থানে অবস্থান করা ১৯ বছরের প্যারা শুটার। মিক্সড ৫০ মিটার পিস্তল এসএইচ ওয়ান ইভেন্টে বিশ্ব রেকর্ডের মালিক মনীশ প্যারালিম্পিকের চূড়ান্ত পর্বের লড়াইয়ের শেষ দুই সিরিজ থেকে ১০.৮ ও ১০.৫ পয়েন্ট হাসিল করে সোনা জিততে সক্ষম হন।

অন্যদিকে পি ফোর মিক্সড ৫০ মিটার পিস্তল এসএইচ ওয়ান ইভেন্টের ফাইনালে প্রথম দশটি শটের পর ৯২.১ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে অবস্থান করছিলেন ভারতের সিংহরাজ আধানা। এরপর তাঁকে টপকে যান রাশিয়ান প্যারালিম্পিক কমিটির সার্গেই মালিসেভ। পঞ্চম সিরিজ পর্যন্ত তিনিই সোনার পদক জয়ের দাবিদার ছিলেন। শেষে দুই সিরিজে রাশিয়ার প্যারা শুটারকে হারিয়ে দেন ভারতের মনীশ ও সিংহরাজ। সর্বমোট ১৯৬.৮ পয়েন্ট নিয়ে টোকিও প্যারালিম্পিকের পি ফোর মিক্সড ৫০ মিটার পিস্তল এসএইচ ওয়ান ইভেন্ট থেকে ব্রোঞ্জ জিততে সক্ষম হন সার্গেই মালিসেভ।

টোকিও অলিম্পিক থেকে কোনও পদক জিততে পারেননি ভারতীয় শুটাররা। প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে না পারা মানু ভাকর ও সৌরভ চৌধুরীদের ব্যর্থতা চাপা দিলেন দেশের প্যারা শুটাররা। টোকিও প্যারালিম্পিকে দুটি সোনা সহ মোট পাঁচটি পদক ইতিহাস রচনা করল দেশ। শনিবার মনীশ নারওয়াল ও সিংহরাজ আধানার হাত ধরে এক বৃত্ত সম্পন্ন হল বলা চলে। অন্যদিকে একই প্যারালিম্পিকে দুটি পদক জিতে এক এলিট ক্লাবের সদস্য হয়েছেন সিংহরাজ। ১৯৮৪ সালের প্যারালিম্পিক থেকে একটি সোনা ও দুটি ব্রোঞ্জ পদক জিতেছিলেন যোগিন্দর সিং সোধি। চলতি প্যারালিম্পিকের শুটিং ইভেন্ট থেকে সোনা ও ব্রোঞ্জ জিতেছেন অবনী লেখারা।

টোকিও প্যারালিম্পিকের পি ফোর মিক্সড ৫০ মিটার পিস্তল এসএইচ ওয়ান ইভেন্টের যোগ্যতা অর্জন পর্বে ৫৩৬ পয়েন্ট নিয়ে চতুর্থ হয়েছিলেন সিংহরাজ আধানা। ৫৩৩ পয়েন্ট নিয়ে সপ্তম হয়ে ফাইনালে উঠেছিলেন মনীশ। তবে চূড়ান্ত পর্বে দুই ভারতীয় প্যারা শুটারদের পারফরম্যানন্স বিশ্বকে তাক লাগিয়েছে বলা চলে।

English summary
Tokyo Paralympics : Manish Narwal wins gold and Singhraj Adhana wins silver in shooting
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X