For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Tokyo Paralympics : শ্রেষ্ঠ প্রতিযোগীর বিরুদ্ধে ফাইনালে হার ভাবিনার, ভারত পেল গর্বের রুপো

Tokyo Paralympics : ফাইনালে ভাবিনা প্যাটেলের হার, তবু দেশ পেল ঐতিহাসিক রুপো

  • |
Google Oneindia Bengali News

জাতীয় ক্রীড়া দিবসে টোকিও প্যারালিম্পিকের ফাইনাল হেরে গেলেন ভারতের ভাবিনাবেন হাসমুখভাই প্যাটেল। মহিলাদের সিঙ্গলস ক্লাস ফোর ইভেন্টের ফাইনালে বিশ্বের এক নম্বর তারকা তথা পাঁচটি প্যারালিম্পিক সোনাজয়ী চিনের ইং ঝউয়ের কাছে তাঁকে স্ট্রেট সেটের হার হজম করতে হয়েছে। ম্যাচের ফলাফল ৭-১১, ৫-১১, ৬-১১। ম্যাচ হারলেও ভাবিনার লড়াইয়ের প্রশংসায় পঞ্চমুথ দেশের ক্রীড়া মহল। ফাইনাল হারলেও রুপো জিতলেন ভারতীয় প্যারা অ্যাথলিট। প্যারালিম্পিকের টেবিল টেনিস ইভেন্ট থেকে দেশকে প্রথম সোনা দিয়ে ইতিহাস রচনা করলেন ভাবিনা।

Tokyo Paralympics : শ্রেষ্ঠ প্রতিযোগীর বিরুদ্ধে ফাইনালে হার ভাবিনার, ভারত পেল গর্বের রুপো

২০০৮, ২০১২ ও ২০১৬ সালের প্যারালিম্পিকে সোনা জেতা চিনের প্রতিপক্ষ মহিলাদের সিঙ্গলস ক্লাস ফোর ইভেন্টের ফাইনালে প্রথম থেকেই প্রাধান্য বিস্তার করেন। শুরুতেই বেশ কয়েক পয়েন্টে পিছিয়ে যান ভাবিনা। তবে দ্রুত তিনি লড়াইয়েও ফিরে আসেন। প্রথম গেমে একটা সময় দুই খেলোয়াড়ের পয়েন্ট সমান সমান হয়ে গেলেও নিজের সব অভিজ্ঞতা ও দক্ষতা প্রয়োগ করে কর্তৃত্ব বিস্তারের চিনের পাডলার। ওই গেম ৭-১১ পয়েন্টে হেরে যান ভাবিনা।

দ্বিতীয় গেমেও প্রথম থেকে চিনের প্রতিপক্ষের থেকে ক্রমশ পিছোতে শুরু করেন ভারতীয় প্যারা অ্যাথলিট। একটা সময় ১-৭ পয়েন্ট পিছিয়ে যান ভাবিনা। তবু লড়াই অব্যাহত রেখে ওই গেমে ৫ পয়েন্ট অর্জন করতে সক্ষম হন ভারতীয়। তাতে ইং ঝউয়ের অগ্রগতিতে কোনও প্রভাব পড়েনি। তৃতীয় গেমের শুরুতে চিনা প্রতিপক্ষকে বেগ দেন ভাবিনা। আবারও নিজের অভিজ্ঞতা প্রয়োগ করে পরিস্থিতি সামলে নেন বিশ্বের এক নম্বর তারকা। ওই গেম ৬-১১ পয়েন্টে হেরে যান ভারতের ভাবিনা প্যাটেল।

ফাইনাল হারলেও টোকিও প্যারালিম্পিক থেকে ভাবিনার রুপো জয়ে গর্বিত হয়েছে দেশ। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ২০০৮ সালে বেজিং অলিম্পিকে সোনাজয়ী অভিনব বিন্দ্রা। টুইট করে ভাবিনাকে অভিনন্দন জানিয়েছেন ২০১৬ সালের রিও গেমসে রুপোজয়ী তথা ভারতীয় প্যারালিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধান দীপা মালিক। জাতীয় ক্রীড়া দিবসে ভাবিনার সাফল্যে গর্বিত হয়েছেন কিংবদন্তি পিটি উষা। টুইট করেছে ভারতীয় টেবিল টেনিস তারকা অচন্তা শরথ কমল, উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নায়ডু সহ অন্যান্য রথী-মহারথীরা।

মহিলাদের সিঙ্গলস ক্লাস ফোর ইভেন্টের সেমিফাইনালে চিনের ঝাং মিয়াওয়ের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন ভারতের ভাবিনা। যে ম্যাচ ৭-১১, ১১-৭, ১১-৪, ৯-১১, ১১-৮ পয়েন্টে জিতে তিনি দেশের জন্য রুপো নিশ্চিত করেছিলেন। কোয়ার্টার ফাইনালে রিও প্যারালিম্পিকে সোনাজয়ী সার্বিয়ার বোরিস্লোভা পেরিচকে হারিয়ে দেশের জন্য পদক নিশ্চিত করেও ইতিহাস রচনা করেছিলেন। ওই ম্যাচ ১১-৫, ১১-৬, ১১-৭ ব্যবধানে জিতেছিলেন ভাবিনা।

উল্লেখ্য টোকিও প্যারালিম্পিকর মহিলাদের সিঙ্গলস ক্লাস ফোর ইভেন্টে নিজের প্রথম ম্যাচে চিনের জৌ ইংয়ের বিরুদ্ধে দাঁড়াতেই পারেননি ভাবিনা। ওই ম্যাচ ৩-১১, ৯-১১, ২-১১ ফলাফলে হেরে গিয়েছিলেন ভারতীয় প্যারা অ্যাথলিট। গ্রুপের দ্বিতীয় ম্যাচে প্রত্যাবর্তন ঘটেছিল ভাবিনাবেনের। গ্রেট ব্রিটেনের মেগান শাকলেনকে ৩-১ গেমের ব্যবধানে হারিয়েছিলেন ভারতীয় প্যারা অ্যাথলিট। প্যারা অ্যাথলিটের প্রত্যাবর্তন এবং উত্থানে মুগ্ধ হয়েছে দেশ। হেরে থমকে না গিয়ে বরং এখান থেকেই নব উত্থানের প্রতিশ্রুতি দিয়েছেন ভাবিনাবেন হাসমুখভাই প্যাটেল। অন্যদিকে টোকিও প্যারালিম্পিকের তিরন্দাজির মিক্সড টিম কম্পাউন্ড ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন ভারতের রাকেশ কুমার ও জ্যোতি বলিয়ান।

English summary
Tokyo Paralympics : India's Bhavina Patel lost final and wins silver for country
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X