For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Tokyo Paralympics : ব্যাডমিন্টনের ফাইনালে জেলাশাসক সুহাস, সোনার লড়াইয়ে কৃষ্ণ

টোকিও প্যারালিম্পিক ব্যাডমিন্টন ফাইনালে পৌঁছলেন নয়ডার জেলাশাসক সুহাস ইয়াথিরাজ ও প্রমোদ ভগত।

  • |
Google Oneindia Bengali News

টোকিও প্যারালিম্পিকের পুরুষদের ব্যক্তিগত ব্যাডমিন্টন ইভেন্টের ফাইনালে পৌঁছলেন ভারতের সুহাস ইয়াথিরাজ। যিনি আবার নয়ডার জেলাশাসকও বটে। অন্যদিকে ব্যাডমিন্টনের অন্য ইভেন্টের ফাইনালে পৌঁছে ভারতের জন্য একটি রুপো অন্তত নিশ্চিত করেছেন প্রমোদ ভগত। ব্রোঞ্জ পদকের জন্য দেশের আরও এক প্যারা শাটলার মনোজ সরকার। অর্থাৎ চলতি প্যারালিম্পিকে আরও দুটি পদক নিশ্চিত হয়েছে ভারতের।

Tokyo Paralympics : ব্যাডমিন্টনের ফাইনালে জেলাশাসক সুহাস, সোনার লড়াইয়ে কৃষ্ণ

শনিবার পুরুষদের ব্যাডমিন্টন সিঙ্গলসের এসএল ফোরের সেমিফাইনালে ইন্দোনেশিয়ার ফ্রেডি সেটিয়াওয়ানের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন নয়ডার জিবি নগরের জেলাশাসক সুহাস। মাত্র ৩১ মিনিটের লড়াই স্ট্রেট গেমে জেতেন ভারতীয় প্যারা শাটলার। ২১-৯, ২১-১৫ ফলাফলে শেষ হয় ম্যাচ। রবিবারের ফাইনালে ফ্রান্সের লুকাস মাজুরের মুখোমুখি হবেন সুহাস। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই আশা করা হচ্ছে।

অন্যদিকে টোকিও প্যারালিম্পিকে পুরুষদের ব্যাডমিন্টন সিঙ্গলস এসএল থ্রি ইভেন্টের চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের প্রমোদ ভগত। তার আগে সেমিফাইনালে জাপানের ফুজিহারা দাইসুকেকে ২১-১১, ২১-১৬ ফলাফলে হারিয়েছেন বিশ্বের এক নম্বর শাটলার। মাত্র ৩৬ মিনিটে শেষ হয়েছে মোকাবিলা। ফাইনালে গ্রেট ব্রিটেনের ড্যানিয়েল বেথেলের মুখোমুখি হবেন ভারতের বিশ্ব ও এশিয়ান চ্যাম্পিয়ন প্যারা শাটলার।

একই ইভেন্টের সেমিফাইনালে হেরে গিয়েছেন ভারতের মনোজ সরকার। তাঁকে ব্রোঞ্জ পদকের জন্য লড়তে দেখা যাবে। অন্যদিকে টোকিও প্যারালিম্পিকে পুরুষদের ব্যাডমিন্টন সিঙ্গলস এসএল ফোর ইভেন্টের সেমিফাইনালে হেরে গিয়েছেন ভারতের তরুণ ধিলন। দেশের হয়ে ব্রোঞ্জ পদক জিততে তিনি সক্ষম হয়েছেন।

একই দিনে আরও এক সফলতা অর্জন করেছে ভারত। টোকিও প্যারালিম্পিকের পুরুষদের ব্যাডমিন্টন সিঙ্গলসে দেশের জন্য আরও একটি রুপোর পদক অন্তত নিশ্চিত করেছেন কৃষ্ণ নাগার। ব্যাডমিন্টন সিঙ্গলসের এসএইচ সিক্স ইভেন্টের সেমিফাইনালে গ্রেট ব্রিটেনের ক্রিস্টেন কোমবসের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন বিশ্বের দুই নম্বর প্যারা শাটলার। প্রথম গেম ২১-১০ ফলাফলে জিতেছেন ভারতীয়। দ্বিতীয় গেমও ২১-১১ পয়েন্টে জিতে ফাইনালে পৌঁছে গিয়েছেন কৃষ্ণ। মাত্র ২৬ মিনিটে শেষ হয়েছে মোকাবিলা।

টোকিও প্যারালিম্পিকের ব্যাডমিন্টনের মিক্সড ডাবলস এসএল থ্রি-এসইউ ফাইভের সেমিফাইনালে হেরে গেলেন ভারতের প্রমোদ ভগত ও পলক কোহলি। ইন্দোনেশিয়ার লিয়ানি রাত্রি ওকটিলা ও হ্যারি সুসান্ত জুটির বিরুদ্ধে স্ট্রেট গেমের হার হজম করতে হয়েছে ভারতীয় জুটিকে। মাত্র ২০ মিনিটে ২১-৩, ২১-১৫ ফলাফলে ম্যাচ জিতেছে ইন্দোনেশিয়া। সেমিফাইনাল হেরে যাওয়ায় ব্রোঞ্জ পদকের ম্যাচ খেলতে হবে প্রমোদ ও পলককে। জাপানি জুটির বিরুদ্ধে এই ম্যাচ খেলবেন তাঁরা।

English summary
Tokyo Paralympics : DM Suhas Yathiraj reaches to the gold medal match of SL4 badminton, Pramod Bhagat storms into finals
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X