For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Tokyo Paralympics : ভাবিনার গর্বে পরিবারের 'গরবা', দেশকে পদক উৎসর্গ প্যারা অ্যাথলিটের

টোকিও অলিম্পিকে রুপোজয়ী ভাবিনা প্যাটেলের অপেক্ষা বসে তাঁর প্রিয়জন ও বন্ধুরা।

  • |
Google Oneindia Bengali News

টোকিও প্যারালিম্পিকে মহিলাদের টেবিল টেনিস সিঙ্গলসের ফাইনালে ওঠে দেশের জন্য রুপোর পদক নিশ্চিত করেছিলেন আগেই। রবিবারের ফাইনাল জিতে প্রতিযোগিতায় দেশের সোনার মুখ দেখাতে পারেন কিনা, সেদিকে তাকিয়ে ছিলেন ক্রীড়াপ্রেমী। সে আশা পূরণ না হলেও প্যারালিম্পিকের টেবিল টেনিস ইভেন্ট থেকে দেশের হাতে পদক তুলে দেওয়া ভাবিনার গর্বে গর্বিত তাঁর পরিবার। ঘরের মেয়ের ঘরে ফেরার অপেক্ষায় বসে রয়েছে গুজরাতের মেহসানা।

Tokyo Paralympics : ভাবিনার গর্বে পরিবারের গরবা, দেশকে পদক উৎসর্গ প্যারা অ্যাথলিটের

৩৪ বছরের ভাবিনা প্যাটেল এই প্রথমবার প্যারালিম্পিকের মঞ্চে পৌঁছেই ইতিহাস রচনা করেছেন। টোকিও গেমসে মহিলাদের সিঙ্গলস ক্লাস ফোর ইভেন্ট দ্বিতীয় স্থানাধিকারীর পোডিয়ামে দাঁড়িয়ে তিনি পরিবারের মাথা উঁচু করেছেন বলে বক্তব্য প্যারা অ্যাথলিটের বাবা হাসমুখভাই প্যাটেলের। জানিয়েছেন যে বিশ্ব কাঁপানো মেয়ের অপেক্ষায় বসে রয়েছেন তাঁরা। শহরে ফিরলেই রাজকীয় অভ্যর্থনা সহকারে ভাবিনাকে ঘরে তোলা হবে বলেও জানিয়েছেন বাবা হাসমুখভাই। কন্যার সাফল্যে আবেগ ধরে রাখতে না পারা মা গর্বে কেঁদেই ফেলেন।

রবিবার সকালে টিভির পর্দায় চোখ রেখেছিল দেশ। অপেক্ষায় বসেছিল ভাবিনা প্যাটেলের পরিবার। মেয়ে ফাইনাল হেরে গেলেও ম্যাচ শেষ হতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে ভারতীয় প্যারা অ্যাথলিটের পরিবার। আনন্দে উদ্বেলিত হয় মেহসানা। ভাবিনার সাফল্যে গর্বিত তাঁর পরিবারের সদস্যরা একে অপরকে মিষ্টিমুখ করান। আনন্দে আবির খেলার পাশপাাশি গুজরাতের সনাতন গরবা নাচে মেতে ওঠেন টোকিও প্যারালিম্পিকে রুপোজয়ী পাডলারের প্রিয়জনরা। ভাবিনার সাফল্যে উচ্ছ্বসিত হয়েছে সোশ্যাল মিডিয়াও।

অন্যদিকে টোকিও প্যারালিম্পিক থেকে প্রাপ্ত পদক দেশকে উৎসর্গ করেছেন ভাবিনা প্যাটেল। সঙ্গে এও জানাতে ভোলেননি যে রবিবার তিনি নিজের সেরা ফর্মে ছিলেন না। ম্যাচ শুরুর আগে তিনি মানসিক চাপে ভুগছিলেন বলেও জানিয়েছেন ভাবিনা। তাঁর কথায়, ফাইনালে তিনি নিজের গেমপ্ল্যান অনুযায়ী খেলতে পারেননি। তবে আগামী দিনে দেশের হয়ে নিজের সেরাটা উজাড় করে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন প্যারা টেবিল টেনিস তারকা।

মহিলাদের সিঙ্গলস ক্লাস ফোর ইভেন্টের ফাইনালে বিশ্বের এক নম্বর তারকা তথা পাঁচটি প্যারালিম্পিক সোনাজয়ী চিনের ইং ঝউয়ের কাছে তাঁকে স্ট্রেট সেটের হার হজম করতে হয়েছে। ম্যাচের ফলাফল ৭-১১, ৫-১১, ৬-১১। ম্যাচ হারলেও ভাবিনার লড়াইয়ের প্রশংসায় পঞ্চমুথ দেশের ক্রীড়া মহল। ফাইনাল হারলেও রুপো জিতলেন ভারতীয় প্যারা অ্যাথলিট। প্যারালিম্পিকের টেবিল টেনিস ইভেন্ট থেকে দেশকে প্রথম সোনা দিয়ে ইতিহাস রচনা করলেন ভাবিনা।

মহিলাদের সিঙ্গলস ক্লাস ফোর ইভেন্টের সেমিফাইনালে চিনের ঝাং মিয়াওয়ের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন ভারতের ভাবিনা। যে ম্যাচ ৭-১১, ১১-৭, ১১-৪, ৯-১১, ১১-৮ পয়েন্টে জিতে তিনি দেশের জন্য রুপো নিশ্চিত করেছিলেন। কোয়ার্টার ফাইনালে রিও প্যারালিম্পিকে সোনাজয়ী সার্বিয়ার বোরিস্লোভা পেরিচকে হারিয়ে দেশের জন্য পদক নিশ্চিত করেও ইতিহাস রচনা করেছিলেন। ওই ম্যাচ ১১-৫, ১১-৬, ১১-৭ ব্যবধানে জিতেছিলেন ভাবিনা। উল্লেখ্য চলতি প্রতিযোগিতায় নিজের প্রথম ম্যাচ হেরে গিয়েছিলেন ভারতীয় প্যারা অ্যাথলিট। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ভাবিনার রুপো জয়কে অবিশ্বাস্য আখ্যা দেওয়া হচ্ছে।

English summary
Tokyo Paralympics : Bhavina Patel's relatives and friends waiting for her grand welcome
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X