For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Tokyo Olympics : ভারতের চতুর্থ পদক নিশ্চিত করলেন কুস্তির ফাইনালে পৌঁছনো রবি, ব্রোঞ্জের জন্য লড়বেন দীপক

Tokyo Olympics : ভারতের চতুর্থ পদক নিশ্চিত করলেন রবিকুমার, ফাইনালে ভারতীয় কুস্তিগীর

  • |
Google Oneindia Bengali News

টোকিও অলিম্পিকে ভারতের হয়ে চতুর্থ পদক নিশ্চিত করলেন রবিকুমার দাহিয়া। কুস্তির ৫৭ কেজির ফ্রিস্ট্রাইল ক্যাটেগরির ফাইনালে পৌঁছে দেশের জন্য অন্তত একটি রূপো নিশ্চিত করেছেন হরিয়ানার কুস্তিগীর। সেমিফাইনালে কাজাখস্তানের নুরিসলাম সানায়েভের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচে পয়েন্টের নিরিখে পিছিয়ে থেকেও ফলের নিয়মে জিতেছেন রবি। অন্যদিকে পুরুষদের ৮৬ কেজি ফ্রিস্টাইল ক্যাটাগরিতে সাড়া জাগিয়ে সেমিফাইনালে পৌঁছনো দীপক পুনিয়া হেরে গেলেন। তবে ব্রোঞ্জ পদক জয়ের লড়াইয়ে দেখা যাবে তাঁকে।

সেমিফাইনালে দুর্দান্ত জয়

সেমিফাইনালে দুর্দান্ত জয়

কোয়ার্টার ফাইনালে অনায়াস জয় হাসিল করা রবিকুমার শেষ চারে তীব্র প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হয়েছিলেন। ভারতীয় কুস্তিগীরের বিরুদ্ধে ম্যাচের প্রথম থেকেই পয়েন্ট অর্জন করতে শুরু করেছিলেন কাজাখস্তানের নুরিসলাম সানায়েভ। একটা ৩-৯ পয়েন্টে পিছিয়ে গিয়েছিলেন। সেখান থেকে ভারতীয় কুস্তিগীরের দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটে। ম্যাচের একদম শেষ মুহুর্তে দুর্দান্ত দক্ষতায় ফল পয়েন্ট হাসিল করেন দাহিয়া। ৭-৯ পয়েন্টে পিছিয়ে থাকা সত্ত্বেও ম্যাচ শেষ হওয়ার ১০ সেকেন্ড আগে রবিকে বিজয়ী বলে ঘোষণা করা হয়। কোয়ার্টার ফাইনালে বুলগেরিয়ার জিওরজি ভানগেলভকে ১৪ (এসইউপি)-৪ পয়েন্টে হারিয়েছিলেন রবি। প্রথম রাউন্ডে কলম্বিয়ার টিগরেরোস আরবানোকে ১৩-২ পয়েন্টে হারিয়েছিলেন ভারতীয় কুস্তিগীর। এই পর্যায়ে রূপো নয়, এশিয়ান চ্যাম্পিয়নশিপে দুই বারের সোনাজয়ী ২৩ বছরের কুস্তিগীরের কাছ থেকে অলিম্পিকের সেরা খেতাব চাইছে দেশ।

দীপক পুনিয়ার শোচনীয় হার

দীপক পুনিয়ার শোচনীয় হার

রবিকুমারের দুর্দান্ত জয়ের দিনই কুস্তির ৮৬ কজি ফ্রিস্টাইল বিভাগের সেমিফাইনালে হেরে গেলেন দীপক পুনিয়া। শেষ চারে আমেরিকার ডেভিড টেলরের বিরুদ্ধে কোনও প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারলেন না ভারতীয় কুস্তিগীর। ২০১৮ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপে সোনাজয়ী মার্কিন কুস্তিগীর প্রথম থেকেই ম্যাচে প্রাধান্য কায়েম করেন। ১০-০ পয়েন্টের দাপুটে জয় পান ডেভিড। এসইউপি নিয়মে নির্ধারিত সময়ের অনেক আগেই হার হজম করতে হয় দীপক পুনিয়াকে। ৮৬ কেজি ফ্রিস্টাইল বিভাগের কোয়ার্টার ফাইনালে চিনের লিন জুসেনকে ৬-৩ পয়েন্টের ব্যবধানে হারিয়েছিলেন দীপক। সেমিফাইনালে হেরে গেলেও ব্রোঞ্জ পদকের ম্যাচে খেলতে পারবেন ভারতীয় কুস্তিগীর।

আনশু মালিকের আশা অব্যাহত

আনশু মালিকের আশা অব্যাহত

মহিলাদের ৫৭ কেজি ফ্রিস্টাইল বিভাগের প্রি-কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছিলেন ভারতের আনশু মালিক। তাঁকে হারানো বেলারুশের ইলিয়ানা কুরাচকিনা ইভেন্টের ফাইনালে পৌঁছেছেন। সেমিফাইনালে বুলগেরিয়ার এভেলিনা নিকোলোভাকে তিনি ১১-০ পয়েন্টে হারিয়েছেন। এসইউপি পয়েন্টে ওই ম্যাচ জিতেছেন ইলিয়ানা। তাতে পদক জয়ের আরও একটা সুযোগ পাবেন আনশু। রেপেচেজ রাউন্ড খেলে ব্রোঞ্জ পদক জেতার সুযোগ পেতে পারেন ভারতের মহিলা কুস্তিগীর।

রবিকুমারের ইতিহাস

রবিকুমারের ইতিহাস

সুশীল কুমারের পর ভারতের দ্বিতীয় কুস্তিগীর হিসেবে অলিম্পিকের ফাইনালে পৌঁছলেন রবিকুমার দাহিয়া। যা এক ইতিহাস। ২০১২ সালের লন্ডন অলিম্পিক্সে রূপো জিতেছিলেন সুশীল। টোকিও রবি প্রাক্তনীর রেকর্ড ভাঙবেন বলে আশা দেশের ক্রীড়া প্রেমীদের। বৃহস্পতিবার পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইল ক্যাটেগরির ফাইনালে খেলবেন রবি। এই ম্যাচে তাঁর প্রতিপক্ষ রাশিয়ান অলিম্পিক কমিটির জাউর উগুয়েভ।

English summary
Tokyo Olympics : Ravi Kumar Dahiya confirms another medal for India in wrestling
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X