For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Tokyo Olympics : ব্রোঞ্জ হাতছাড়া হওয়া মহিলা হকি দলকেই নতুন ভারতের স্পিরিট বললেন মোদী

Tokyo Olympics : ব্রোঞ্জ হাতছাড়া হওয়া ভারতীয় মহিলা হকি দলের পাশে প্রধানমন্ত্রী মোদী

  • |
Google Oneindia Bengali News

টোকিও অলিম্পিকের তৃতীয় স্থান নির্ধারক ম্যাচ গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচ হারতে হয়েছে ভারতের মহিলা হকি দলকে। ফলে এক চুলের জন্য ঐতিহাসিক ব্রোঞ্জ পদক হাতছাড়া হয় রানি রামপাল। তাতে হতাশ না হয়ে বরং ওমেন ইন ব্লু-র লড়াইকে কুর্নিশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টোকিও অলিম্পিকে ভারতীয় মহিলা হকি দলের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন দেশের ক্রীড়াপ্রেমী থেকে রথী-মহারথীরা। আমোদিত হয়েছে সোশ্যাল মিডিয়া।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

টোকিও অলিম্পিকের তৃতীয় স্থান নির্ধারক ম্যাচে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে হেরে যাওয়া ভারতীয় মহিলা দলের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২ গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচে যেভাবে ফিরে আসেন রানি রামপালরা সেই লড়াইকে কুর্নিশ করেছেন মোদী। ওমেন ইন ব্লু নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন বলেও লিখেছেন প্রধানমন্ত্রী। রানি রামপালদের সাফল্য দেশের নারীশক্তিকে উদ্বুদ্ধ করবে বলে মনে করেন নরেন্দ্র মোদী। একই সঙ্গে মহিলা হকি দলের এই বীরত্ব নতুন ভারতের স্পিরিটকে ফুটিয়ে তুলেছে বলেও লিখেছেন প্রধানমন্ত্রী।

অনুরাগ ঠাকুর

ব্রোঞ্জ জিততে না পারলেও টোকিও অলিম্পিকে ভারতীয় মহিলা হকি দলের লড়াই যুগ যুগ ধরে মনে রাখা হবে বলে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন অনুরাগ ঠাকুর। এখান থেকে দেশের মহিলা হকিতে নতুন যুগের সূচনা হবে বলেও লিখেছেন দেশের ক্রীড়ামন্ত্রী। রানি রামপালদের পারফরম্যান্সে গোটা দেশ গর্বিত বলেও জানিয়েছেন অনুরাগ।

কিরেণ রিজিজু

গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে হারে ভারতীয় মহিলা হকি দলের ভেঙে পড়ার কোনও কারণ নেই বলে জানিয়েছেন দেশের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু। বিশ্বের চার নম্বর দলের মধ্যে জায়গা করে নেওয়াও যে মুখের কথা নয়, তাও জানিয়েছেন দেশের বর্তমান আইনমন্ত্রী। সবশেষে ভারতীয় মহিলা হকি দলকে শুভেচ্ছা জানিয়েছেন রিজিজু।

নবীন পট্টনায়েক

গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে টোকিও অলিম্পিকের তৃতীয় স্থান নির্ধারক ম্যাচ হেরে গেলেও রানি রামপালদের লড়াইকে কুর্নিশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। এভাবেই আগামী দিনে এই দল লড়াই চালিয়ে যাক এবং বাকি উদ্বুদ্ধ করতে থাক, সেই আশাই রেখেছেন নবীন।

ভিভিএস লক্ষ্ণণ

গোটা অলিম্পিক জুড়ে দুর্দান্ত পারফরম্যান্স করেও শেষ পর্যন্ত পদক ছাড়াই ফিরতে বাধ্য হওয়া ভারতের মহিলা হকি দলের প্রতি শ্রদ্ধায় অবনত হয়েছেন ভিভিএস লক্ষ্মণ। রানি রামপাল, সবিতা পুনিয়াদের কৃতিত্বে গোটা দেশ গর্বিত বলেও লিখেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।

Recommended Video

প্রধানমন্ত্রী মোদীর ফোন মহিলা হকি দলকে, আবেগে কান্নায় ভাসলেন রানি, সবিতারা |oneindia Bengali

বীরেন্দ্র শেহওয়াগ

গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে হেরে গেলেও ভারতীয় মহিলা হকি দল যে লড়াই করেছে, তাতে মুগ্ধ হয়েছেন বীরেন্দ্র শেহওয়াগ। এই লড়াকু হারে মাথা নিচু নয়, উঁচু করে চলার জন্য রানি রামপালদের অনুপ্রাণিত করেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার। ওমেন ইন ব্লু-র বীরত্বে আরও একবার দেশ হকির জন্য পাগল হয়েছে বলেও সোশ্যাল মিডিয়ায় লিখেছেন বীরু।

English summary
Tokyo Olympics : Prime Minister Narendra Modi stands beside Indian women hockey team
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X