For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Tokyo Olympics : মহাত্মার সঙ্গে জন্মদিন ভাগ করা লাভলিনাকে মজার ছলে কী বললেন মোদী?

Tokyo Olympics : মহাত্মার সঙ্গে জন্মদিন ভাগ করা লাভলিনাকে মজার ছলে কী বললেন মোদী?

  • |
Google Oneindia Bengali News

টোকিও অলিম্পিকের সেমিফাইনালে পৌঁছে ভারতের হয়ে পদক নিশ্চিত করা লাভলিনা বরগোহাঁই ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছেন। ফলে ব্রোঞ্জ জিতেই দেশে ফিরতে হবে অসমের বক্সার। তাতে এতটুকু হতাশ নয় দেশ। অলিম্পিকের মতো ক্রীড়া টুর্নামেন্টে তৃতীয় হওয়াও যে কম গর্বের নয়, তা মেনে নিতে ক্রীড়াপ্রেমীদের কোনও সমস্যা নেই। টোকিও গেমসে ভারতকে গর্বিত করা লাভলিনার পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করার পাশাপাশি ভারতীয় বক্সারের সঙ্গে ফোনেও কথা বলেছেন দেশের প্রশাসনিক প্রধান। মজার ছলে পরিস্থিতি হালকা করে লাভলিনাকে উদ্বুদ্ধও করেছেন মোদী।

প্রধানমন্ত্রীর বার্তা

প্রধানমন্ত্রীর বার্তা

টোকিও অলিম্পিকের সেমিফাইনালে হেরে যাওয়া লাভলিনা বরগোহাঁইয়ের সঙ্গে ফোনে কথা বলেছেন নরেন্দ্র মোদী। দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় বক্সারের দীর্ঘক্ষণ কথা হয়েছে বলে জানা গিয়েছে। টোকিও গেমসে ব্রোঞ্জজয়ী লাভলিনার লড়াইকে কুর্নিশ করেছেন মোদী। শেষে মহাত্মা গান্ধীর সঙ্গে জন্মদিন ভাগ করে নেওয়া অসমের বক্সারের সঙ্গে মজাও করেছেন ভারতের প্রধানমন্ত্রী। বলেছেন যে অহিংস মহাত্মার মতো অহিংস নন লাভলিনা। কারণ টোকিও গেমসে ব্রোঞ্জজয়ী তারকা নিজের পাঞ্চের জন্যই বিখ্যাত।

মোদীর টুইট

সেমিফাইনালে হেরে গেলেও লাভলিনা বরগোহাঁইয়ের পাশেই দাঁড়িয়েছিলেন নরেন্দ্র মোদী। টোকিও অলিম্পিকে ভারতীয় বক্সারের লড়াইকে কুর্নিশ করেছিলেন প্রধানমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছিলেন যে বক্সিংয়ে লাভলিনার সাফল্য আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করবে। ভারতীয় মহিলা বক্সারের মানসিকতায় মুগ্ধ হয়েছিলেন মোদী। অলিম্পিক থেকে দেশের হয়ে ব্রোঞ্জ জয়ের জন্য লাভলিনাকে শুভেচ্ছাও জানিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী।

ব্রোঞ্জ জিতলেন লাভলিনা

ব্রোঞ্জ জিতলেন লাভলিনা

সেমিফাইনালে জিততে না পারলেও টোকিও অলিম্পিক থেকে ব্রোঞ্জ পদক জিতে ফিরছেন লাভলিনা বরগোহাঁই। মেরি কম, বিজেন্দ্র সিংয়ের পর তৃতীয় ভারতীয় বক্সার হিসেবে এই নজির গড়লেন তিনি। লাভলিনার বুধবারের হারে হতাশ না হয়ে বরং এই কীর্তিকেই বড় করে দেখছে দেশ। অসমের বক্সারের লড়াইকে কুর্নিশ জানাচ্ছেন দেশের ক্রীড়াপ্রেমী মানুষ। সবমিলিয়ে এখনও পর্যন্ত টোকিও অলিম্পিক থেকে তিনটি পদক অর্জন করতে সক্ষম হল ভারত। ভারোত্তোলনে রূপো জিতেছিলেন মীরাবাঈ চানু। ব্যাডমিন্টনে ব্রোঞ্জ জিতেছেন শাটলার পিভি সিন্ধু। সেই তালিকায় আনুষ্ঠানিকভাবে যোগ হল লাভলিনা বরগোহাঁইয়ের নাম।

লাভলিনায় মুগ্ধ দেশ

লাভলিনায় মুগ্ধ দেশ

টোকিও অলিম্পিকে যে লড়াইটা করেছেন লাভলিনা বরগোহাঁই, তাকে কুর্নিশ জানিয়েছে দেশ। অসমের বক্সারকে শুভেচ্ছা জানিয়েছে গোটা দেশ। দেশের জন্য ব্রোঞ্জ পদক জয় করাও যে মুখের কথা নয়, তা মেনে নিয়েছেন সকলে।

English summary
Tokyo Olympics : PM Narendra Modi shares a light moment with Lovlina Borgohain after his defeat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X