For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Tokyo Olympics : ব্রোঞ্জও জিততে পারলেন না চোটগ্রস্ত-ক্লান্ত জকোভিচ, মিক্সড ডাবলস থেকেও সরলেন

Tokyo Olympics : ব্রোঞ্জও জিততে পারলেন না জকোভিচ, তিন সেটের যুদ্ধে হার বুস্তার কাছে

  • |
Google Oneindia Bengali News

টোকিও অলিম্পিকের তৃতীয় স্থান নির্ধারক ম্যাচেও হেরে গেলেন নোভাক জকোভিচ। স্পেনের পাবলো কারেনো বুস্তার বিরুদ্ধে তিন সেটের লড়াইয়ে হেরে গিয়েছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। এই হারে তিনি হতাশ, তা নোভাকের শরীরি ভাষাতেই প্রমাণ পেয়েছে। বিশ্বের এক নম্বর টেনিস তারকার ক্লান্ত-পরিশ্রান্ত হতাশ হয়েছেন বিশ্বের টেনিস প্রেমীরাও। একই সঙ্গে মেজাজ হারিয়ে কোর্টে ব্যাট ছুঁড়েও সমালোচনার শিকার হলেন নোভাক। কাঁধে চোটের জেরে নিলেন বড় সিদ্ধান্ত।

প্রথম সেটে হার

প্রথম সেটে হার

টোকিও অলিম্পিকে টেনিসের সিঙ্গলসের সেমিফাইনাল জার্মানির আলেকজান্ডার জেরেভের বিরুদ্ধে হেরে গিয়েছিলেন নোভাক জকোভিচ। শনিবার প্রতিযোগিতার তৃতীয় স্থান নির্ধারত ম্যাচেও সেভাবে দাগ কাটতে পারলেন না বিশ্বের এক নম্বর টেনিস তারকা। ম্যাচের প্রথম সেটেই হেরে যান সার্বিয়ার তারকা। ৬-৪ গেমে ওই সেট জেতেন স্পেনের পাবলো কারেনো বুস্তা।

দ্বিতীয় সেটে লড়ে জেতা

দ্বিতীয় সেটে লড়ে জেতা

ম্যাচের দ্বিতীয় সেটেও পিছিয়ে পড়েছিলেন নোভাক জকোভিচ। নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ফিরে আসেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। যদিও এই সেট থেকেই জকোভিচের শরীরে ক্লান্তি ধরা পড়তে শুরু করে। হয়তো গরমে কাহিল হয়েই নিজের স্বাভাবিক খেলা খেলতে পারছিলেন না সার্বিয়ার তারকা। টাইব্রেকারের মাধ্যমে ওই সেটের ফয়সলা হয়। জকোভিচের পক্ষে ম্যাচের ফলাফল হয় ৭-৬ (৮-৬)।

তৃতীয় সেটে আত্মসমর্পণ ও রাগ

তৃতীয় সেটে আত্মসমর্পণ ও রাগ

ম্যাচের তৃতীয় সেটে পুরোপুরি বিধ্বস্ত লেগেছে নোভাক জকোভিচ। বিশ্বের এ প্রজন্মের সেরা টেনিস তারকার ব্যাট থেকে চেনা ফোর হ্যান্ড, ব্যাকহ্যান্ড, টপ স্পিন নিমেষেই উধাও হয়ে যায়। উল্টে প্রাণশক্তিতে ভরপুর বুস্তা ওই সেটে জকোভিচের দুটি সার্ভিস ব্রেক করেন। শেষের দিকে কার্যত হাল ছেড়ে দিয়েছিলেন চোটগ্রস্ত-ক্লান্ত নোভাক। হতাশার জেরে ক্ষুব্ধ হয়ে মাটিতে ব্যাট ছুঁড়ে ফেলতেও দেখা যায় সার্বিয়ার তারকাকে। যাঁর এমন মূর্তি খুব কমই দেখেছে টেনিস বিশ্ব। ওই সেট তিনি ৩-৬ গেমের ব্যবধানে হেরে যান। তাঁর এই হারে হতাশ হয়েছেন বিশ্বের টেনিস প্রেমীরা। ব্রোঞ্জ জেতা বুস্তার খুশির ঠিকানা নেই।

পদকহীন জকোভিচ

পদকহীন জকোভিচ

পরপর ফরাসি ওপেন ও উইম্বলডন জিতে টোকিও অলিম্পিকে খেলতে নেমেছিলেন নোভাক জকোভিচ। মেগা অংশ না নেওয়ার কথা আগেই জানিয়ে দিয়েছিলেন কিংবদন্তি রাফায়েল নাদাল ও রজার ফেডেরার। ফলে টোকিও থেকে নোভাকের সোনা জয় নিশ্চিত বলে ধরে নিয়েছিল টেনিস বিশ্ব। কিন্তু এই গ্রহের এক নম্বর টেনিস তারকার এমন পারফরম্যান্স দেখে হতাশ হয়েছেন জকোভিচ ফ্যানরা। যদিও এর কারণটা জানা গেল পরে। আসলে কাঁধের চোটে ভুগছেন নোভাক। তাই সার্বিয়ার সিনা স্টোজানোভিচের সঙ্গে জুটি বেঁধে তৃতীয় স্থান নির্ধারক ম্যাচেও খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন ২০টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী তারকা। ওই ম্যাচে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষকে ওয়াক ওভার দিয়ে দেওয়া হয়েছে।

জকোভিচের বার্তা

উইম্বলডন চলাকালীনই কাঁধে চোট পেয়েছিলেন নোভাক জকোভিচ। অলিম্পিকে খেলতে গিয়ে সেই চোট আরও ভোগাতে শুরু করে সার্বিয়ার তারকাকে। সেই অবস্থাতেই লড়াই চালিয়ে যাচ্ছিলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। শেষ পর্যন্ত আর পারলেন না। তাই মিক্সড ডাবলস থেকে নাম প্রত্যাহার করে আবেগঘন বার্তা লিখেছেন নোভাক।

English summary
Tokyo Olympics : Novak Djokovic defeated on the third place match of tennis singles
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X