For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Tokyo Olympics : ডিসকাস থ্রো-র ফাইনালে পৌঁছনো কমলপ্রীতের পারফরম্যান্সই দেখেননি তাঁর বাবা

Tokyo Olympics : ডিসকাস থ্রো-র ফাইনালে পৌঁছনো কমলপ্রীতের পারফরম্যান্সই দেখেননি বাবা

  • |
Google Oneindia Bengali News

টোকিও অলিম্পিকের ডিসকাস থ্রো ইভেন্টের ফাইনালে পৌঁছে ভারত তথা বিশ্বকে চমকে দিয়েছেন কমলপ্রীত কৌর। শনিবার হিটে তিনি যে পারফরম্যান্স করেছেন, তা ধরে রাখতে পারলে এই ইভেন্ট থেকে ভারতের হয়ে হয়ে তাঁর পদক জয় কার্যত নিশ্চিত বলে মনে করছেন দেশের ক্রীড়াপ্রেমীরা। অথচ এত বড় সাফল্যের মুহুর্তের সাক্ষীই নাকি হননি কমলপ্রীতের বাবা কুলদীপ সিং।

Tokyo Olympics : ডিসকাস থ্রো-র ফাইনালে পৌঁছনো কমলপ্রীতের পারফরম্যান্সই দেখেননি তাঁর বাবা

শনিবার অনেক সকালে কমলপ্রীতের ইভেন্টটি অনুষ্ঠিত হয়। যার সময় শুক্রবার রাতেই বাবাকে জানিয়ে দিয়েছিলেন ভারতীয় অ্যাথলিট। সেই সময়ে ঘরের টিভিও চালিয়েছিলেন কুলদীপ সিং। কিন্তু তখন সেখানে অন্য ইভেন্ট চলছিল। এদিকে ক্ষেতের কাজে যেতে দেরি হয়ে যাচ্ছিল কমলপ্রীতের বাবার। তাই বাধ্য হয়েই তিনি টিভি বন্ধ করে বেরিয়ে যান বলে পরে জানিয়েছেন গর্বিত কুলদীপ সিং। বলেছেন যে জমিতে কাজ করার সময় তিনি আত্মীয়দের ফোন পান। সুখবর পাওয়ার পরেই বাড়ি ফিরে কমলপ্রীতের পারফরম্যান্সের হাইলাইটস দেখেন কুলদীপ। অলিম্পিকে মেয়ের কাছ থেকে তিনি পদক আশা করেছেন।

কেরিয়ারের প্রথম অলিম্পিকেই ক্রীড়া বিশ্বকে চমকে দিয়েছেন কমলপ্রীত। মহিলাদের ডিসকাস থ্রো ইভেন্টের দুটি কোয়ালিফিকেশন রাউন্ড মিলিয়ে দ্বিতীয় হয়েছেন ২৫ বছরের ভারতীয় অ্যাথলিট। ৬৪ মিটার দূরত্বে লোহার চাকতি ছুঁড়ে ইভেন্টের দ্বিতীয় প্রতিযোগি হিসেবে সরাসরি ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছেন কমলপ্রীত। হারিয়ে দিয়েছেন ক্রোয়েশিয়ার দুই বারের অলিম্পিকজয়ী (রিও ও লন্ডন গেমস) সান্দ্রা পারকোভিচকে। যিনি টোকিও গেমসের একই ইভেন্টের এ গ্রুপের কোয়ালিফিকেশনে প্রথম হয়েছেন। সর্বোচ্চ ৬৩.৭৫ মিটার দূরত্ব অতিক্রম করেছে সান্দ্রার ছোঁড়া ডিসকাস। বি গ্রুপ তথা দুই কোয়ালিফিকেশন রাউন্ড মিলিয়ে প্রথম হয়েছেন আমেরিকার ভালারি অলম্যান। ৬৬.৪২ মিটার দূরত্বে তিনি ডিসকাস ছুঁড়েছেন।

কোয়ালিফিকেশন রাউন্ডের প্রথম প্রচেষ্টায় ৬০.২৯ মিটার দূরত্ব অতিক্রম করেন কমলপ্রীত। দ্বিতীয় প্রচেষ্টায় ৬৩.৯৭ মিটার অতিক্রম করে ভারতীয় অ্যাথলিটের ছোঁড়া চাকতি। তৃতীয় প্রচেষ্টায় আরও খানিকটা এগিয়ে চমকে দিয়েছেন কমলপ্রীত। তবে নিজেরই গড়া জাতীয় রেকর্ড তিনি ভাঙতে পারেননি। চলতি বছর পাতিয়ালায় হওয়া ভারতীয় গ্রাঁ পি-তে ৬৬.২৯ মিটার দূরত্বে চাকতি ছুঁড়ে টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন ২৫ বছরের কমলপ্রীত। তার আগে গত মার্চে হওয়া ফেডারেশন কাপে ৬৫.০৬ দূরত্বে ডিসকাস ছুঁড়ে পুরনো জাতীয় রেকর্ড ভেঙেছিলেন কৌর। দেশের প্রথম অ্যাথলিট হিসেবে ৬৫ মিটার দূরত্ব অতিক্রম করার অনন্য নজিরও গড়েছিলেন কমলপ্রীত। ফাইনাল তিনি সেই উচ্চতায় পৌঁছতে পারেন কিনা, সেদিকে তাকিয়ে থাকবে দেশ। আগামী ২ অগাস্ট মহিলাদের ডিসকাস ইভেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

English summary
Tokyo Olympics : Kamalpreet Kaur's father was on farm when his daughter reach final
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X