For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Tokyo Olympics : কী উপায়ে জাপানের তীব্র গরমে যুঝেও পদক জয় মনপ্রীত-শ্রীজেশদের?

Tokyo Olympics : কী উপায়ে জাপানের তীব্র গরমে যুঝেও পদক জয় মনপ্রীত-শ্রীজেশদের?

  • |
Google Oneindia Bengali News

৪১ বছর পর অলিম্পিকের হকি থেকে ভারতকে পদক পাইয়ে দেওয়া মনপ্রীত সিং নেতৃত্বাধীন দলকে নিয়েই এখন যত আলোচনা। বৃহস্পতিবার টোকিও গেমসের তৃতীয় স্থান নির্ধারক ম্যাচে দুর্ধর্ষ জার্মানির বিরুদ্ধে পিছিয়ে থেকেও জয়লাভ করেছে মেন ইন ব্লু। এই সাফল্যে যে অনায়াসে আসেনি, তা নিয়ে কারও মনে কোনও দ্বিধা নেই। প্রতিপক্ষ যেখানে জাপানের তীব্র গরম, সেখানে কোন রণনীতি এসেছে এই সাফল্য, তা জেনে নিন।

ভারতের দুর্দান্ত জয়

ভারতের দুর্দান্ত জয়

৪১ বছর পর অলিম্পিক থেকে পদক জিতল ভারত। জার্মানির বিরুদ্ধে পিছিয়ে থাকা ম্যাচ জিতে টোকিও গেমস থেকে ব্রোঞ্জ অর্জন করতে সক্ষম হলেন মনপ্রীত সিংরা। ৯ গোলের হাড্ডাহাড্ডি ম্যাচে পাঁচ বার বল জালে জড়াতে সক্ষম হয় মেন ইন ব্লু। ৪ গোল করেও ম্যাচে ফিরতে পারেনি জার্মানি। ২ গোলে পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে ঐতিহাসিক জয় হাসিল করা ভারতীয় হকি দলে মুগ্ধ দেশ। ইতিহাস ছুঁতে পেরে আবেগতাড়িত হয়েছেন মনপ্রীত সিংরা।

টোকিওর তীব্র গরম

টোকিওর তীব্র গরম

টোকিও অলিম্পিকে কেবল বাঘা বাঘা দলগুলিই যে ভারতীয় পুরুষ হকি দলের প্রতিপক্ষ ছিল, সে কথা ভাবলে ভুল হবে। কারণ গেমসে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে মনপ্রীত সিংদের জন্য সবচেয়ে বড় প্রতিবন্ধকতার কারণ হয়ে দাঁড়িয়েছিল টোকিওর তীব্র গরম। যে শত্রুর কথা টেনিস মেদভেদেভের কথা থেকে পাওয়া গিয়েছিল। টোকিওর গরমে কোর্টে অসুস্থ হয়ে পড়তে দেখা গিয়েছিল নোভাক জকোভিচ। সেই গরমে সূর্যালোকের নিচে খেলাটা যে কতটা চ্যালেঞ্জিং, তা ম্যাচ শেষের পর জানিয়েছেন মেন ইব ব্লু-র সদস্যরা। যদিও এর জন্য আলাদা প্রস্তুতি আগে থেকেই নিয়েছিলেন শ্রীজেশরা।

বেঙ্গালুরুতে অনুশীলন

বেঙ্গালুরুতে অনুশীলন

২০২০ সালে করোনা ভাইরাসের জেরে টোকিও অলিম্পিক স্থগিত হওয়ার সঙ্গে গোটা দেশ যখব লকডাউনে ঘরবন্দি হয়ে গিয়েছিল, তখন স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা সাইয়ের বেঙ্গালুরু সেন্টারেই আটকে পড়েছিল ভারতের পুরুষ হকি দল। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই শুরু হয়েছিল অনুশীলন। যেখানে টোকিওর গরমের কথা মাথায় রেখে মনপ্রীত সিংদের জন্য বিশেষ অনুশীলনের ব্যবস্থা করা হয়েছিল। ওই গরমের সঙ্গে মানিয়ে নিতে বেঙ্গালুরুতে দুপুর পেরোতে বিকেলে অনুশীলন করতেন মনপ্রীত সিংরা। তাতে টোকিওর গরমের সঙ্গে লড়াই করার মতো শক্তি তাঁরা কিছুটা হলেও সঞ্চয় করেছিলেন বলে জানিয়েছেন নীল জার্সিধারীরা।

অনেক প্রতীক্ষার পর পদক

অনেক প্রতীক্ষার পর পদক

১৯৮০ সালে অলিম্পিক থেকে শেষবার পদক জিততে সক্ষম হয়েছিল ভারত। সেবার সোনা এসেছিল ঘরে। ১৯৭২ সালের অলিম্পিকে শেষবার ব্রোঞ্জ জিতেছিল ভারতীয় হকি দল। টোকিও অলিম্পিকে ইতিহাস রচনা করে আবেগ ধরে রাখতে পারলেন না ভারতীয় খেলোয়াড়েরা। মাঠেই আনন্দাশ্রু দেখা যায় তাঁদের চোখে। উল্লেখ্য ৪৯ বছর পর অলিম্পিক হকির সেমিফাইনালে পৌঁছে আগেই ইতিহাস রচনা করেছিল ভারত। বেলজিয়ামের বিরুদ্ধে শেষ চারের মোকাবিলা হেরে গেলেও অবশেষে তৃতীয় স্থানে থেকে টোকিও অভিযান শেষ করলেন হরমনপ্রীত সিংরা।

English summary
Tokyo Olympics : Indian men's hockey practiced in afternoon to match the heat of Tokyo
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X