Tokyo Olympics : শট পুটের ফাইনালে পৌঁছতে ব্যর্থ এশিয়ান গেমসে সোনাজয়ী তেজিন্দরপাল
টোকিও অলিম্পিকে পুরুষদের শট পুট ইভেন্টের ফাইনালে পৌঁছতে ব্যর্থ হলেন ভারতের তেজিন্দরপাল সিং তুুর। এশিয়ান গেমসে রূপোজয়ী ভারতীয় অ্যাথলিট এদিন নিজের ব্যক্তিগত সেরা পারফরম্যান্সের ধারেকাছেও পৌঁছতে পারলেন না। ১৬ প্রতিযোগীর যোগ্যতা অর্জন পর্বে ১৩তম স্থান অর্জন করতে সক্ষম হয়েছেন পাঞ্জাব তনয়। দেশের ক্রীড়াপ্রেমীদের হতাশ করেছে তেজিন্দরের পারফরম্যান্স।

টোকিওয় ব্যর্থ তেজিন্দর
২০১৮ সালের এশিয়ান গেমসে সোনা জেতা তেজিন্দর সাড়া জাগিয়ে টোকিও পৌঁছলেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারলেন না। পুরুষদের শট পুটের এ গ্রুপের যোগ্যতা অর্জন পর্বের প্রথম প্রচেষ্টায় ১৯.৯৯ মিটার দূরত্বে লোহার বল ছোঁড়েন তেজিন্দর। দ্বিতীয় প্রচেষ্টায় তাঁর কাছ থেকে আরও ভাল ফলাফল আশা করা হলেও প্রত্যাশাপূরণ করতে ব্যর্থ হন পাঞ্জাবের অ্যাথলিট। বল ছোঁড়ার পর নিজে গণ্ডীর বাইরে বেরিয়ে যাওয়ার কারণে তেজিন্দরের দ্বিতীয় প্রচেষ্টা নামঞ্জুর হয়ে যায়। একই ভাবে নিজের তৃতীয় প্রচেষ্টাতেও জল ঢেলে দেন এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতীয় অ্যাথলিট।

সেরাদের থেকে অনেকটাই পিছিয়ে তেজিন্দর
ওই গ্রুপ থেকে মোট তিন জন ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছেন। প্রথম স্থানে শেষ প্রতিযোগিতা শেষ করা নিউজিল্যান্ডে টম ওয়ালশ ২১.৪৯ মিটার দূরত্বে লোহার বল নিক্ষেপ করেছেন। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে প্রতিযোগিতা শেষ করা যথাক্রমে ব্রাজিলের দারলান রোমানি ও মিশরের মোস্তাফা হাসান ২১.৩১ ও ২১.২৩ মিটার দূরত্ব অতিক্রম করেছেন। তাঁদের থেকে অনেকটা পিছিয়ে থেকে প্রতিযোগিতা শেষ করেন তেজিন্দরপাল।

সেরা পারফরম্যান্সের ধারেকাছে নেই
টোকিওয় নিজের ব্যক্তিগত সেরা পারফরম্যান্সের ধারেকাছেও পৌঁছতে পারলেন না তেজিন্দরপাল সিং তুর। যিনি চলতি বছর পাতিয়ালায় হওয়া ভারতীয় গ্রাঁ পি-তে ২১.৪৯ মিটার দূরত্বে লোহার বল ছুঁড়ে টোকিওর টিকিট নিশ্চিত করেছিলেন। যেটি একাধারে এশিয়ান রেকর্ডও বটে। অলিম্পিকে ২২ মিটারের দূরত্ব অতিক্রম করাই লক্ষ্য ছিল তেজিন্দরের। সেইমতো পারফরম্যান্স করতে পারলে যোগ্যতা অর্জন পর্বের ধাপ পেরোনো তো দূর, অলিম্পিকে হয়তো পদকও জিততে পারতেন পাঞ্জাবের অ্যাথলিট। যাঁর স্বভাববিরুদ্ধ পারফরম্যান্স দেশের ক্রীড়াপ্রেমীদের হতাশ করেছে। সবমিলিয়ে চলতি অলিম্পিকের অ্যাথলেটিক্সে ভারতের ব্যর্থতার ধারা অব্যাহত রয়েছে।

উত্থান চমকপ্রদ
২০১৮ সালের এশিয়াডে সোনা জিতে ভারতকে গর্বিত করেছিলেন তেজিন্দর। ২০.৭৫ মিটার দূরত্বে তিনি লোহার বল নিক্ষেপ করেছিলেন। এখানেই থেমে না থেকে নিজের দক্ষতা বাড়ানোর চেষ্টা চালাতে থাকেন তুর। ইতিমধ্যে নিজের অনুপ্রেরণা বাবা সর্দার করম সিংকে হারিয়ে খানিকটা থমকে গিয়েছিল তেজিন্দরের জীবনে। সেই সঙ্গে করোনা ভাইরাসের অচলাবস্থা দূর করে পাঞ্জাব তনয়ের টোকিও পৌঁছনোর কাহিনি দুর্দান্ত।