For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Tokyo Olympics : মনিকা-সুতীর্থার পর বিদায় কমলের, টিটি-তে ভারতের পদক জয়ের আশা শেষ

Tokyo Olympics : মনিকা-সুতীর্থার পর বিদায় কমলের, টিটি-তে ভারতের পদক জয়ের আশা শেষ

  • |
Google Oneindia Bengali News

মনিকা বাত্রা, সুতীর্থা মুখোপাধ্যায় ও জি সাথিয়ানের পর টোকিও অলিম্পিকের সিঙ্গলস ইভেন্ট থেকে ছিটকে গেলেন ভারতের অচন্তা শরথ কমল। একই সঙ্গে চলতি টুর্নামেন্টে ভারতের পদক জয়ের আশাও কার্যত শেষ হয়ে গেল বলা চলে। মঙ্গলবার তৃতীয় রাউন্ডের ম্যাচে চিনের মা লংয়ের কাছে ৪-১ গেমের ব্যবধানে হেরে যান ভারতীয় তারকা। কমলের হারে হতাশ দেশের ক্রীড়া প্রেমীরা।

Tokyo Olympics : মনিকা-সুতীর্থার পর বিদায় কমলের, টিটি-তে ভারতের পদক জয়ের আশা শেষ

ম্যাচের প্রথম গেমেই ব্যাকফুটে চলে যান ভারতের শরথ কমল। ওই মোকাবিলা ১১-৭ পয়েন্টে জেতেন চিনের প্রতিপক্ষ। দ্বিতীয় গেমে ফিরে আসেন শরথ। দৃঢ় মানসিকতা নিয়ে ওই গেম ১১-৮ পয়েন্টে জেতেন ভারতীয় তারকা। যেখানে চিনের তারকাকে খানিকটা নড়বড়ে দেখায়। বেশকিছু ভুলও করে বসেন লং। যার সুবিধা পেয়ে যান কমল। তবে ম্যাচের তৃতীয় গেম থেকে অন্য খেলা খেলতে শুরু করেন চিনের তারকা। তাতেই খেলা থেকে হারিয়ে যান শরথ কমল।

ম্যাচের তৃতীয় গেমে দুই প্রতিপক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। ক্লোজ এনকাউন্টারে ১৩-১১ পয়েন্টে গেমের ফয়সলা নির্ধারিত হয়। গেমটি জেতেন চিনের খেলোয়াড়। শেষ দুটি গেমে আর দাঁড়াতে পারেননি শরথ কমল। ৪-১১, ৪-১১ পয়েন্টের ব্যবধানে দুই মোকাবিলা হেরে যান ভারতীয় তারকা। সেই সঙ্গে টোকিও অলিম্পিকে টেবিল টেনিস ইভেন্টে ভারতের সোনা জয়ের আশাও কার্যত শেষ হয়ে যায়।

এর আগে ব্যাডমিন্টনের মিক্সড ডাবলস ইভেন্টের প্রথম রাউন্ড থেকে ছিটকে যেতে হয়েছিল ভারতের শরথ কমল ও মনিকা বাত্রা জুটিকে। সিঙ্গলস রাউন্ড থেকে আগেই বিদায় নেন মনিকা বাত্রা, সুতীর্থা মুখোপাধ্যায়, জি সাথিয়ানরা। তাই টোকিও গেমসে ভারতের এই পারফরম্যান্সের কিছুটা হলেও হতাশ ক্রীড়া প্রেমীরা।

English summary
Tokyo Olympics : India's Sharath Kamal lost third round battle against Chinese Long
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X