For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দু-বারের করোনাজয়ী ইরানের 'নার্স' বিশ্বচ্যাম্পিয়ন ফরুঘি টোকিওয় জিতলেন ঐতিহাসিক সোনা

Google Oneindia Bengali News

ইরানের শুটার জাভাদ ফরুঘি। নিজেকে দেশের একজন যোদ্ধা পরিচয় দিতেই ভালোবাসেন। করোনা-যোদ্ধা। টোকিও অলিম্পিকে আসার আগে দেশের হাসপাতালে কোভিড-১৯ ওয়ার্ডে নার্সের কাজ করেছেন ফরুঘি। আর অলিম্পিকের আসরে এসেই করোনা-যোদ্ধা ফরুঘি জিতে নিলেন ১০ মিটার এয়ার পিস্তলের সোনা।

শুটিংয়ে ইরানের প্রথম অলিম্পিক পদক

শুটিংয়ে ইরানের প্রথম অলিম্পিক পদক

গতকাল অলিম্পিকে সোনা জেতেন ফরুঘি। ২৪৪.৮ পয়েন্ট পেয়ে গড়েন অলিম্পিকের নতুন রেকর্ড। সোনা জয়ের পর ফরুঘি বলেছেন, শুটিং থেকে আমিই প্রথম ইরানকে পদক এনে দিতে পারলাম এটা ভেবে খুব ভালো লাগছে। পিস্তল বা রাইফেলের কোনও ইভেন্টে অলিম্পিকের ইতিহাসে এর আগে কেউ কোনও পদক পাননি। সেখানে আমি একেবারে সোনা জিততে পেরেছি। দেশের একজন যোদ্ধা হয়ে আমি এটা করতে পেরে খুবই তৃপ্ত।

তৃপ্ত ফরুঘি

তৃপ্ত ফরুঘি

ফরুঘির সঙ্গেই এই বিভাগের ফাইনালে লড়ছিলেন ভারতের সৌরভ চৌধুরী। কোয়ালিফিকেশন রাউন্ডে তিনিই ছিলেন শীর্ষে। গত মার্চে দিল্লিতে অনুষ্ঠিত শুটিং ওয়ার্ল্ড কাপে ফরুঘি যখন সোনা জেতেন তখন সৌরভ রুপো জিতেছিলেন। কিন্তু গতকাল সপ্তম স্থানে শেষ করেন ভারতীয় শুটার। ফরুগির আরেকটি পরিচয়ও রয়েছে। যা বাকিদের কাছে দৃষ্টান্ত। গত বছর তিনি ইরানের হাসপাতালের কোভিড-১৯ ওয়ার্ডে নার্সের ভূমিকা পালন করেছেন। করোনাতেও আক্রান্ত হন এর ফলে। সে প্রসঙ্গে ফরুগি মিক্সড জোনে দাঁড়িয়ে সাংবাদিকদের বলেছেন, আমি একজন নার্স। হাসপাতালে কাজ করি, বিশেষ করে কোভিড পরিস্থিতিতে। গত বছর সেই দায়িত্ব পালনের মধ্যে আমার কোভিড রিপোর্ট পজিটিভ আসে। সুস্থ হয়ে ফের অলিম্পিকের জন্য প্রস্তুতি শুরু করি।

হার মেনেছে করোনা

হার মেনেছে করোনা

তবে করোনাকে জয় করা ফরুঘি দ্বিতীয়বারও করোনায় আক্রান্ত হন। ফলে আবার এক মাসেরও বেশি সময় অনুশীলন থেকে নিজেকে দূরে রাখতে বাধ্য হন। তারপর অনুশীলন করে নিজের দুরন্ত ফর্মে ফিরতে বেশি সময় নেননি। জুনে ক্রোয়েশিয়াতে অনুষ্ঠিত আইএসএসএফ বিশ্বকাপেও তিনি সোনা জেতেন, দিল্লিতে মার্চে সোনা জয়ের পর। বিশ্বজুড়ে করোনা সংক্রমণের থেকে সকলকে নিরাপদে থাকার পরামর্শ দিয়ে করোনাযোদ্ধা ও করোনাজয়ী অলিম্পিকের চ্যাম্পিয়ন ফরুঘি বলেন, সকলে যদি স্বাস্থ্যবিধি মেনে চলেন তবে কেউ করোনা আক্রান্ত হবেন না এবং আমরা করোনামুক্ত বিশ্বের দিকে এগিয় যেতে পারব। একে অপরের স্বাস্থ্যের প্রতি যত্নশীল থাকুন। আমি সবচেয়ে খুশি করোনা আমাকে অলিম্পিকে অংশগ্রহণ থেকে দূরে রাখতে পারেনি।

English summary
Tokyo Olympics Gold Medalist Javad Foroughi Served As Hospital Nurse In COVID-19 Wards Ahead Games. Shooter From Iran Has Clinched Gold In 10m Air Pistol.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X