For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Tokyo Olympics : ১০০ মিটার স্প্রিন্টের হিটে সপ্তম দ্যুতি, ব্যর্থ ইতিহাস লেখা জাবিরও

Tokyo Olympics : ১০০ মিটারের হিটে সপ্তম দ্যুতি, ৪০০ মিটার হার্ডেলেও ব্যর্থ ভারত

  • |
Google Oneindia Bengali News

টোকিও অলিম্পিকে ব্যর্থতা দিয়েই অভিযান শুরু করলেন দ্যুতি চাঁদ। মহিলাদের ১০০ মিটার স্প্রিন্টের হিটে সপ্তম হয়েছেন ভারতের মহিলা অ্যাথলিট। তাতে কিছুটা হলেও হতাশ হয়েছেন দেশের ক্রীড়া প্রেমীরা। তবে দ্যুতির লড়াইকে কুর্নিশও জানিয়েছেন অনেকে। অন্যদিকে ব্যর্থ হয়েছেন এমপি জাবিরও। পুরুষদের ৪০০ মিটার হার্ডেল ইভেন্টে সপ্তম হয়েছেন ভারতীয় অ্যাথলিট। ছিটকে গিয়েছেন হিট থেকে।

দ্যুতি চাঁদের হার

ভারতীয় ক্রীড়া প্রেমীদের স্বপ্ন দেখানো দ্যুতি চাঁদ হার দিয়েই টোকিও অলিম্পিক অভিযান শুরু করলেন। শুক্রবার ১০০ মিটার স্প্রিন্টের হিটে অংশ নিয়েছিলেন ওড়িশার অ্যাথলিট। আট জনের প্রতিযোগিতায় সপ্তম হয়েছেন দ্যুতি। সময় নিয়েছেন ১১.৫৪ সেকন্ড। এই বিভাগে প্রথম হওয়া জামাইকার শেলি-আন ফ্রেসার-পিস রেস শেষ করতে ১০.৮৪ সেকেন্ড সময় নিয়েছেন। তাতে কিছুটা হলেও হতাশ হয়েছেন দেশের ক্রীড়া প্রেমীরা। তবে দ্যুতির লড়াইকে কুর্নিশও জানিয়েছেন অনেকে।

জাতীয় রেকর্ডের ধারেকাছেও নেই দ্যুতি

জাতীয় রেকর্ডের ধারেকাছেও নেই দ্যুতি

চলতি বছর পাতিয়ালায় অনুষ্ঠিত হওয়া ভারতীয় গ্রাঁ পি বা টোকিও গেমসের যোগ্যতা অর্জন পর্বে জাতীয় রেকর্ড গড়েছিলেন দ্যুতি চাঁদ। মাত্র ১১.১৭ সেকেন্ডে ১০০ মিটার স্প্রিন্ট শেষ করেছিলেন ওড়িশার দৌড়বিদ। যদিও অলিম্পিকের মূলপর্বের হিটে সেই সময়ের ধারেকাছেও পৌঁছতে পারলেন না দ্যুতি। দেশের ক্রীড়াপ্রেমীদের হতাশা ঠিক সেখানেই। চলতি অলিম্পিকের ২০০ মিটার স্প্রিন্টেও ভারতের প্রতিনিধি হিসেবে হাজির থাকবেন দ্যুতি। কী ফলাফল হয়, সেদিকে তাকিয়ে থাকবে দেশ।

ছিটকে গেলেন জাবির

একই দিনে পুরুষদের চারশো মিটার হার্ডেল ইভেন্টে ব্যর্থ হলেন ভারতের এমপি জাবির। হিটে সপ্তম হয়েছেন ২৫ বছরের কেরলীয় অ্যাথলিট। রেস শেষ করতে তাঁর সময় লেগেছে ৫০.৭৭ সেকেন্ড। এই ইভেন্টে নিজের ব্যক্তিগত সেরা সময়ের ধারেকাছেও তিনি পৌঁছতে পারেননি। ২০১৯ সালে দোহাতে একই ইভেন্ট থেকে ৪৯.১৩ সেকেন্ড সময় নিয়েছিলেন জাবির। উল্লেখ্য দেশের প্রথম পুরুষ অ্যাথলিট হিসেবে অলিম্পিকের ৪০০ মিটার হার্ডেলস ইভেন্টে অংশ নিয়ে ইতিহাস রচনা করেছিলেন জাবির। সেই চেষ্টা বিফলেই গেল বলা চলে। ফলে কিছুটা হলেও হতাশ হয়েছেন দেশের ক্রীড়াপ্রেমীরা।

অবিনাশের কীর্তি

অবিনাশের কীর্তি

জাতীয় রেকর্ড গড়েও টোকিও অলিম্পিকে পুরুষদের ৩ হাজার মিটার স্টিপেলচেজ ইভেন্টের হিটে সপ্তম হয়েছেন ভারতের অবিনাশ সাবলে। ৮ মিনিট ১৮.১২ সেকেন্ডে পুরুষদের তিন হাজার মিটার স্টিপেলচেজের দ্বিতীয় হিট শেষ করেন অবিনাশ। যা এক জাতীয় রেকর্ড। টোকিও অলিম্পিকের যোগ্যতা অর্জন পর্বে ৮ মিনিট ২১.২৭ সেকেন্ডে প্রতিযোগিতা শেষ করেছিলেন ভারতীয় অ্যাথলিট।

English summary
Tokyo Olympics : Dutee Chand finished 7th in 100m heat, MP Jabir fails to qualify for second round
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X