For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Tokyo Olympics : শুটিংয়ে ফের হতাশা, এবার থ্রি পজিশনের ফাইনালে উঠতে ব্যর্থ অঞ্জুম-তেজস্বিনী

Tokyo Olympics : শুটিংয়ে ফের হতাশা, এবার ফাইনালে উঠতে ব্যর্থ অঞ্জুম-তেজস্বিনী

  • |
Google Oneindia Bengali News

টোকিও অলিম্পিকের শুটিংয়ে ভারতের হতাশা অব্যাহত। এবার মহিলাদের মহিলাদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনের ফাইনালে পৌঁছতে ব্যর্থ হলেন ভারতের অঞ্জুম মৌদগিল ও তেজস্বিনী সাওন্ত। ইভেন্টের কোয়ালিফিকেশন রাউন্ডে ১৫তম স্থান দখল করতে সক্ষম হয়েছেন অঞ্জুম। তিনি ১১৬৭ পয়েন্ট অর্জন করেছেন। ১১৫৪ পয়েন্ট নিয়ে ৩৩তম স্থানে প্রতিযোগিতা শেষ করেছেন তেজস্বিনী।

Tokyo Olympics : শুটিংয়ে ফের হতাশা, এবার থ্রি পজিশনের ফাইনালে উঠতে ব্যর্থ অঞ্জুম-তেজস্বিনী

এই রাউন্ডে ১১৮২ পয়েন্ট নিয়ে প্রথম হয়েছেন রাশিয়ান অলিম্পিক কমিটির য়ুলিয়া জিকোভা। দ্বিতীয় হয়েছেন আমেরিকার সাগেন মাদালেনা। তাঁর পয়েন্ট ১১৭৮। একই পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে মহিলাদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনের ফাইনালে পৌঁছেছেন জার্মানির জলিন বিয়ার। মোট আট জন শুটার ইভেন্টের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছেন। তাঁদের মধ্যে দুই ভারতীয় জায়গা করতে না পারায় হতাশ হয়েছেন দেশের ক্রীড়াপ্রেমীরা।

প্রতিযোগিতার প্রথম থেকেই অনেকটা পিছিয়ে যান দুই ভারতীয় তিরন্দাজ। ১১ থেকে ১৫ নম্বর স্থানের মধ্যে ঘোরাফেরা করতে থাকেন অঞ্জুম মৌদগিল। ৩০ ওপরে উঠতে ব্যর্থ হন তেজস্বিনী সাওন্ত। মাঝে এক রাউন্ডে ভাল পারফরম্যান্স করে প্রথম আটে ঢুকে পড়েছিলেন অঞ্জুম। পরের রাউন্ডেই ফের তিনি পিছিয়ে যান। আর তিনি ম্যাচে ফিরতে পারেননি।

এর আগে টোকিও অলিম্পিকে মহিলা ও পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল, রাইফেল ইভেন্টের ব্যক্তিগত, দলগত এবং মিক্সড ইভেন্ট থেকে পদক আনতে ব্যর্থ হয়েছিলেন ভারতীয় শুটাররা। স্কিট শুটিং ইভেন্টের ফাইনালে পৌঁছতে ব্যর্থ হয়েছিল ভারত। একমাত্র সৌরভ চৌধুরী ছাড়া টোকিও অলিম্পিকের কোনও ইভেন্টের শেষ রাউন্ডে পৌঁছতে পারেননি ভারতীয় শুটাররা। এই অবস্থায় মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টের দিকে তাকিয়ে ছিল দেশ। সেখানেও ব্যর্থতাই ধরা দেয়। ফাইনালে উঠতে ব্যর্থ হন মানু ভাকের ও রাহি স্বর্ণবত।

সেই ব্যর্থতার আবহে শনিবার মহিলাদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে খেলতে নেমেছিলেন ভারতের অঞ্জুম মৌদগিল ও তেজস্বিনী সাওন্ত। তাঁরাও ব্যর্থ হওয়ায় টোকিও অলিম্পিক থেকে পদক জয়ের আর মাত্র একটি সুযোগ পাবে ভারত। আগামী ২ অগাস্ট পুরুষদের ৫০ মিটার রাইফেলের থ্রি পজিশন ইভেন্টে অংশ নেবেন ভারতের ঐশ্বর্য প্রতাপ সিং তোমর ও সঞ্জীব রাজপুত। তাতে কী ফলাফল হয়, সেদিকে তাকিয়ে থাকবে দেশ।

গত পাঁচ বছরে বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্ট থেকে পদক অর্জন করা ভারতীয় শুটাররা কেন টোকিও অলিম্পিকে ধোপে টিকলেন না, তা নিয়ে তদন্ত শুরু করেছে দেশের জাতীয় রাইফেল অ্যাসোসিয়েশন। যদিও এই ব্যর্থতার দায় দেশের শুটার এবং কোচদের দিতে রাজি হননি এনআরআই প্রধান রনিন্দর সিং।

English summary
Tokyo Olympics : Anjum Moudgil and Tejaswini Sawant failed to qualify for women's 3P final
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X