For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Tokyo Olympics : ৪ প্রতিযোগী সহ নতুন করে করোনা আক্রান্ত ১৮, গেমস ভিলেজে ফের আতঙ্ক

Tokyo Olympics : এবার গেমস ভিলেজে করোনা আক্রান্ত ৪, সংক্রামিত ২ অ্যাথলিটও

  • |
Google Oneindia Bengali News

টোকিও অলিম্পিক চলছে জোরকদমে। পাল্লা দিয়ে প্রভাব বিস্তার করছে করোনা ভাইরাস। মঙ্গলবার গেমস ভিলেজে নতুন করে চার জনের কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানানো হয়েছে। তাঁদের দুই জন অ্যাথলিট বলে জানিয়েছেন উদ্যোক্তারা। সবমিলিয়ে গত ২৪ ঘণ্টায় টোকিওয় অলিম্পিক সম্পর্কিত নতুন কোভিড ১৯ কেসের সংখ্যা বাড়ল ১৮। তার মধ্যে দুই জন টেনিস খেলোয়াড়ও সামিল রয়েছেন।

গেমস ভিলেজে আক্রান্ত ৪

গেমস ভিলেজে আক্রান্ত ৪

টোকিও অলিম্পিক যখন চলছে জোরকদমে তখন গেমস ভিলেজে নতুন করে চার জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়েছে। সংক্রামিতদের তালিকায় দুই জন অ্যাথলিট রয়েছেন বলে খবর। টোকিও গেমস ভিলেজে কোভিড ১৯ পজিটিভ হওয়া চার ব্যক্তিকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। করোনা আক্রান্ত অ্যাথলিটরা নিজ নিজ ইভেন্টে অংশ নিতে পারবেন বা বলেও জানানো হয়েছে। যদিও তাঁদের নাম প্রকাশ করা হয়নি।

নতুন করে করোনা আক্রান্ত ১৮

নতুন করে করোনা আক্রান্ত ১৮

গত ২৪ ঘণ্টায় টোকিওয় অলিম্পিকের সঙ্গে সম্পর্কিত কোভিড ১৯ কেসের সংখ্যা বেড়েছে ১৮। তার মধ্যে দুই জন টেনিস খেলোয়াড় সামিল রয়েছেন বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে। নেদারল্যান্ডসের টেনিস তারকা জেন এবং জুলিয়েন রজার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর। তাঁরা নিজ নিজ ইভেন্ট থেকে নাম প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন। টোকিও গেমসের ১২ জন নিরাপত্তারক্ষীর কোভিড ১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানানো হয়েছে। প্রত্যেকেই আইসোলেশনে পাঠানো হয়েছে। প্রত্যেকের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে উদ্যোক্তারা।

মোট করোনা আক্রান্তের সংখ্যা

মোট করোনা আক্রান্তের সংখ্যা

সবমিলিয়ে গত ১ জুলাই থেকে এখনও পর্যন্ত টোকিও অলিম্পিকের সঙ্গে সম্পর্কিত কোভিড ১৯ কেসের সংখ্যা বেড়ে হয়েছে ১৫৫। তার মধ্যে অ্যাথলিটের সংখ্যাই ১২ বলে জানানো হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন গেমসের ৮৮ জন কর্মকর্তা। আগামী দিনে এই সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

অলিম্পিকে করোনা বাধা

অলিম্পিকে করোনা বাধা

২০২০ সালের জুলাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অলিম্পিক। করোনা ভাইরাসের জেরে এক বছরের জন্য স্থগিত করে দেওয়া হয় গেমস। গত ২৩ জুলাই থেকে শুরু হয়েছে দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ। যদিও অতিমারী সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় অলিম্পিক বন্ধ করার দাবিতে সরব হয়ে রাস্তায় নেমেছিলেন জাপানের নাগরিকদের একটা অংশ। সেসব বাধা পেরিয়ে চলতে থাকা গেমসে করোনার প্রভাব বাড়তে থাকায় চিন্তিত প্রশাসন।

English summary
Tokyo Olympics : 4 more Covid 19 cases including two athlete find in games village
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X