For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Tokyo Olympics LIVE: সোনাজয়ী নীরজকে শুভেচ্ছা বিরাট কোহলির

Google Oneindia Bengali News

টোকিও অলিম্পিকে ভারতের মহিলা হকি দল সেমিফাইনালে হারার পর কুস্তিতে পুরুষদের ফ্রিস্টাইল ৬৫ কেজি বিভাগের সেমিফাইনালে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আজারবাইজানের হাজি আলিয়েভের কাছে পরাস্ত বজরং পুনিয়া। টোকিও অলিম্পিকের কুস্তিতে এর ফলে শেষ হয়ে গেল ভারতের সোনা জয়ের আশা। তবে মহিলা গল্ফার অলিম্পিকে ঐতিহাসিক পদক জয়ের দৌড়ে রয়েছেন। তিনি তৃতীয় রাউন্ডের শেষে দ্বিতীয় স্থান ধরে রেখেছেন। কাল টোকিওতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে আর চতুর্থ রাউন্ড না হলে ভারত গল্ফে রুপো জিতবে। অলিম্পিকের আরও যাবতীয় খবরের আপডেট একনজরে।

Tokyo Olympics LIVE: জ্যাভলিনে ঐতিহাসিক সোনা নীরজের, কুস্তিতে ব্রোঞ্জ বজরংয়ের

Newest First Oldest First
9:42 AM, 9 Aug

অলিম্পিকে সোনা জয়ী অ্যাথলিট নিরজকে শুভেচ্ছা বিরাট কোহলির
5:33 PM, 8 Aug

ইতিহাসে প্রথমবার অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানে হল ভিক্ট্রি সেরেমনি। মহিলা ও পুরুষদের ম্যারাথনের পুরস্কার প্রদান হল এই অনুষ্ঠানে।
5:31 PM, 8 Aug

পদক সংখ্য়ার নিরিখে এবার ভারতের সফলতা সবচেয়ে বেশি। টোকিও অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানে ভারতীয় অ্যাথলিটদের মধ্যে সেই উচ্ছ্বাস চোখে পড়ে।
5:29 PM, 8 Aug

চলছে জাপান সংস্কৃতির অনুষ্ঠান।
4:52 PM, 8 Aug

একে একে স্টেডিয়ামে প্রবেশ করছেন সব দেশের অ্যাথলিট।
4:51 PM, 8 Aug

রঙিন আলোয় আলোকিত টোকিওর অলিম্পিক স্টেডিয়াম।
4:51 PM, 8 Aug

অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের হতে পতাকা বহন করলেন বজরং পুনিয়া।
1:13 PM, 8 Aug

টোকিও অলিম্পিকের শেষ দিনে মহিলাদের রিদিমিক জিমনাস্টিক দলগত ইভেন্টে সোনা জিতেছে বুলগেরিয়া। দ্বিতীয় হয়েছে রাশিয়ান অলিম্পিক কমিটি।
8:22 PM, 7 Aug

নিজের অলিম্পিকের সোনার পদক প্রয়াত কিংবদন্তি মিলখা সিংকে উৎসর্গ করলেন নীরজ চোপড়া।
7:36 PM, 7 Aug

ফাইনালে হারাল স্পেনকে
7:36 PM, 7 Aug

২০১৬-র পর ২০২১ সালে অলিম্পিকে সোনা জিতল ব্রাজিলের পুরুষ ফুটবল দল।
5:15 PM, 7 Aug

অলিম্পিকের অ্যাথলেটিক্সে প্রথম সোনা জিতল ভারত।
5:14 PM, 7 Aug

২০০৮ সালে অভিনব বিন্দ্রার পর এবার অলিম্পিকে সোনা নীরজ চোপড়ার
5:14 PM, 7 Aug

জ্যাভলিন থ্রো-তে সোনা জিতে ইতিহাস রচনা করলেন ভারতের নীরজ চোপড়া
4:53 PM, 7 Aug

সোনা জয়ের আরও কাছে ভারত।
4:48 PM, 7 Aug

দ্বিতীয় প্রচেষ্টায় ৮৭.৫৮ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়লেন নীরজ।
4:46 PM, 7 Aug

প্রথম প্রচেষ্টায় সোনা জয়ের কাছে ভারতের নীরজ।
4:40 PM, 7 Aug

যাঁকে সোনা জয়ের দাবিদর ভাবা হচ্ছিল সেই জার্মানির জুলিয়ান ওয়েবার রয়েছেন নীরজের পিছনে।
4:34 PM, 7 Aug

জ্যাভলিন থ্রোর ফাইনালের প্রথম প্রচেষ্টাতেই কামাল করলেন ভারতের নীরজ চোপড়া। ৮৭.০৩ মিটার দূরত্ব ছুঁড়লেন জ্যাভলিন।
4:28 PM, 7 Aug

কাজাখস্তানের কুস্তিগীরকে ৮-০ পয়েন্টের ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ জিতলেন বজরং পুনিয়া।
4:11 PM, 7 Aug

আর কিছুক্ষণ পরেই ব্রোঞ্জ পদকের যুদ্ধে নামবেন ভারতীয় কুস্তিগীর বজরং পুনিয়া।
10:28 AM, 7 Aug

চতুর্থ স্থানে প্রতিযোগিতা শেষ করলেন অদিতি।
10:20 AM, 7 Aug

চতুর্থ টাইয়ে অবস্থান করছেন ভারতের অদিতি।
9:17 AM, 7 Aug

মহিলাদের গল্ফের দ্বিতীয় রাউন্ডে এখনও বাকি দুটি হোলের খেলা।
9:01 AM, 7 Aug

বৃষ্টিতে স্থগিত চতুর্থ রাউন্ডের খেলা। তৃতীয় স্থানে অবস্থান করা অদিতি পদক জয়ের কাছে।
8:37 AM, 7 Aug

টাইড ফোর্থে নেমে গেলেন ভারতের অদিতি অশোক।
8:10 AM, 7 Aug

প্রথম স্থানে নিজের জায়গা ধরে রেখেছেন আমেরিকার নেলি কোরদা।
8:09 AM, 7 Aug

১৩তম হোলে বার্ডি মেরে সেকেন্ড টাইতে অবস্থান করছেন ভারতের অদিতি অশোক।
8:04 AM, 7 Aug

টাইড থ্রি তে অবস্থান করছেন ভারতের অদিতি অশোক।
7:35 AM, 7 Aug

ফের টাইড থার্ডে নেমে গেলেন ভারতের অদিতি অশোক।
READ MORE

English summary
Tokyo Olympics LIVE Updates in Bengali, Day 1: Deepika finishes 9th, Atanu Das finishes 35th in Archery Ranking Round
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X