For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা উদ্বেগেই শুরু টোকিও অলিম্পিক্সের ১০০ দিনের কাউন্টডাউন, অন্তত ১০ পদক চান রিজিজু

Google Oneindia Bengali News

বিশ্বজুড়ে বাড়ছে করোনা সংক্রমণ। ভারত থেকে ব্রাজিল, দাপট দেখাচ্ছে করোনার নতুন স্ট্রেন। করোনার কারণেই এক বছর পিছিয়ে গিয়েছিল টোকিও অলিম্পিক্স। সেই অলিম্পিক্সের ১০০ দিনের কাউন্টডাউন শুরুর সময়ও আয়োজকদের সামনে কোভিড-১৯ মোকাবিলারই চ্যালেঞ্জ। একশো দিন দূরে থাকা অলিম্পিক্সের জন্য প্রহর গোনার শুরুর মুহূর্তে জনসমক্ষে আনা হলো অলিম্পিক্সের ম্যাসকট।

করোনা উদ্বেগেই শুরু টোকিও অলিম্পিক্সের ১০০ দিনের কাউন্টডাউন, জনসমক্ষে ম্যাসকটও

টোকিওর মাউন্ট তাকাওয়ে আজই বসানো হলো অলিম্পিক্সের চিরাচরিত সিম্বল। এদিন তা আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো। টোকিও মেট্রোপলিটন গভর্নমেন্ট বিল্ডিংয়ে উন্মোচিত হলো অলিম্পিক্স ও প্যারালিম্পিক্সের ম্যাসকটও। টোকিও অলিম্পিক গেমসের ম্যাসকটের নাম মিরাইতোয়া। প্যারালিম্পিক গেমসের ম্যাসকট সোমেইতি। জাপানের বিভিন্ন সংস্থার সমীক্ষায় দাবি করা হয়েছে, ৮০ শতাংশ জাপানবাসী চাইছেন যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে তাতে ফের পিছিয়ে দেওয়া হোক অলিম্পিক গেমস।

করোনা উদ্বেগেই শুরু টোকিও অলিম্পিক্সের ১০০ দিনের কাউন্টডাউন

যদিও তেমন সম্ভাবনা আপাতত উড়িয়ে দিয়ে সফল অলিম্পিক্স আয়োজনের বিষয়ে আত্মবিশ্বাসী টোকিওর গভর্নর ইউরিকো কোইকে। তিনি বলেন, স্বাস্থ্যকর্মীরা যথাসাধ্য চেষ্টা করছেন। সংক্রমণ রোধে তাঁদের নানাবিধ প্রয়াসের ফলেই অলিম্পিক্সের ১০০ দিনের কাউন্টডাউনের অনুষ্ঠান আমরা করতে পারছি। সকলের সুরক্ষা সুনিশ্চিত করে অলিম্পিক্স আয়োজনের বিষয়ে আত্মবিশ্বাসী তিনি। সফল অলিম্পিক্স আয়োজন করা সম্ভব হবে বলে আশাবাদী টোকিও অলিম্পিক্সের প্রেসিডেন্ট হাশিমোতো সেইকো। উল্লেখ্য, এদিনের ক্লোজড ডোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অলিম্পিক্স আয়োজক কমিটির কয়েকজন আধিকারিক ও অতিথি-অভ্যাগতরা। যদিও জাপানে ভ্যাকসিন প্রদানের কাজ খুব মন্থর গতিতে এগোচ্ছে বলেই দেশের বহু মানুষ চাইছেন অলিম্পিক্স ফের পিছিয়ে দিতে। বিশেষ করে ভারত ও ব্রাজিলের সংক্রমণের খবর তাঁদের উদ্বেগ বাড়িয়েছে।

করোনা উদ্বেগেই শুরু টোকিও অলিম্পিক্সের ১০০ দিনের কাউন্টডাউন

তারই মধ্যে রুট বদলে চলছে অলিম্পিক্সের মশাল দৌড়। ইতিমধ্যেই বিদেশি দর্শকদের প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছে। স্টেডিয়ামগুলিতে জাপানবাসীরাও প্রবেশ করতে পারবেন কিনা বা পারলেও তার সংখ্যা কেমন হবে তা ঠিক হবে কিছুদিনের মধ্যেই।

অলিম্পিক্সের ১০০ দিন আগে ভারত থেকে যাঁরা প্রতিনিধিত্ব করতে যাবেন তাঁদের সঙ্গে এক ওয়েবমিনারে আজ অংশ নেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু। এবারের অলিম্পিক্স থেকেই ভারত সবচেয়ে বেশি পদক জিতবে বলে আশাপ্রকাশ করা হচ্ছে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বলেন, এবারের অলিম্পিক্সকে স্মরণীয় করে রাখতে হবে। সব ক্রীড়াক্ষেত্রের সকলকেই কেন্দ্রীয় সরকারের তরফে অলিম্পিক্সের জন্য প্রস্তুত হতে সবরকম সহযোগিতা করা হয়েছে। কোনও কিছুর খামতি রাখা হয়নি। আগামী দিনেও সবরকম সহযোগিতা করতে কেন্দ্র প্রস্তুত। রিজিজুর আশা, ভারতীয় ক্রীড়াবিদরা এবার খুব পারফরম্যান্স উপহার দেবেন অলিম্পিক্সে। অন্তত দশটি পদক জয়ের লক্ষ্যমাত্রাও এদিন তাঁদের জন্য স্থির করে দেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী। তিনি নিশ্চিত, এবারের অলিম্পিক্সে ভারতের পদক জয়ের সংখ্যার নিরিখে আগের সব রেকর্ড ভেঙে যাবে।

English summary
Mascots And Olympics Symbols Unveiled To Mark 100 Days To Tokyo Olympics 2020. Organizers Facing Covid-19 Challenge As Indians Are Very Hopeful To Win More Medals.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X