
কোয়ার্টার ফাইনালে হেরে থাইল্যান্ড ওপেন থেকে ছিটকে গেলেন সিন্ধু ও সমীর
কোয়ার্টার ফাইনালে হেরে থাইল্যান্ড ওপেন থেকে ছিটকে গেলেন পিভি সিন্ধু। স্ট্রেট সেটে হার হজম করতে হয়েছে ভারতের বিশ্ব চ্যাম্পিয়নকে। একই দিনে প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছেন ভারতীয় শাটলার। সেই সঙ্গে চলতি টুর্নামেন্টে ভারতের বড় দুটি আশাও শেষ হয়ে গেল।

ইয়োনেক্স থাইল্যান্ড ওপেনের কোয়ার্টার ফাইনালে স্থানীয় শাটলার রাটচানোক ইন্টাননের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন পিভি সিন্ধু। অথচ সেভাবে লড়াই করতে পারলেন না বিশ্ব চ্যাম্পিয়ন। প্রথম গেম ২১-১৩ পয়েন্টে হেরে যান সিন্ধু। দ্বিতীয় গেমে হায়দরাবাদি শাটলারের হার হয় ২১-৯ পয়েন্টে। পুরুষদের বিভাগের কোয়ার্টার ফাইনালে ডেনমার্কের আন্দ্রেস আন্টোনসেনের কাছে হেরে যান সমীর ভর্মা। ১৩-২১, ২১-১৯, ২০-২২ গেমে ম্যাচ হেরে যান ভারতীয় শাটলার।
এর আগে টয়োটা থাইল্যান্ড ওপেনের প্রথম রাউন্ডেই পরাজিত হয়েছিলেন পিভি সিন্ধু। প্রতিযোগিতার ইয়োনেক্স ভার্সানে আর একই ভুল করেননি ভারতীয় শাটলার। প্রথম রাউন্ডে থাইল্যান্ডরই বুসানান ওংবামরুংফানকে ২১-১৭, ২১-১৩ গেমে হারান সিন্ধু। দ্বিতীয় রাউন্ডে মালেশিয়ার কিসোনা সেলভাদুরের মুখোমুখি হয়েছিলেন বিশ্ব চ্যাম্পিয়ন। ২১-১০ ও ২১-১২ গেমে ম্য়াচ জিতেছিলেন ২০১৬ সালের অলিম্পক থেকে ভারতকে রূপো এনে দেওয়া শাটলার।
🇮🇳’s @Pvsindhu1 ends her campaign at the #ToyotaThailandOpen after going down against 🇹🇭’s @RatchanokMay .
— BAI Media (@BAI_Media) January 22, 2021
Score: 13-21, 9-21
Tough luck, champ! #ToyotaThailandOpen #ThailandOpen2021 #ThailandOpenSuper1000 pic.twitter.com/eqU2ZnehvG
অন্যদিকে টয়োটা থাইল্যান্ড ওপেনের প্রথম রাউন্ড থেকেই হেরে বিদায় নিয়েছিলেন সমীর ভর্মা। সেখান থেকে শিক্ষা নিয়ে ইয়নেক্স থাইল্যান্ড ওপেনে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে চলেছিলেন বিশ্বের ৩১ নম্বর ভারতীয় শাটলার। টুর্নামেন্টের প্রথম রাউন্ডে অষ্টম বাছাই লি জি জিয়াকে ১৮-২১, ২৭-২৫ ও ২১-১৯ গেমে হারান সমীর। দ্বিতীয় রাউন্ডে ভারতীয় শাটলারের কাছে ২১-১২, ২১-৯ গেমে পরাস্ত হয়েছিলেন ডেনমার্কের রাসমুস গেমকে।
Recommended Video

ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট, ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজের সম্পূর্ণ সূচি দেখে নেওয়া যাক