For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লিতে পারস্পরিক সংঘাতে কুস্তিগীরের মৃত্যুতে অলিম্পিক্সে পদকজয়ী সুশীলের বিরুদ্ধে এফআইআর

দিল্লিতে পারস্পরিক সংঘাতে কুস্তিগীরের মৃত্যুতে অলিম্পিক্সে পদকজয়ী সুশীলের বিরুদ্ধে এফআইআর

  • |
Google Oneindia Bengali News

উত্তর দিল্লিতে সতীর্থের সঙ্গে সংঘাতে প্রাণ হারালেন তরুণ কুস্তিগীর। ঘটনায় অলিম্পিক্সে দুই বারের পদকজয়ী সুশীল কুমারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে মৃতের পরিবারের সদস্য এবং বন্ধুরা। দেশের কিংবদন্তি কুস্তিগীরের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছে। পলাতক তারকার খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

দিল্লিতে পারস্পরিক সংঘাতে কুস্তিগীরের মৃত্যুতে অলিম্পিক্সে পদকজয়ী সুশীলের বিরুদ্ধে এফআইআর

ঘটনাটি ঘটেছে উত্তর দিল্লির ছত্রশাল স্টে়ডিয়াম কমপ্লেক্সে। অনুশীলন চলার সময় ভারতের তরুণ কুস্তিগীর কুমার, অজয়, প্রিন্স, সোনু, সাগর এবং অমিতের মধ্যে সংঘর্ষ শুরু হয় বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। ঘটনায় সাগর কুমার নামের ২৩ বছরের কুস্তিগীরের মৃত্যু হয়। তাঁর বাবা দিল্লি পুলিশের হেড কনস্টেবল বলে জানানো হয়েছে। ঘটনায় আহত সোনু মহল ও অমিত কুমারের চিকিৎসা চলছে।

তদন্তে নেমে ঘটনাস্থলে থাকা দাঁড়িয়ে থাকা একটি স্করপিও গাড়ি থেকে পাঁচটি কার্তুজ সহ ডবল ব্যারেল গান এবং দুটি কাঠের লাঠি উদ্ধার করেছে পুলিশ। অস্ত্র আইন ও ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা পাঁচটি গাড়ি এবং হাতিয়ার বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে দিল্লি পুলিশ। মৃত কুস্তিগীরের পরিবারের সদস্যদের তরফে জানানো হয়েছে যে ঘটনাস্থলে থেকেও দুই পক্ষের মধ্যস্থতায় এগিয়ে আসেননি সুশীল কুমার। পলাতক তারকার খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

এফআইআরে নাম থাকায় সুশীল কুমারকে জিজ্ঞাসাবাদ করতে পারে দিল্লি পুলিশ। টোকিও অলিম্পিক্সগামী কুস্তিগীরদের প্রস্তুতি শিবির শুরুর আগে এই অপ্রীতিকর ঘটনায় কিছুটা হলেও হতচকিত হয়ে গিয়েছেন দেশের ক্রীড়া মহল। আজ থেকে বুলগেরিয়ার সোফিয়ায় ভারতীয় কুস্তিগীররা অনুশীলনে নামতে চলেছেন। মোট ৬ জন কুস্তিগীর তাতে অংশ নেবেন বলে জানানো হয়েছে।

English summary
Sushil Kumar has been allegedly named in an FIR in connection with a brawl that led to the death of a wrestler
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X