For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Chess Olympiad 2022: অলিম্পিয়াডের প্রচারে দৈত্যাকার বোর্ডে ঘুঁটি খোদ শিক্ষার্থীরাই, দেখুন ভিডিও

অলিম্পিয়াডের প্রচারে দৈত্যাকার বোর্ডে ঘুঁটি খোদ শিক্ষার্থীরাই, দেখুন ভিডিও

Google Oneindia Bengali News

বৃহস্পতিবার (২৮ জুলাই) থেকে শুরু হচে চলেছে দাবা অলিম্পিয়াড। শেষ মুহূর্তের তুলির টান দিচ্ছে আয়োজকরা। বিশ্ব দাবার বৃহত্তর আসরে নামার আগে মার্কেটিং স্ট্যাটেজি হিসেবে দানবাকার দাবার বোর্ড তৈরি করা হয়েছে চেন্নাইয়ারের পেরাম্বুরের একটি বেসরকারি স্কুলে।

৬৪০০ বর্গ ফুট বিশিষ্ট দাবার বোর্ড:

৬৪০০ বর্গ ফুট বিশিষ্ট দাবার বোর্ড:

২৮ জুলাই (বৃহস্পতিবার) থেকে দাবা অলিম্পিয়াডের ৪৪তম সংস্করণের আসর বসছে তামিলনাডুর মামাল্লাপুরমে। তার আগে গোটা শহর দাবা অলিম্পিয়াডের প্রচারে অসংখ্য হোডিং-এ মুড়ে ফেলা হয়েছে। এই অলিম্পিয়াডের প্রচারে উদ্দেশ্যেই একটি ৬৪০০ বর্গ ফুট দাবার বোর্ড তৈরি করা হয়েছে পেরাম্বুরের একটি বেসরকারি স্কুলে এবং সাদা-কালো ছকে শিক্ষার্থীরা নিজেরা ঘুঁটির মতো করে অংশ নিয়েছেন খেলায়। চেন্নাইয়ের পেরেম্বুরে শেখর বাবু এবং চেন্নাইয়ের মেয়র প্রিয় রঞ্জন এই দাবার ইভেন্টের উদ্বোধন করেন পেরাম্বুরের এভরিওয়ান স্কুলে।

দাবার ঘুঁটির রূপে শিক্ষার্থীদের অংশগ্রহণ:

দাবার ঘুঁটির রূপে শিক্ষার্থীদের অংশগ্রহণ:

দৈত্যাকার দাবার বোর্ডে ঘুঁটির রূপে অংশগ্রহণ করেন উঁচু শ্রেণির ৫০ জন ছাত্রী। সাদা এবং কালো রঙ নিজেদের মুখে করিয়ে এই দৈত্যাকার বোর্ডে দাঁড়িয়ে খেলায় অংশ নেন শিক্ষার্থীরা। থাম্বি ম্যাসকটের আটটি কাট-আউট এই বোর্ডকে ঘিরে ছিল। সেইগুলি উচ্চতায় ১৪ ফুট এবং প্রস্থ ছিল ৬ ফুট।

এই ইভেন্টে অংশ নিয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা:

এই ইভেন্টে অংশ নিয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা:

৪৪তম দাবা অলিম্পিয়াডের প্রোমশনে আয়োজিত এই ইভেন্টে অংশ নিয়ে খুশি শিক্ষার্থীরা। সংবাদ সংস্থা এএনআই-কে নবম শ্রেণির ছাত্রী বিভি ফতিমা বলেছেন, "দারুণ ইভেন্ট এটি, আমাদের জন্য একটা অসাধারণ ভিউ ছিল এখানে। ৪৪তম দাবা অলিম্পিয়াডের পক্ষ থেকে এটি আয়োজন করা হয়েছিল। আমরা শিক্ষার্থীরা দাবার ৩২টি ঘুঁটির মতোই ড্রেস করেছিলাম এবং ঠিক দাবায় ঘুঁটি যেমন চলে সেই রকমই চাল দিয়েছিলাম।" ফতিমা জানিয়েছেন চেন্নাইয়ে এই ইভেন্ট আয়োজন হওয়া তাঁদের কাছে বিরাট ব্যাপার এবং অনেক কিছু এখান থেকে শিখতে পারবে তারা।

৪৪তম দাবা অলিম্পিয়াডের সংক্ষিপ্ত তথ্য:

৪৪তম দাবা অলিম্পিয়াডের সংক্ষিপ্ত তথ্য:

মামাল্লাপুরমে আয়োজিত হতে চলা দাবা অলিম্পিয়াডে মোট ১৮৭টি দেশের প্রতিযোগী অংশ নেবেন। অলিম্পিয়াডের ইতিহাসে সর্বোচ্চ প্রতিযোগী এই বারই অংশ নিতে চলেছে ২৮ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের উপস্থিতিতে এই প্রতিযোগীা উদ্বোধন হবে। ১০ অগস্ট পর্যন্ত চলবে এই বিশ্ব দাবার সর্ব শ্রেষ্ঠ টুর্নামেন্ট। জওহরলাল নেহরু ইন্ডোর স্টেডিয়ামে এই প্রতিযোগীতা আয়োজিত হবে।

অলিম্পিয়াডে ৩০ জন দাবাড়ু প্রতিনিধিত্ব করবেন ভারতের, জেনে নিন তাঁদের এবং এই ইভেন্টে ভারতের অতীত পারফরম্যান্সঅলিম্পিয়াডে ৩০ জন দাবাড়ু প্রতিনিধিত্ব করবেন ভারতের, জেনে নিন তাঁদের এবং এই ইভেন্টে ভারতের অতীত পারফরম্যান্স

English summary
Students dressed entirely as 32 chess coins as 6,400 sq ft mammoth chessboard erected in Chennai in promotion of 44th Chess Olympiad.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X