For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কমনওয়েলথ গেমসে সোনাজয়ী ভাকরকে দিল্লি বিমানবন্দরে হেনস্থা, তৎপর ক্রীড়ামন্ত্রী, ক্রীড়া মহলের গর্জন

কমনওয়েলথ গেমসে সোনাজয়ী ভাকরকে দিল্লি বিমানবন্দরে হেনস্থা, তৎপর ক্রীড়ামন্ত্রী, ক্রীড়া মহলের গর্জন

  • |
Google Oneindia Bengali News

কমনওয়েলথ গেমস ও বিশ্বকাপ থেকে দেশকে সোনা এনে দেওয়া ভারতীয় শুটার মনু ভাকরকে দিল্লি বিমানবন্দরে হেনস্থার ঘটনায় গর্জে উঠল ক্রীড়া মহল। ভারতের মহিলা ক্রিকেট দলের ফাস্ট বোলার ঝুলন গোস্বামী থেকে দেশের প্রাক্তন হকি তারকা ধনরাজ পিল্লাই সহ একাধিক ব্যক্তিত্ব মনুর পক্ষ নিয়ে কথা বলেছেন। ঘটনার সত্য সন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু।

কমনওয়েলথ গেমসে সোনাজয়ী ভাকরকে দিল্লি বিমানবন্দরে হেনস্থা, তৎপর ক্রীড়ামন্ত্রী, ক্রীড়া মহলের গর্জন

কোনও অঘটন না ঘটলে চলতি বছরের ২৩ জুলাই থেকে জাপানের টোকিও-তে অলিম্পিক শুরু হবে। সেই ইভেন্টের জন্য তৈরি হতে ভোপালে মধ্যপ্রদেশ শুটিং অ্যাকাডেমিতে যাচ্ছিলেন মনু ভাকর। শুক্রবার সকালে দিল্লি থেকে উড়ানে মধ্যপ্রদেশ উড়ে যাওয়ার কথা ছিল ভারতীয় শুটারের। সে হেতু দিল্লি বিমানবন্দরে পৌঁছতেই মনু ভাকরকে হেনস্থার মুখে পড়তে হয় বলে অভিযোগ। চেকিংয়ের সময় তাঁর ব্যাগে পিস্তল ও কার্তুজ পাওয়া গেলে কমনওয়েলথ গেমস ও বিশ্বকাপ থেকে দেশকে সোনা এনে দেওয়া অ্যাথলিটের সঙ্গে অপরাধী-সুলভ আচরণ করা হয় বলে অভিযোগ।

বিমানবন্দরে দাঁড়িয়েই এই ইস্যুতে বেশ কয়েকটি টুইট করেন মনু ভাকর। জানান যে দিল্লি বিমানবন্দর থেকে তাঁর এয়ার ইন্ডিয়ার ৪৩৭ উড়ানে ওঠার কথা ছিল। কিন্তু চেকিংয়ে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ। অপরাধী সন্দেহে ভারতীয় শুটারকে সংশ্লিষ্ট বিমানে উঠতে দেওয়া হয়নি বলেও অভিযোগ। কেন্দ্রীয় উড়ান মন্ত্রক বা ডিজিসিএ-এর প্রামান্য তথ্য থাকা সত্ত্বেও ভাকরকে ১০,২০০ টাকা জরিমানা করা হয় বলে জানা গিয়েছে। এমনকী এয়ার ইন্ডিয়ার শীর্ষ কর্তারা ডিজিসিএ-কে নাকি চিনতেই পারেননি বলে অভিযোগ করেছেন ভারতীয় শুটার।

ঘটনায় হতভম্ব হয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু, কেন্দ্রীয় উড়ানমন্ত্রী হরদীপ সিং পুরীকে নিজের টুইটার পোস্টে ট্যাগ করেন মনু ভাকর। তারপরেই নড়েচড়ে বসে ভারতীয় শুটারের জন্য বিকল্প উড়ানের ব্যবস্থা করে দেওয়া হয় বলে জানা গিয়েছে।

যদিও এই ইস্যুতে নমনীয় হতে রাজি হয়নি এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। সাফ জানিয়েছে যে ভারতীয় শুটার যে পিস্তল বহন করছিলেন, তার উপযুক্ত দলিল চাওয়া হয়েছিল। অথচ তা দেখানো সত্ত্বেও তাঁকে দিল্লি বিমানবন্দরে হেনস্থার শিকার হতে হয় বলে পাল্টা দাবি করেছেন ভাকর। এই ইস্যুতে মনোজ গুপ্তা নামে এক এয়ার ইন্ডিয়া আধিকারিকের নাম জড়িয়ে পড়েছে। যদিও তাঁকে আড়াল করার চেষ্টা চালাচ্ছে উড়ান কর্তৃপক্ষ।

English summary
Sports personality reacts as Indian shooter Manu Bhaker treated at Delhi Airport as criminal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X