For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইন্ডিয়া ওপেনের কোয়ার্টার ফাইনালে সিন্ধু-প্রণয়-লক্ষ্য, আইডল সাইনাকে হারিয়ে চমক মালবিকার

  • |
Google Oneindia Bengali News

করোনার হানায় ইন্ডিয়া ওপেনে ধাক্কা খেয়েছে ভারত। কিন্তু দিল্লিতে প্রতিযোগিতা এগোচ্ছে চমক সহকারেই। মহিলাদের সিঙ্গলসে শীর্ষবাছাই পিভি সিন্ধু পৌঁছে গেলেন কোয়ার্টার ফাইনালে। মালবিকা বান্সোড়ের কাছে হেরে ছিটকে গিয়েছেন সাইনা নেহওয়াল। পুরুষদের সিঙ্গলসের শেষ আটে পৌঁছেছেন লক্ষ্য সেন, এইচএস প্রণয়রা।

ইন্ডিয়া ওপেনের কোয়ার্টার ফাইনালে সিন্ধু-প্রণয়-লক্ষ্য

দিনের সবচেয়ে বড় চমক দেখিয়েছেন মালবিকা বান্সোড়। আউডল সাইনা নেহওয়ালকে ২০ বছরের মালবিকা হারিয়ে দিয়েছেন ২১-১৭, ২১-৯ ব্যবধানে। ২০১২ সালের অলিম্পিকে ব্রোঞ্জজয়ী বিশ্বের প্রাক্তন ১ নম্বর সাইনা হাঁটু ও কুঁচকির চোট সারিয়ে নতুন বছর থেকে চেনা ছন্দে ফিরতে চাইছিলেন। কিন্তু এদিন ৩৪ মিনিটেই তাঁকে হারিয়ে দেন মালবিকা। ২০১৭ সালে পিভি সিন্ধুই ইন্ডিয়া ওপেনে একমাত্র সাইনাকে হারাতে পেরেছিলেন। তারপর এই প্রথম কোনও ভারতীয়র কাছে পরাস্ত হলেন সাইনা। মালবিকার কথায়, এই প্রথম সাইনা নেহওয়ালের বিরুদ্ধে খেলতে নেমেছিলাম। আমি যখন ব্যাডমিন্টন খেলা শুরু করি, তখন থেকেই সাইনা আমার আইডল। তাঁর বিরুদ্ধে খেলার সুযোগ পাওয়া, তাও আবার ইন্ডিয়া ওপেনের মতো বড় মঞ্চে, এটা আমার কাছে স্বপ্নপূরণ ছিল। সুপার ৫০০ টুর্নামেন্টে সাইনা নেহওয়ালকে হারাতে পারা আমার কেরিয়ারে সবচেয়ে বড় জয়।

কোয়ার্টার ফাইনালে আকর্ষী কাশ্যপের মুখোমুখি হবেন মালবিকা। প্রথম রাউন্ডে জিতলেও এদিন মালবিকার কাছে পরাজয়ের পর সাইনা প্রতিপক্ষের র‌্যালির প্রশংসা করেছেন, তাঁর উজ্জ্বল ভবিষ্যতের বিষয়েও আশাবাদী। সাইনা বলেন, কোর্টে নেমে নিজের ফিটনেস কোন জায়গায় রয়েছে সেটা বোঝার চেষ্টা করছিলাম। কিন্তু কাঙ্ক্ষিত ফিটনেস লেভেলে পৌঁছাতে আরও কিছুটা সময় লাগবে।

ইন্ডিয়া ওপেনের কোয়ার্টার ফাইনালে সিন্ধু-প্রণয়-লক্ষ্য

সাইনা বিদায় নিলেও খেতাবের দিকে এগোচ্ছেন পিভি সিন্ধু। ইরা শর্মাকে ২১-১০, ২১-১০ ব্যবধানে হারিয়ে তিনি পৌঁছে গিয়েছেন কোয়ার্টার ফাইনালে। পরের রাউন্ডে তাঁর প্রতিপক্ষ অস্মিতা চালিহা, যিনি এদিন ফরাসি প্রতিপক্ষের বিরুদ্ধে জয় আদায় করে নিয়েছেন। পুরুষদের সিঙ্গলসে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী লক্ষ্য সেন শেষ আটে চলে গেলেন সুইডেনের ফেলিক্স বুরেসেতকে ২১-১২, ২১-১৫ গেমে হারিয়ে। কোয়ার্টার ফাইনালে তিনি খেলবেন এইচএস প্রণয়ের বিরুদ্ধে। করোনা আক্রান্ত হওয়ায় মিঠুন মঞ্জুনাথ ছিটকে যাওয়ায় ওয়াকওভার পেয়েছেন প্রণয়। করোনা আক্রান্ত হওয়ায় পুরুষদের সিঙ্গলসে শীর্ষবাছাই কিদাম্বি শ্রীকান্ত, মহিলা ডাবলস প্লেয়ার অশ্বিনী পোন্নাপ্পা, রিতিকা রাহুল ঠকর, তৃষা জলি, সিমরন আমন সিং ও খুশি গুপ্ত ইন্ডিয়া ওপেন থেকে ছিটকে গিয়েছেন। এদিন ডাবলসে জয় পেয়েছে সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টির জুটি।

English summary
PV Sindhu, Lakshya Sen, HS Prannoy Advanced To The Quarter Finals Of India Open. Malvika Bansod Knocks Idol Saina Nehwal Out Of India Open.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X