For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান থেকে সরলেন ভারতের দুই টিটি তারকা

Google Oneindia Bengali News

টোকিওতে ক্রমবর্ধমান করোনা সংক্রমণের আবহেই আজ থেকে শুরু হচ্ছে অলিম্পিক। ভারতীয় সময় বিকেল সাড়ে ৪টা নাগাদ শুরু উদ্বোধনী অনুষ্ঠানে। জাঁকজমক থাকছে না। অলিম্পিকে ভারতের হয়ে মার্চ পাস্টে অংশগ্রহণকারীদের সংখ্যা আরও কমল।

সংখ্যা আরও কমল

সংখ্যা আরও কমল

টোকিওতে করোনা সংক্রমণ বেড়ে চলায় অনেকেই অলিম্পিকের উদ্বোধন এড়াচ্ছেন। গতকাল জানানো হয়েছিল, মোট ২০ জন ভারতীয় অ্যাথলিট অলিম্পিকের মার্চ পাস্টে থাকবেন। সেই তালিকায় নাম থাকলেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন টেবিল টেনিসের তারকা অচন্ত শরথ কমল ও মণিকা বাত্রা। ফলে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে চলা ভারতীয়দের সংখ্যা কমে দাঁড়ায় ১৮-তে। সেই তালিকায় যোগ হয়েছে টেনিস খেলোয়াড় অঙ্কিতা রায়নার নাম। এবারই তিনি প্রথম অলিম্পিকে অংশ নেবেন। সানিয়া মির্জার সঙ্গে জুটি বেঁধে তিনি অলিম্পিক টেনিসের ডাবলস খেলবেন।

প্রাথমিক ভুল

প্রাথমিক ভুল

মণিকা ও শরথের আগামীকাল মিক্সড ডাবলস প্রি কোয়ার্টার ফাইনালের ম্যাচ রয়েছে চাইনিজ তাইপের লিন ইউন-জু ও চেং আই-চিং জুটির বিরুদ্ধে। ভারতীয়দের নামের তালিকা যাঁরা চূড়ান্ত করেছিলেন তাঁরা সেটা খেয়াল করেননি। মণিকাদের প্রতিপক্ষ, বিশ্ব ক্রমতালিকায় শীর্ষে থাকা চাইনিজ তাইপের জুটি অলিম্পিকে নামবে তৃতীয় বাছাই হিসেবে। কঠিন প্রতিপক্ষর বিরুদ্ধে নামার আগে তাই জাপানের স্থানীয় সময় রাতে অলিম্পিকের উদ্বোধনে থাকবেন না ভারতের দুই টিটি তারকা। মণিকা বাত্রার পাশাপাশি আগামীকাল সিঙ্গলসের প্রথম রাউন্ড রয়েছে সুতীর্থা মুখোপাধ্যায়েরও। তবে বাংলার সুতীর্থা ও প্রণতি নায়েকের নাম রয়েছে ১৯ জনের তালিকায়।

মেরি-মনপ্রীত নেতৃত্বে

মেরি-মনপ্রীত নেতৃত্বে

মার্চ পাস্টে ভারতের পতাকা থাকবে মেরি কম ও মনপ্রীত সিংয়ের হাতে। কাল মেরির কোনও ইভেন্ট না থাকলেও ভারতীয় পুরুষ হকি দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামবে মনপ্রীত সিংয়ের অধিনায়কত্বে। তাই মনপ্রীত ছাড়া ভারতের আর কোনও হকি খেলোয়াড় অলিম্পিকের উদ্বোধনে থাকবেন না। ফেন্সার ভবানী দেবী, সাঁতারু সজন প্রকাশের পাশাপাশি লাভলিনা বরগোঁহাই, অমিত পাঙ্ঘল-সহ আটজন বক্সার অলিম্পিকের থাকবেন। তিরন্দাজি, জুডো, ব্যাডমিন্টন, ভারোত্তোলন, টেনিস, হকি ও শুটিংয়ের থেকে কেউ অংশ নিচ্ছেন না পরের দিন ইভেন্ট বা অনুশীলন থাকায়। জাপানের অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী ভারত মার্চ পাস্টে শুরু করবে ২১তম স্থানে থেকে। যে ৬ আধিকারিক মার্চ পাস্টে থাকবেন তাঁরা হলেন শেফ দ্য মিশন বীরেন্দ্র প্রসাদ বৈশ্য, ডেপুটি শেফ দ্য মিশন প্রেম ভার্মা, টিমের চিকিৎসক ডা. অরুণ বাসিল ম্যাথু, টিটি দলের ম্যানেজার এমপি সিং, বক্সিং কোচ মহম্মদ আলি কামার ও জিমন্যাস্টিক্স কোচ লক্ষ্মণ শর্মা।

English summary
India's Sharath Kamal And Manika Batra Not To Attend Opening Ceremony As Tennis Player Ankita Raina To Attend. 19 Athletes To Represent India In Tokyo Olympics Opening Ceremony.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X