For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাঞ্জাবে খেলা চলাকালীন গুলিবিদ্ধ হয়ে প্রয়াত আন্তর্জাতিক স্তরের কবাডি খেলোয়াড়, ভাইরাল ভিডিও

Google Oneindia Bengali News

পাঞ্জাবে পালাবদল হয়েছে। তবে আম আদমি পার্টির নতুন সরকারের কাছে চ্যালেঞ্জ হতে চলেছে আইন-শৃঙ্খলা পরিস্থিতি। কেন না, আজ কবাডি ম্যাচ চলাকালীন গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো আন্তর্জাতিক স্তরের কবাডি খেলোয়াড় সন্দীপ নাঙ্গালের। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

গুলিবিদ্ধ হয়ে প্রয়াত আন্তর্জাতিক স্তরের কবাডি খেলোয়াড়

(ছবি- টুইটার)

পাঞ্জাবের জলন্ধরের মাল্লিয়ান গ্রামে একটি কবাডি প্রতিযোগিতা চলছিল। সেখানেই সন্ধ্যা ৬টা নাগাদ ঘটে এই মর্মান্তিক ঘটনা। এই কবাডি কাপ টুর্নামেন্টের সংগঠক ছিলেন সন্দীপ নাঙ্গাল আম্বিয়ান। সন্দীপের মাথা ও বুক লক্ষ্য করে অন্তত ২০ রাউন্ড গুলি দুষ্কৃতীরা চালায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, গুলিচালনা শুরু হতেই আতঙ্কে পালাতে থাকেন দর্শকরা। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা সংখ্যায় জনা ১২ ছিলেন বলে জানা যাচ্ছে। জলন্ধর (গ্রামীণ) পুলিশের ডেপুটি সুপারইনটেন্ডেন্ট (নাকোদর) লখবিন্দর সিং ঘটনার কথা স্বীকার করেছেন। পুলিশ প্রাথমিকভাবে আরও জানিয়েছে, ৮ থেকে ১০টি বুলেট গেঁথে যায় সন্দীপের মাথা ও বুকে। ঘটনার তদন্ত চলছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গল্ফের সরঞ্জাম সংক্রান্ত কোনও বিবাদ থেকেই এত বড় ঘটনা।

শুধু পাঞ্জাবই নয়, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড-সহ বিদেশেও সুনামের সঙ্গে কবাডি খেলেছেন সন্দীপ, এক দশক ধরে। তাঁর সাফল্যের কারণেই কবাডি মহলে অত্যন্ত জনপ্রিয় ছিলেন সন্দীপ। অ্যাথলিট হিসেবে তাঁর প্রতিভা এবং স্টপার হিসেবে দক্ষতার জন্য সন্দীপকে ভক্তরা গ্ল্যাডিয়েটর, ডায়মন্ড প্রতিযোগীর মতো নামে ডাকতেন। পুলিশ খুনের কারণ সম্পর্কে নিশ্চিত না হলেও সোশ্যাল মিডিয়ায় অনেকেই জানাচ্ছেন, মেজর লিগ কবাডি ফেডারেশন দেখভাল করতেন সন্দীপ। সেই প্রক্রিয়াতেই ক্লাবগুলির সঙ্গে ফেডারেশনের দ্বন্দ্ব বা বিবাদের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঘটনার তীব্র নিন্দা করে গণমাধ্যমে নেটাগরিকরা নতুন সরকারের কাছে আর্জি জানিয়ে বলছেন, আইন-শৃঙ্খলার এমন অবস্থা মানা সম্ভব নয়। শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে আপ সরকারকে।

English summary
Sandeep Nangal, International Kabaddi Player, Was Shot Dead During an Ongoing Match In Punjab. He Ruled The Kabaddi World For More Than A Decade.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X