For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টোকিওর সাফল্যের পর ভারতীয় দলে নেই পিভি সিন্ধু! কোর্টে ফিরছেন সাইনা নেহওয়াল

Google Oneindia Bengali News

টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছেন। রিও অলিম্পিকে জিতেছিলেন রুপো। তবু অলিম্পিকে জোড়া পদকজয়ী পিভি সিন্ধুকে বাইরে রেখেই ঘোষণা করা হল ডেনমার্কে অনুষ্ঠেয় থমাস অ্যান্ড উবার কাপ ফাইনালসের দল। ভারতীয় চ্যালেঞ্জকে নেতৃত্ব দেওয়ার ভার পেলেন সাইনা নেহওয়াল, যিনি টোকিও অলিম্পিকে যোগ্যতা অর্জন করতে পারেননি। সাইনা যেমন মহিলা শাটলারদের নেতৃত্ব দেবেন তেমনই পুরুষদের নেতৃত্বে বি সাই প্রণীথ।

টোকিওর সাফল্যের পর ভারতীয় দলে নেই পিভি সিন্ধু!

তবে সিন্ধুকে নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই। তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। ডেনমার্কে থমাস অ্যান্ড উবার কাপ ফাইনালস অনুষ্ঠিত হবে অক্টোবরের ৯ থেকে ১৭ তারিখ পর্যন্। এদিন সুদিরম্যান কাপেরও ভারতীয় দল ঘোষণা করেছে ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া। লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জজয়ী সাইনা নেহওয়ালের পাশাপাশি থমাস অ্যান্ড উবার কাপ ফাইনালসে ভারতীয় মহিলা শাটলারদের মধ্যে সুযোগ পেয়েছেন ট্রায়ালে প্রথম তিন র‌্যাঙ্ক করা মালবিকা বানসদ, অদিতি ভাট ও তসনিম মীর। এ ছাড়াও ১০ সদস্যের মহিলা ভারতীয় দলে রয়েছে তিনটি ডাবলস জুটি। এই শাটলারদের মধ্যে অন্যতম তানিশা ক্রাস্টো ও ঋতুপর্ণা পাণ্ডা। ট্রায়ালে শীর্ষস্থান দখল করেছিলেন ঋতুপর্ণা।

টোকিওর সাফল্যের পর ভারতীয় দলে নেই পিভি সিন্ধু!

থমাস অ্যান্ড উবার কাপে যাচ্ছে ভারতের ১০ সদস্যের পুরুষ দল। চারজন সিঙ্গলস শাটলার ও তিনটি ডাবলস জুটি। বি সাই প্রণীথ ছাড়াও ভারকীয় দলে রয়েছেন বিশ্বের প্রাক্তন ১ নম্বর কিদাম্বি শ্রীকান্ত। তাঁদের সঙ্গে ট্রায়ালে প্রথম দুটি স্থান দখল করা কিরণ জর্জ ও সমীর ভার্মা সুযোগ পেয়েছেন ভারতীয় দলে। ট্রায়ালে দুটি সেরা ডাবলস জুটির সঙ্গেই ডেনমার্ক যাচ্ছে ভারত-সেরা চিরাগ শেঠি ও সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডির জুটি। ভারতীয় দল নির্বাচনের জন্য যে ট্রায়াল হয়েছে সেখান থেকে যেমন সেরা খেলোয়াড়দের নিয়ে দল গড়া হয়েছে, তেমনই সুযোগ পেয়েছেন বিশ্ব ক্রমতালিকায় প্রথম কুড়িতে থাকা শাটলাররা।

টোকিওর সাফল্যের পর ভারতীয় দলে নেই পিভি সিন্ধু!

অলিম্পিক থেকে ফেরার পরই পিভি সিন্ধু বিএআইয়ের কাছে অনুরোধ করেছিলেন থমাস অ্যান্ড উবার কাপের জন্য তাঁর নাম বিবেচনা না করার জন্য। কিছুদিন বিশ্রাম নিয়ে চেনা ছন্দে ফিরতে চান সিন্ধু। থমাস কাপে ভারতীয় দল রয়েছে গ্রুপ সি-তে গতবারের চ্যাম্পিয়ন চিন, নেদারল্যান্ডস ও তাহিতির সঙ্গে। ভারতের মহিলা শাটলাররা রয়েছেন বি গ্রুপে, এতে রয়েছে তাইল্যান্ড, স্পেন এ স্কটল্যান্ড। সুদিরম্যান কাপ হবে ফিনল্যান্ডে, সেপ্টেম্বরের ২৬ থেকে ৩ অক্টোবর অবধি। সেখানে যাচ্ছে ভারতের ১২ সদস্যের দল। ট্রায়ালে সেরা ডাবলস জুটি ধ্রুব কাপিলা ও এমআর অর্জুন রয়েছেন। শ্রীকান্ত, প্রণীথ এবং চিরাগ-সাত্বিকসাইরাজের জুটিকেও দেখা যাবে সুদিরম্যান কাপে। মহিলাদের ডাবলস জুটিতে খেলবেন তানিশা-ঋতুপর্ণা, অশ্বিনী পোন্নাপ্পা-এন সিক্কি রেড্ডি। মালবিকা বানসদ ও অদিতি ভাট খেলবেন সিঙ্গলসে। সুদিরম্যান কাপে ভারত এ গ্রুপে রয়েছে। অন্য দলগুলি হল গতবারের চ্যাম্পিয়ন চিন, তাইল্যান্ড ও আয়োজক ফিনল্যান্ড।

English summary
Saina Nehwal And B Sai Praneeth To Lead Indian Challenge In Thomas And Uber Cup Finals, Sindhu Rested. Thomas and Uber Cup Finals Scheduled In Denmark From October 9-17.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X