For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাইনা নেহওয়ালের বিদায় সিঙ্গাপুর ওপেন থেকে, ব্যাডমিন্টন কর্তাদের আচরণে কীভাবে আহত?

Google Oneindia Bengali News

সাইনা নেহওয়াল ছিটকে গেলেন সিঙ্গাপুর ওপেন থেকে। যার ফলে ফাইনালে তাঁর ও পিভি সিন্ধুর মুখোমুখি হওয়ার যে সম্ভাবনা ছিল তা শেষ হয়ে গেল। প্রথম গেমে পিছিয়ে পড়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন সাইনা। নির্ণায়ক তৃতীয় গেমেও চলে জোর টক্কর। শেষ অবধি সাইনাকে হারিয়ে শেষ চারে চলে যান জাপানের আয়া ওহোরি।

সাইনার বিদায়

সাইনার বিদায়

১ ঘণ্টা ৩ মিনিটের লড়াইয়ে সাইনা পরাস্ত হলেন ১৩-২১, ২১-১৫, ২০-২২ ব্যবধানে। প্রথম গেম একটা সময় ছিল ৫-৫, যদিও সেখান থেকে ব্যবধান বাড়িয়ে ওহোরি ১১-৫ ব্যবধানে এগিয়ে যান। ক্রমাগত ব্যবধান বাড়িয়ে তিনি দাপটের সঙ্গে জিতে নেন প্রথম গেমটি। দ্বিতীয় গেমে শুরু থেকেই ঘুরে দাঁড়ান সাইনা। ৫-১ ব্যবধানে এগিয়ে যান, বিরতিতে সাইনা এগিয়ে ছিলেন ১১-৭ ব্যবধানে। দ্বিতীয় গেমে যে দাপট নিয়ে সাইনা খেলছিলেন তাতে শেষ চারের আশা উজ্জ্বল হতে থাকে। ২১-১৫ ব্যবধানে সাইনা জেতায় ম্যাচ গড়ায় নির্ণায়ক তৃতীয় গেমে। দুই শাটলারের মধ্যে তুল্যমূল্য লড়াই চলছিল। সাইনা একটা সময় ১৬-১৩ ব্যবধানে এগিয়েও যান। তবে শেষরক্ষা হয়নি। সাইনা ম্যাচ পয়েন্টের জন্য সার্ভ করেও সফল হননি, ওহোরির কামব্যাকে ফল দাঁড়ায় ২০-২০। শেষে জাপানের শাটলারই বাজিমাত করেন। জিতে যান ২২-২০ ব্যবধানে।

কাশ্যপ সরব

কাশ্যপ সরব

এরই মধ্যে ভারতীয় ব্যাডমিন্টন কর্তাদের প্রতি তীব্র বিষোদ্গার করেছেন সাইনার স্বামী তথা ভারতীয় শাটলার পি কাশ্যপ। সাইনা গতকাল চিনের তারকা শাটলার হে বিনজাওকে হারিয়ে সিঙ্গাপুর ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে কাশ্যপ এরপরই অভিযোগ করেন, অন্যায়ভাবে সাইনাকে কমনওয়েলথ গেমসের দলে রাখা হয়নি পরিকল্পনা করেই। তাঁর প্রতি অবাঞ্ছিত আচরণ করেছেন বিএআই কর্তারা, যা একেবারেই অপ্রত্যাশিত। কাশ্যপের দাবি, সাইনা ২০১০ ও ২০১৮ সালে কমনওয়েলথ গেমসে পদক জিতেছেন। তিনি এবার অংশ নিতে মুখিয়ে ছিলেন। তাঁকে কমনওয়েলথ গেমসে না পাঠানোয় ভারতের পদকের সম্ভাবনা কমেছে বলেই দাবি কাশ্যপের।

সাইনার প্রতি অন্যায়

সাইনার প্রতি অন্যায়

সাইনাকে মালবিকা বাঁসোড় হারিয়েছিলেন গত জানুয়ারিতে। সেই ম্যাচের ভিত্তিতেই পরিকল্পনা করে সাইনাকে বাইরে রেখে কমনওয়েলথ গেমসের দল গঠন হয় বলে অভিযোগ। কাশ্যপের দাবি, সাইনা যখন চোট সারানোর প্রক্রিয়ার মধ্যে ছিলেন তখনই ট্রায়াল আয়োজন করা হয়। সাইনা যে কতটা চাপে ছিলেন তা প্রথম গেমে বোঝা গিয়েছিল। ফেডারেশন যে ব্যবহার সাইনার প্রতি করেছে তাতে ভারতের প্রাক্তন ১ নম্বর শাটলার খুবই আহত হন। নিজের দেশের ব্যাডমিন্টন কর্তাদের বিরুদ্ধে লড়তে গিয়ে অনুশীলন করাই কঠিন হয়ে পড়ে।

ধাক্কা সামলাতে সময় লাগবে

ধাক্কা সামলাতে সময় লাগবে

সাইনাকে উদ্ধত বলে যাঁরা প্রমাণের চেষ্টা করছেন তা সত্যি নয় বলেও দাবি কাশ্যপের। তাঁর কথায়, সাইনা শুধু নিজের খেলা নিয়েই থাকেন। সাইনা কোনও প্রশ্নের উত্তরই পাননি ব্যাডমিন্টন কর্তাদের কাছ থেকে। তাঁর প্রতি যে অবহেলা ও বঞ্চনা করা হচ্ছে তাতে সাইনা মাঝেমধ্যেই কান্নায় ভেঙে পড়েন বলেও দাবি কাশ্যপের। কমনওয়েলথ গেমসের ট্রায়ালের প্রক্রিয়া যেভাবে হয়েছে সেই ধাক্কা কাটিয়ে উঠতে সাইনার আরও সময় লাগবে বলেই মনে করেন কাশ্য়প। তিনি নিশ্চিত, যে অবাঞ্ছিত ও অপ্রত্যাশিত আচরণ সাইনার প্রতি দেশের ব্যাডমিন্টন কর্তারা করছেন, তা পুরোপুরি এখনও সাইনা মন থেকে দূরে সরাতে পারেননি।

বিরাটকে নিয়ে ফের সরব কপিল, কোহলি ও ভারতীয় নির্বাচকদের প্রতি দিলেন কোন বার্তা? বিরাটকে নিয়ে ফের সরব কপিল, কোহলি ও ভারতীয় নির্বাচকদের প্রতি দিলেন কোন বার্তা?

English summary
Saina Nehwal Crashes Out Of Singapore Open After Hard Fought Battle Against Aya Ohori Of Japan. P Kashyap Alleges His Wife Nehwal Was Ill Treated By BAI Officials During Commonwealth Games Trials.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X