For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশের ৬৭টি প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিল সাই

দেশের ৬৭টি প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিল সাই

Google Oneindia Bengali News

ক্রমবর্ধমান কোভিডের কারণে দেশে'র বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা নিজেদের সমস্ত প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিল স্পোর্টস অথোরিটি অব ইন্ডিয়া। তবে, দেশের প্রথম শ্রেণি'র অ্যাথেলিট'রা জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থেকে ন্যাশনাল ক্যাম্পে নিজেদের অনুশীলন চালাতে পারবেন।

দেশের ৬৭টি প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিল সাই

সাই-এর জারি করা বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, "ক্রমবর্ধমান কোভিডের কথা মাথায় রেখে সাই সিদ্ধান্ত নিয়েছে দেশের ৬৭টি প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ রাখার।" সাই জানিয়েছে, তারা পরিস্থিতির দিকে নজর রাখছে। আগামীদিনে পরিস্থিতির উন্নতি হলে সামগ্রিক দিকগুলি বিবেচনা করে ফের প্রশিক্ষণ কেন্দ্রগুলি চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সাই-এর ৬৭টি ট্রেনিং সেন্টার বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হলেও ন্যাশনাল সেন্টার অব এক্সিলেন্স (এনসিওই) বন্ধ হচ্ছে না। উল্লেখ্য, বর্তমানে বেঙ্গালুরু, পাটিয়ালা'য় অবস্থিত এনসিওই-তে দেশের প্রথম শ্রেণি'র অ্যাথেলিটদের ক্যাম্প চলছে।

সংবাদ সংস্থা পিটিআই-কে সাই-এর এক মুখপাত্র বলেছেন, "এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসের জন্য যেই সকল প্রথম শ্রেণি'র অ্যাথেলিটরা প্রস্তুতি সারছেন তাঁদের রুটিনে এর কোনও প্রভাব পড়বে না। তাঁরা জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থেকে প্রস্তুতি সারছেন।" সোমবার মোট ১,৭৯,৭২৩টি নতুন কোভিড কেসের রিপোর্ট সামনে এসেছে। বর্তমানে অ্যাকটিভ কোভিড আক্রান্তের সংখ্যা ৭,২৩,৬১৯ যা প্রায় গত ২০৪ দিনের মধ্যে সর্বোচ্চ। কোভিডের কারণে এখনও পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েছে ৪,৮৩,৯৩৬ জন।

দেশের সেরা প্রশিক্ষণ কেন্দ্রে গত সপ্তাহে একাধিক কোভিড আক্রন্তের খবর সামনে আসে। এর পর-ই সাই নির্দেশ দিয়েছিল কোভিড বিধি আরও কড়াকড়ি ভাবে লাঘু করতে। সাই-এর অধীনে মোট ৬৭টি প্রশিক্ষণ কেন্দ্রে প্রতি সপ্তাহে অ্যাথেলিট এবং সাপোর্ট স্টাফদের কোভিড পরীক্ষা করার নির্দেশিকা জারি করা হয়। সাই-এর ভোপাল সেন্টারে ২৪ জন ক্রীড়াবীদ এবং ১২ জন সাপোর্ট স্টাফের কোভিডে আক্রন্ত হওয়ার খবর সামনে আসতেই এই নির্দেশিকা জারি করা হয়েছিল।

শুধু ভোপালেই নয়, গত সপ্তাহে সাই-এর বেঙ্গালুরু'র প্রশিক্ষণ কেন্দ্রে ৩৫জন জুনিয়ার অ্যাথেলিটের শরীরে এই মারণ ভাইরাসের অস্তিত্বের খবর সামনে আসে। এরা প্রত্যেকেই বিভিন্ন ন্যাশনাল ইভেন্টে অংশ নেওয়ার প্রস্তুতি সারছিলেন।

English summary
SAI has decided to close its all 67 training centers across the country because of Covid 19. However elite athletes will be allowed to continue their training. Though SAI confirms NCOE will not be have its impact.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X