For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্ব যুব বক্সিংয়ে দেশের অষ্টম সোনা আনলেন সচিন, ১১টি পদক জিতে শীর্ষে ভারত

Google Oneindia Bengali News

পোল্যান্ডে অনুষ্ঠিত বিশ্ব যুব বক্সিং প্রতিযোগিতায় স্মরণীয় পারফরম্যান্স উপহার দিলেন ভারতের বক্সাররা। গতকালই সাতটি বিভাগের সাতটিতেই সোনা জিতে নতুন রেকর্ড গড়েন ভারতের মহিলা বক্সাররা। পুরুষদের বক্সিংয়ের ফাইনালে আজ ৫৬ কেজি বিভাগে সোনা জিতলেন সচিন। প্রতিপক্ষকে হারালেন ৪-১ ফলে।

বিশ্ব যুব বক্সিংয়ে দেশের অষ্টম সোনা আনলেন সচিন, ১১টি পদক জিতে শীর্ষে ভারত

গতকাল ভারতীয় মহিলা বক্সিংয়ের সোনালি দিনে সাতটি বিভাগের সাতটি বিভাগেই সোনা জিতে তাক লাগিয়ে দিয়েছিলেন মহিলা বক্সাররা। ৪৮ কেজি বিভাগে সোনা জেতেন গীতিকা। মণিপুরে এমসি মেরি কমের আকাদেমির ছাত্রী নাওরেম বেবিরোজিসানা চানু সোনা জেতেন ৫১ কেজি বিভাগে। ৫৭ কেজি বিভাগে সোনা জেতেন পুণম। ৬০ কেজি বিভাগে সোনা জেতেন ভিনকা। রাজস্থানের অরুন্ধতী চৌধুরী সোনা জেতেন ৬৯ কেজি বিভাগে। ৭৫ কেজি বিভাগে সোনা জেতেন টি সানামাচা চানু, তিনিও মেরি কমের আকাদেমির শিক্ষার্থী। +৮১ কেজি বিভাগে সোনা জেতেন আলফিয়া পাঠান।

দুবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ইতালির এরিকা প্রিসিয়ানদারোকে হারিয়ে ফাইনালে ওঠা হরিয়ানার গীতিকা এদিন ভারতকে প্রথম সোনাটি এনে দেন। পোল্যান্ডের নাতালিয়া কুজেওস্কাকে ৫-০ ব্যবধানে হারিয়ে। ইউরোপিয়ান জুনিয়র চ্যাম্পিয়ন রাশিয়ার ভালেরিয়া লিঙ্কোভাকে হারান বেবিরোজিসানা। শুরু থেকেই আক্রমণাত্মক থেকে ফরাসি প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি পুণম। কাজাখস্তানের বক্সারের বিরুদ্ধে ভিনকাও যে দাপট নিয়ে খেলেন তাতে মাঝপথে বাউট থামিয়ে ভারতীয় বক্সারকে জয়ী ঘোষণা করেন রেফারি। পোল্যান্ডের প্রতিপক্ষকে ৫-০ ব্যবধানে হারান অরুন্ধতীও।

আটটি সোনা জয়ের মাধ্যমে নতুন রেকর্ড গড়ল ভারত। এর আগে বিশ্ব যুব বক্সিং চ্যাম্পিয়নশিপের ২০১৭ সালে গুয়াহাটিতে ভারতের মহিলা বক্সাররা ৫টি সোনা জিতেছিলেন। সেই রেকর্ড ভেঙে গিয়েছে গতকাল। ভারতের ঐতিহাসিক ষষ্ঠ সোনাটি জেতেন ইম্ফলে মেরি কমের আকাদেমির শিক্ষার্থী তথা এশীয় যু চ্যাম্পিয়ন সানামাচা। কাজাখস্তানের ডানা ডিডেকে তিনি হারান ৫-০ ব্যবধানে। চলতি বিশ্ব যুব বক্সিংয়ে পদক তালিকাতেও রাশিয়াকে পিছনে ফেলে শীর্ষস্থানে ভারত। ২০১৮ সালে বিশ্ব যুব বক্সিংয়ে ভারত মোট ১০টি পদক জিতেছিল। এবার সেই রেকর্ডও ভেঙে গেল। ভারত এবার ৮টি সোনা-সহ ১১টি পদক জিতেছে। এর আগে, পুরুষদের বক্সিংয়ে বিশ্বামিত্র চোংথাম ৪৯ কেজি বিভাগে, অঙ্কিত নারওয়াল ৬৪ কেজি বিভাগে ও ৯১ কেজি বিভাগে বিশাল গুপ্ত ব্রোঞ্জ জেতেন।

ভারতীয় বক্সারদের সাফল্যে উচ্ছ্বসিত বক্সিং ফেডারেশন অব ইন্ডিয়ার প্রেসিডেন্ট অজয় সিং বলেন, গত বছর বেশিরভাগ সময় ঘরেই আবদ্ধ থাকতে হয়েছে বক্সারদের। অনলাইন প্রশিক্ষণ চলেছে। তারপরেও এমন সাফল্যে বক্সারদের অভিনন্দন তো জানাবই, বিশেষভাবে ধন্যবাদ জানাব কোচ ও সাপোর্ট স্টাফদের যাঁরা সবরকম প্রতিকূলতাকে জয় করতে অসাধারণ ভূমিকা পালন করেছেন।

English summary
Sensational Performances By Indian Youth Boxers. Sachin Bags India's Eighth Gold In AIBA Youth World Boxing.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X