For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আর্থিক পুরস্কার ঘোষণা হতেই জামিনের আবেদন সুশীলের, রোহিণী আদালতে মামলার শুনানি

আর্থিক পুরস্কার ঘোষণা হতেই আগাম জামিনের আবেদন, রোহিণী আদালতে সুশীল মামলার শুনানি

  • |
Google Oneindia Bengali News

গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরেও নিখোঁজ থাকা সুশীল কুমারের সন্ধানে আর্থিক পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ। তাতেই টনক নড়ে যায় দুই বারের অলিম্পিক পদকজয়ী ভারতীয় কুস্তিগীরের। তড়িঘড়ি রোহিণী আদালতে নিজের আগাম জামিনের আবেদন পেশ করেছেন সুশীল। আজ সেই মামলার শুনানি হবে বলে জানানো হয়েছে। কী রায় দেন বিচারক সেদিকে তাকিয়ে দেশের ক্রীড়া মহল।

সুশীল কুমারের আবেদন

সুশীল কুমারের আবেদন

অবশেষে সন্ধান মিলল সুশীল কুমারের। সাগর রানা খুনের ঘটনার মূল অভিযুক্ত ভারতীয় কুস্তিগীরের সন্ধানে দিল্লি পুলিশ আর্থিক পুরস্কার ঘোষণা করতেই তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। রোহিণী কোর্টে নিজের আগাম জামিনের আবেদন করেছেন সুশীল। আজ সেই মামলার শুনানি হতে চলেছে। বিচারকের রায়ের দিকে নজর থাকবে দেশের ক্রীড়া মহলের।

কুস্তিগীরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

কুস্তিগীরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সাগর রানা খুন হওয়ার পর থেকেই পলাতক ছিলেন সুশীল কুমার। দুই অলিম্পিকে পদকজয়ী কুস্তিগীর প্রথমে হরিদ্বার ও পরে ঋষিকেশে গা ঢাকা দিয়েছিলেন বলে জানতে পেরেছিল পুলিশ। এরপর দিল্লি ফিরে সুশীল বারবার নিজের অবস্থান পরিবর্তন করছিলেন বলে জানতে পারে পুলিশ। ভারতের তারকা কুস্তিগীরের খোঁজে তাঁর বাড়িতেও খোঁজ চালানো হয়। কোথাও কোনও সন্ধান না পেয়ে সুশীলের বিরুদ্ধে প্রথমে লুক আউট নোটিশ ও পরে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

আর্থিক পুরস্কার ঘোষণা

আর্থিক পুরস্কার ঘোষণা

রোহিণী আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করার পরেও খোঁজ পাওয়া যাচ্ছিল না খুন, অপহরণ ও অপরাধমূলক ষড়যন্ত্রের মামলায় অভিযুক্ত সুশীল কুমারের। অভিযোগ, খুন হওয়া সাগর রানাকে দিল্লির মডেল টাউনের বাড়ি থেকে ছত্রশল স্টেডিয়াম থেকে তুলে নিয়ে প্রবল মারধর করা হয়েছিল। সুশীল সেই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত বলে জানতে পেরেছে পুলিশ। তাই গ্রেফতারি এড়াতে পালিয়ে বেড়াচ্ছিলেন ভারতীয় তারকা। শেষে বাধ্য হয়ে সুশীলের সন্ধানে ১ লক্ষ টাকা ঘোষণা করে দিল্লি পুলিশ।

সুশীলের কেরিয়ার

সুশীলের কেরিয়ার

এত বড় ঘটনার পরেও সুশীল কুমারকে এ গ্রেড চুক্তিতেই রেখে দিয়েছে রেস্টলিং ফেডারেশন অফ ইন্ডিয়া। আদালতে দোষী সাব্যস্ত হলে কিংবা জেল হলে সেই চুক্তি থেকে অলিম্পিকে পদকজয়ী কুস্তিগীরকে ছেঁটে ফেলা হতে পারে। নিজেদের ভাবমূর্তি নষ্ট হওয়ার ভয় পাচ্ছে কুস্তি ফেডারেশন।

English summary
Rohini Court to hear Sushil Kumar's anticipatory bail plea on Sagar Rana murder case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X