কাতারে মরসুম ও বছরের প্রথম ট্রফি জিতলেন বোপান্না
কাতার ওপেনে চ্যাম্পিয়ন হলেন রোহন বোপান্না ও ওয়েলসি কুলহফ জুটি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শুক্রবার ফাইনালে ব্রিটিশ ও মেক্সিকান জুটিকে বোপান্না-ওয়েলসি ৩-৬, ৬-২, ১০-৬ ব্যবধানে হারিয়েছেন। মরসুমে প্রথম ডাবলস খেতাব জিতলেন রোহন বোপান্না। নতুন বছরে তথা নতুন দশকে এটি বোপান্নার প্রথম ট্রফি জয়।

উল্লেখ্য এই প্রথমবার ভারতীয় টেনিস তারকা বোপান্না , কুলহফের সঙ্গে জুটিতে প্রথম টুর্নামেন্ট খেলছেন। আর প্রথমবারেই বাজিমাত করলেন দুজন।
ম্যাচের প্রথম সেটে হারলেও পরের দুই সেটে বোপান্না-কুলহফ জুটি দারুণভাবে প্রত্যাবর্তন করে। ৩-৬ ব্যবধানে প্রথম সেট হারের পর পরের দুই সেটে ইন্দো-ডাচ জুটি প্রতিপক্ষকে ৬-২ ও ১০-৬ ব্যবধানে হারিয়েছে।
এই জয় নিয়ে বোপান্না বলেন, 'নতুন পার্টনারকে সঙ্গে নিয়ে শুরুতেই দারুণ সাফল্য পেলাম। বছরের প্রথম ট্রফি জেতার আনন্দ সবসয়মই স্পেশাল। এই প্রথমবার দোহাতে খেলার সুযোগ পেয়ে ট্রফি জয়। ' পার্টনার ওয়েলসি কুলহফের প্রশংসা করে বোপান্না জুড়েছেন, 'ওর সঙ্গে খেলার জন্য সবসময়ই মুখিয়ে থাকি। '
<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">First tournament of the year and first title (Doubles) of the year 2020 for Rohan Bopanna as he combines with Wesley Koolhof to win Qatar Open. <br>They defeated Bambridge/Gonzales 3-6 6-2 10-6 in Final. <a href="https://twitter.com/hashtag/QatarOpen?src=hash&ref_src=twsrc%5Etfw">#QatarOpen</a> <a href="https://t.co/IPzxIbLYPA">pic.twitter.com/IPzxIbLYPA</a></p>— India_AllSports (@India_AllSports) <a href="https://twitter.com/India_AllSports/status/1215687151297294336?ref_src=twsrc%5Etfw">January 10, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>