For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মার্চেই কোর্টে ফিরছেন ফিরছেন কিংবদন্তি ফেডেরার! ফোকাসে দুই প্রধান ইভেন্ট

মার্চেই কোর্টে ফিরছেন ফিরছেন কিংবদন্তি ফেডেরার! ফোকাসে দুই প্রধান ইভেন্ট

  • |
Google Oneindia Bengali News

২০২০ সালের অস্ট্রেলিয় ওপেনে শেষবার স্বমহিমায় দেখা গিয়েছিল। করোনা ভাইরাসের প্রভাব বাড়তেই টেনিস কোর্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন কিংবদন্তি রজার ফেডেরার। অস্থির হয়ে পড়েছিলেন ফ্যানরা। অপেক্ষার অবসান ঘটিয়ে ফের কবে টেনিস ব্যাট হাতে তাঁকে নামতে দেখা যাবে, সেই প্রশ্নের উত্তর নিজেই দিয়েছেন ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা।

মার্চে কোর্টে ফিরছেন ফেডেরার

মার্চে কোর্টে ফিরছেন ফেডেরার

অজ্ঞাতবাস শেষ! অপেক্ষার অবসান ঘটিয়ে ফের টেনিস কোর্টে রজার ফেডেরারের প্রত্যাবর্তন ঘটতে চলেছে। আগামী মার্চেই তিনি স্বমহিমার ফিরবেন বলে নিজেই জানিয়ে দিলেন কিংবদন্তি রজার। দীর্ঘ ১৩ মাসের ব্যবধানে তাঁর জয়ের ক্ষিদে যে এতটুকু কমেনি, তাও জানাতে ভোলেননি ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা।

ফেডেরারের প্রথম টুর্নামেন্ট

ফেডেরারের প্রথম টুর্নামেন্ট

আগামী মার্চে দোহাতে এটিপি ২৫০ ইভেন্ট শুরু হচ্ছে। ওই প্রতিযোগিতায় তিনি অংশ নিচ্ছেন বলে নিজেই জানিয়েছেন রজার ফেডারার। দীর্ঘ বিশ্রামের পর তিনি যে আরও শক্তিশালী হয়ে টেনিস কোর্টে নামতে চলেছেন, তাও বড় গলায় ঘোষণা করেছেন বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস তারকা।

ফোকাশে উইম্বলডন ও অলিম্পিক ২০২১

ফোকাশে উইম্বলডন ও অলিম্পিক ২০২১

করোনা ভাইরাসের আবহে দীর্ঘদিন পর টেনিস কোর্টে ফিরছেন রজার ফেডেরার। পছন্দের উইম্বলডনে অংশ নেবেন কিংবদন্তি। ২০২১ সালের টোকিও অলিম্পিকেও তাঁকে খেলতে দেখা যাবে বলে জানিয়ে দিয়েছেন রজার। মূলত এই দুই ইভেন্টই তাঁর ফোকাসে রয়েছে বলে জানিয়েছেন ফেডেরার।

ইউএস ওপেন খেলবেন ফেডেরার

ইউএস ওপেন খেলবেন ফেডেরার

অতিমারী পরিস্থিতিতে ২০২০ সালের মার্কিন ওপেনে খেলেননি রজার ফেডেরার। তবে এবার তিনি সেই ইভেন্টে অংশ নেবেন বলে জানিয়ে দিয়েছেন কিংবদন্তি। মার্কিন ওপেনেও ভাল কিছু করতে চান ৩৯ বছরের তারকা।

চিপকে নেট প্র্যাকটিস শুরু ভারতের, দলকে তাতালেন রবি-বিরাটচিপকে নেট প্র্যাকটিস শুরু ভারতের, দলকে তাতালেন রবি-বিরাট

English summary
Roger Federer's focus on Wimbledon and Tokyo Olympics in 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X