For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টোকিও অলিম্পিকে সোনা আমার বাবার স্বপ্ন পূরণ করবে, ভিনেশের জন্য প্রার্থনা রীতুর

ফোগত-বোনেদের গল্প দেশের প্রায় সবাই জানেন। বিশেষত বলিউডের জনপ্রিয় সিনেমা ‘দঙ্গল’ মুক্তি পাওয়ার পরে মহাবীর সিং ফোগত এবং তাঁর দুই মেয়ে গীতা এবং ববিতার গল্পটি সামনে আসে।

Google Oneindia Bengali News

ফোগত-বোনেদের গল্প দেশের প্রায় সবাই জানেন। বিশেষত বলিউডের জনপ্রিয় সিনেমা 'দঙ্গল' মুক্তি পাওয়ার পরে মহাবীর সিং ফোগত এবং তাঁর দুই মেয়ে গীতা এবং ববিতার গল্পটি সামনে আসে। হরিয়ানার ভিবানী জেলার বালালি গ্রামের এক ব্যক্তির স্বপ্নের বিষয়টি জানতে পারে ভারতবাসী।

টোকিও অলিম্পিকে ভিনেশের সোনা বাবার স্বপ্ন পূরণ করবে

টোকিও অলিম্পিকে তাঁর দাদা রাজপালের কন্যা ভিনেশ এবার নামছেন তাঁর কাকার স্বপ্নকে বাঁচিয়ে রাখার জন্য। তিনি টোকিও অলিম্পিক ২০২০-তে অংশ নিচ্ছেন বিশ্বের এক নম্বর ও প্রথম বাছাই হিসেবে। তিনি ভারতের পদক জয়ের অন্যতম সেরা সম্ভাবনা বলে বিবেচিত হচ্ছে। অনেকেউ আশা করছেন তিনি ৫৩ কেজি বিভাগে স্বর্ণ পদক জিততে পারেন।

তাঁর খুড়তুতো বোন রীতু ফোগত মনে করেন, ভিনেশের কীর্তি কেবল ভারতীয়দেরই আনন্দ এনে দেবে না, তাঁর বাবার স্বপ্নও পূরণ করবে। ভিনেশ অবশ্যই ভারতের হয়ে স্বর্ণপদক জিতবে। দেশকে গর্বিত করার পাশাপাশি সে আমার বাবার স্বপ্নকে বাস্তব রূপ দেবে। কেবল আমাদের পরিবারই নয়, আমি মনে করি পুরো দেশ সুখী এবং গর্বিত হবে।

অলিম্পিকে অংশ নিতে টোকিও যাওয়ার আগে ভিনেশকে তিনি বলেছিলেন, তুমি এতটা প্রশিক্ষণ নিয়েছ, বছরের পর বছর ধরে এত পরিশ্রম করেছ, এবার পুরো দেশ তোমার দিকে তাকিয়ে আছে। গোটা দেশ আশায় বেঁধেছে তোমাকে নিয়ে। তাই এবার তোমার সেরাটা দিয়ে দেশকে গর্বিত করো।

English summary
Ritu Fogat seems her cousin Vinesh will win gold medal in Tokyo Olympics that will fulfill her father's Dream.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X