For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) রং-আলোর দুরন্ত মেলবন্ধনেই রিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান জমজমাট!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

রিও দি জেনেইরো, ৬ আগস্ট : ৩১ তম অলিম্পিক, দক্ষিণ আমেরিকায় প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে রিও অলিম্পিক ২০১৬। শুক্রবার মারাকানায় হয়ে গেলে তারই জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান। ব্রাজিলের বৈচিত্রময় সংস্কৃতিকে তুলে ধরে রং ও আলোর মেলবন্ধনেই সাজানো হয়েছিল এই উদ্বোধনী অনুষ্ঠানকে। [(ছবি) রিও অলিম্পিকে ভারতের প্রতিনিধি কারা? দেখে নিন একঝলকে গোটা তালিকা]

এবারে অলিম্পিকের মশাল জ্বালানোর কথা ছিল কিংবদন্তী ফুটবল তারকা পেলের। কিন্তু অনুষ্ঠানের কিছুক্ষই আগেই পরিকল্পনা বদলাতে হল কর্তৃপক্ষকে। আচমকা অসুস্থ হয়ে পড়েন পেলে। যার ফলে তার পক্ষে অনুষ্ঠানে যোগ দেওয়া সম্ভব হয়নি। [অলিম্পিক্সে ব্যক্তিগত ইভেন্টে কারা ভারতের হয়ে পদক জিতেছেন? দেখে নিন তালিকা]

(ছবি) রং-আলোর দুরন্ত মেলবন্ধনেই রিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান জমজমাট!

মারাকানার এই উদ্বোধনী অনুষ্ঠান এক কথায় 'গ্র্যান্ড'। এক অদ্ভুৎ মায়াবী অভিজ্ঞতার সাক্ষী থাকল মারাকানা। ২০৬টি দেশ অংশ নিয়েছে এবারের অলিম্পিকে। তবে সবথেকে বেশি সমর্থন হয়তো রিফিউজি অলিম্পিক দলের জন্যই। মাঠে প্রবেশ করতেই স্টেডিয়াম হাততালি ও চিৎকারে জ্বলে ওঠে। [ব্রাজিলের জঙ্গিদের দিয়েই রিও অলিম্পিকে হামলা চালানোর ফন্দি আইএসের]

ভারতীয় অলিম্পিক দলের প্রতিনিধিত্বে ছিলেন একমাত্র সোনাজয়ী তিরন্দাজ অভিনব বিন্দ্রা। পুরুষ প্রতিযোগীদের পরনে গাঢ় নীল রংয়ের স্য়ুট। মেয়েদের হলুদ নীল শাড়ির সঙ্গে গাঢ় নীল ব্লেজার। এই প্রথমবার ভারত থেকে ১১৯জন অ্যাথলেট অংশগ্রহণ করছেন অলিম্পিকে। এর আগে একসঙ্গে ভারতের এত প্রতিযোগী অলিম্পিকে যোগ দেওয়ার সুযোগ পাননি।

English summary
Rio Olympics 2016 gets underway with colourful opening ceremony
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X