For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইন্ডিয়া ওপেন থেকে অপ্রত্যাশিত বিদায়! প্রথম রাউন্ডেই হার পিভি সিন্ধুর, লড়াকু জয় সাইনার

Google Oneindia Bengali News

ইন্ডিয়া ওপেন সুপার ৭৫০-এ অপ্রত্যাশিত পরাজয় দু-বারের অলিম্পিক পদকজয়ী শাটলার পিভি সিন্ধুর। দিল্লির কেডি যাদব ইনডোর হলে আজ প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন তিনি। মহিলাদের সিঙ্গলসের প্রথম রাউন্ডে সিন্ধুকে স্ট্রেট গেমে হারিয়ে দিয়ে অঘটন ঘটালেন সুপানিদা কেটথং। সিন্ধু এবার ছিলেন প্রতিযোগিতার পঞ্চম বাছাই।

ইন্ডিয়া ওপেন থেকে ছিটকে গেলেন পিভি সিন্ধু

বিশ্বের ৩০ নম্বর শাটলার তাইল্যান্ডের সুপানিদার কাছে সিন্ধু পরাস্ত হলেন ১৪-২১, ২০-২২ গেমে। এই নিয়ে সুপানিদার বিরুদ্ধে পঞ্চম সাক্ষাতে দ্বিতীয়বার হারের সম্মুখীন হলেন সিন্ধু। গত বছর ইন্ডিয়া ওপেনের সেমিফাইনালে সুপানিদার কাছেই হেরে গিয়েছিলেন ২০১৭ সালের চ্যাম্পিয়ন সিন্ধু।

চলতি বছর এই নিয়ে পরপর দুটি ইভেন্টের প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন সিন্ধু। গত সপ্তাহে মালয়েশিয়া ওপেন সুপার ১০০০ টুর্নামেন্টে তিন গেমের লড়াইয়ে সিন্ধু পরাস্ত হয়েছিলেন ক্যারোলিনা মারিনের কাছে। কমনওয়েলথ গেমসে সোনা জয়ের পর লিগামেন্টের চোটের কারণে দীর্ঘ পাঁচ মাস কোর্টের বাইরে ছিলেন সিন্ধু। তিনি বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে চেনা ছন্দ পেতে মরিয়া। যদিও ইংরেজি নতুন বছরে দুটি প্রতিযোগিতাতেই ধাক্কা খেল তাঁর পরিকল্পনা। উল্লেখ্য, সিন্ধু ২০১৭ সালে ইন্ডিয়া ওপেনের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছিলেন ক্যারোলিনা মারিনকে হারিয়েই।

বিশ্বের ৭ নম্বর সিন্ধু তাঁর চেয়ে র‍্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা সুপানিদার বিরুদ্ধে একেবারেই চেনা ছন্দে ছিলেন না। র‍্যালিতে অনেক বেশি নিয়ন্ত্রণ দেখিয়ে এবং রিটার্নে সাবলীল থেকে সহজেই জিতে নেন প্রথম গেম। দ্বিতীয় গেমে সিন্ধু কিছুটা লড়াই চালিয়ে ১২-১৭ থেকে ফল ১৯-২০ করে ফেলেছিলেন। তবে শেষরক্ষা হয়নি। ভিডিও রেফারেলের সাহায্যে সুপানিদা ম্য়াচ ফিনিশ করার সুযোগ পেয়ে যান এবং তারপর ম্যাচটি জিতেও নেন। সিন্ধু হেরে গেলেও প্রথম রাউন্ডের ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছেন সাইনা নেহওয়াল। তিনি ড্যানিশ শাটলার মিয়া ব্লিচফেল্টকে হারালেন ম্যারাথন ম্যাচে। প্রথম গেমটি সাইনা জিতেছিবেন ২১-১৭ ব্যবধানে। যদিও পরের গেমটি ২১-১২ ব্যবধানে জিতে সমতা ফেরান মিয়া। তৃতীয় তথা নির্ণায়ক গেমটিতে টানটান লড়াই চলে। শেষ অবধি সাইনা এই গেমটি জিতে নেন ২১-১৯ ব্যবধানে।

এদিন, পুরষদের সিঙ্গলসে এইচএস প্রণয়কে হারিয়ে দিয়েছেন গতবারের চ্যাম্পিয়ন লক্ষ্য সেন। বিশ্বের ১২ নম্বর শাটলার এবার প্রতিযোগিতার সপ্তম বাছাই। বিশ্বের ৯ নম্বরে থাকা প্রণয়ের বিরুদ্ধে লক্ষ্য জয় ছিনিয়ে নিয়েছেন ২১-১৪, ২১-১৫ ব্যবধানে। কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জজয়ী তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ বিশ্বের ২৯ নম্বর ডাবলস জুটিকে হারিয়ে দিয়েছেন। ফরাসি জুটির বিরুদ্ধে ভারতীয় জুটির জয় এসেছে ২২-২০, ১৭-২১, ২১-১৮ ব্যবধানে।

English summary
PV Sindhu Suffers Shock Defeat In The Opening Round Of India Open Super 750 In Delhi. She Was Beaten In Straight Games By Supanida Katethong.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X