For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছোট টুর্ণামেন্ট ছেড়ে মেগা ইভেন্টগুলির জন্য তৈরি হন সিন্ধু, আর কি বললেন প্রকাশ পাড়ুকোন

প্রাক্তন ভারতীয় ব্যাডমিন্টন তারকা প্রকাশ পাড়ুকোনের মতে পিভি সিন্ধুর বড় ইভেন্টের জন্য প্রস্তুতি নিতে ছোট টুর্নামেন্টে খেলা ছেড়ে দেওয়া উচিত। তাঁর মতে ফাইনালে জেতার ক্ষেত্রে সিন্ধুর কোনও মানসিক বাধা

Google Oneindia Bengali News

সম্প্রতি ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের পর প্রশ্ন উঠে গিয়েছে পিভি সিন্ধুর মানসিকতা নিয়ে। কিন্তু নয়াদিল্লিতে পিএনবি মেটলাইফ জুনিয়র ব্যাটমিন্টন চ্যাম্পিয়নশিপে এসে সাংবাদিকদের সামনে প্রকাশ পাড়ুকোন কিন্তু অন্য দাবিই করলেন। অযথা চাপ তৈরির জন্য সমালোচনা করলেন সংবাদমাধ্যমও।

ফাইনালে সিন্ধুর হার

ফাইনালে সিন্ধুর হার

সম্প্রতি ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠেও স্পেনের ক্যারোলিনা মারিনের কাছে হারতে হয়েছে পিভি সিন্ধুকে। এই নিয়ে তিনি তিনটি বড় টুর্ণামেন্টের ফাইনালে হারেন। ২০১৭ সালেও বিশ্ব চ্যাম্পিয়নশিপে ফাইনালে এবং ২০১৬ সালের অলিম্পিক গোল্ড মেডাল ম্যাচে তিনি পরাস্ত হয়েছেন। গত বছর দুবাইতে সুপার সিরিজের ফাইনালেও হেরেছিলেন সিন্ধু।

ফাইনালের সমস্যা কি মানসিক বাধা

ফাইনালের সমস্যা কি মানসিক বাধা

এরপরই ফাইনালে জেতার বিষয়ে সিন্ধুর কোনও মানসিক সমস্যা হচ্ছে কিনা, তা নিয়ে সংবাদমাধ্যমের একাংশে চর্চা শুরু হয়ে যায়। গোটা টুর্ণামেন্টে সিন্ধুকে যেরকম ফর্মে দেখা যায় ফাইনালে সেরকম ফর্ম দেখা যায় না বলে অনেকেই দাবি করেন।

মানসিক বাধা নয় ক্লান্তিই কারণ

মানসিক বাধা নয় ক্লান্তিই কারণ

প্রকাশ পাড়ুকোন কিন্তু মনে করেন না ফাইনালে জেতার ব্যাপারে পিভি সিন্ধুর কোনও মানসিক বাধা আছে বলে। তাঁর মতে ব্যাডমিন্টনের উপরের দিকে প্রতিযোগিতার মান এতটাই বেশি, যে সিন্ধু যে প্রতিবার ফাইনালে উঠছেন এটাই যথেষ্ট কৃতিত্বের বিষয়। এবছর তিনি জাপানের ওকুহারা ও ইয়ামাগুচিকে পরাস্ত করেছেন, যাদের কাছে আগে তাঁকে হারতে হয়েছে। তাই ফাইনালে এখন যে বাধা টপকাতে পারছেন না, তাও কমবয়সী সিন্ধু একদিন টপকে যাবেন বলে বিশ্বাস করেন ভারতের এই প্রাক্তন শাটলার। তবে তার জন্য সিন্দুর উচিত এখন থেকে ছোট টুর্ণামেন্টে খেলা বাদ দিয়ে বড় ইভেন্টের জন্য প্রস্তুতি নেওয়া।

সংবাদ মাধ্যমের সমালোচনা

সংবাদ মাধ্যমের সমালোচনা

সংবাদমাধ্যমের আরও দায়িত্বশীল হওয়া উচিত বলে মন্তব্য করেন প্রকাশ। তাঁর মতে অধিকাংশ সবসময় সিন্ধু কেন হারছেন সেদিকে ফোকাস করলে সিন্ধুর উপরই চাপ বাড়বে। বুঝতে হবে এই বয়সেই সিন্ধু ভারতীয় টেনিসের অন্যতম সেরাদের একজন হয়ে উঠেছেন। তাই হারের কারণ নিয়ে জল্পনা না বাড়িয়ে সংবাদ মাধ্যমের বরং কি করে তিনি জিতবেন ফোকাসটা সেদিকে রাখা উচিত।

গোপির উপর অতিরিক্ত চাপ

গোপির উপর অতিরিক্ত চাপ

ভারতীয় ব্যাডমিন্টন একের পর এক তারকা উপহার দিয়ে চলেছেন জাতীয় কোচ পুল্লেলা গোপিচাঁদ। সাইনা নেহওয়াল থেকে পিভি সিন্ধু, কিদম্বি শ্রীকান্ত - তালিকাটা অনেক দীর্ঘ। তিনি অসামান্য কাজ করলেো তাঁর একার উপর বড্ড বেশি চাপ পড়ে যাচ্ছে বলে মনে করেন প্রকাশ। তাঁর মতে এবার সময় এসেছে গোপির একজন সহকারি দেওয়ার। ভারতে সেরকম যোগ্য অনেক প্রাক্তন তারকা আছেন বলেও জানান তিনি।

লক্ষ্য সেন ও সাইনা নেহওয়াল

লক্ষ্য সেন ও সাইনা নেহওয়াল

এবছর এশিয়া জুনিয়র চ্যাম্পিয়নশিপে সোনা জিতে তাক লাগিয়ে দিয়েছেন লক্ষ্য সেন। প্রকাশ জানান, লক্ষ্যের খেলা মুগ্ধ করেছে তাঁকেও। সাইনা নেহওয়ালের সাম্প্রতিক ফর্ম নিয়ে প্রাক্তন তারকা বলেন সাইনাকে আরও একটু ধারাবাহিক হতে হবে এবং আরেকটু বেছে বেছে খেলতে হবে।

English summary
Ex Indian shuttler Prakash Padukone suggested that PV Sindhu should skip small tournaments to be ready for mega-events. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X