For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'আই রিয়াটার' লিখে 'অবসর'-এর কোন সিদ্ধান্তে ফ্যানেদের হার্ট অ্যাটাকের মুখে ফেলে দিলেন সিন্ধু

'আই রিয়াটার' লিখে 'অবসর'-এর কোন সিদ্ধান্তে ফ্যানেদের হার্ট অ্যাটাকের মুখে ফেলে দিলেন সিন্ধু

  • |
Google Oneindia Bengali News

ফ্যানেদের হার্ট অ্যাটাক দিয়ে 'অবসর'-এর সিদ্ধান্ত ঘোষণা ভারতীয় ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধুর। এদিন দুপুরে সোশ্যাল মিডিয়ায় 'আই রিয়াটার' লিখে লম্বা একটি পোস্ট করেছেন পি ভি। সিন্ধুর 'অবসর' নিয়ে খবর ছড়িয়ে পড়তে বিশ্বজুড়ে খেলার দুনিয়ায় সোরগোল পড়ে গিয়েছে। ডেনমার্ক ওপেনেই তাঁর কেরিয়ারে শেষ প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট ছিল বলে নিজের 'অবসর' পোস্টে জানিয়েছেন সিন্ধু।

তিন স্লাইডের পোস্ট

তিন স্লাইডের পোস্ট

সব মিলিয়ে তিনটি স্লাইডের একটি পোস্ট করেছেন পি ভি। যেখানে প্রথম স্লাইডের ছবিতে সিন্ধু লেখেন 'অবসর নিচ্ছি'। সঙ্গে উপরে লেখা, ডেনমার্ক ওপেনই আমার শেষ টুর্নামেন্ট ছিল।

কেন অবসর কারণ জানালেন সিন্ধু

কেন অবসর কারণ জানালেন সিন্ধু

পরের স্লাইডে সিন্ধু লেখেন, 'আমার এই সিদ্ধান্ত বহু ফ্যানেদের হার্ট অ্যাটাকের কারণ হয়ে দাঁড়াতে পারে। অনেকেই আমার অবসর নিয়ে ধন্ধে পড়লেন। কিন্তু বেশি কিছুদিন ধরেই আমি এই সিদ্ধান্ত নিয়ে ভেবেছি। শেষ পর্যন্ত সিদ্ধান্তটা নিয়েই ফেললাম।' সঙ্গে সিন্ধু আরও লেখেন, 'মহামারীর সময়টা আমার জীবনে চোখ খুলে দিল। আমি অনেক পরিশ্রম করে একটা ম্যাচ জিততে পারি। ম্যাচের শেষ শট পর্যন্ত লড়ে যেতে পারি। কিন্তু অদৃশ্য ভাইরাসের বিরুদ্ধে লড়াই করা দুসাধ্যের।'

আরও কী লিখলেন সিন্ধু

আরও কী লিখলেন সিন্ধু

এখানেই না থেমে ভারতের হয়ে ২০১৬ অলিম্পিকে রুপোজয়ী ও বিশ্বের প্রাক্তন এক নম্বর মহিলা ব্যাডমিন্টন তারকা আরও লিখেছেন, 'ভাইরাসের কবলে বিশ্বজুড়ে মৃত্যুর খবরে মন ভালো নেই। প্রতিদিন এই খবর শুনে যেতে হচ্ছে। এই নিয়ে নিজেকে শেষ কয়েকদিন অনেক প্রশ্ন করেছি,শেষমেষ অবসর নিলাম। '

শেষ স্লাইডে অবসর নিয়ে আসল সত্যি জানালেন পি ভি

শেষ স্লাইডে অবসর নিয়ে আসল সত্যি জানালেন পি ভি

শেষ স্লাইডে এরপর ফ্যানেদের আশ্বস্ত করেছেন পি ভি। সেখানে বিশ্বচ্যাম্পিয়ন খেলোয়াড় লেখেন, 'আসলে ভাইরাস সংক্রমিত দুনিয়ার বর্তমান উদ্বেগজনক পরিস্থিতি, ভয়ের পরিবেশ, নেগেটিভিটি থেকে অবসর নিলাম। সর্বপরি ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে উদাসীন মানসিকতাকে অবসরে পাঠালাম।' এরপরই সিন্ধু আরও লেখেন, 'পরিবর্তী প্রজন্মের জন্য সুন্দর পৃথিবী উপহার দিতে আমাদের সবাইকে ভাইরাসের বিরুদ্ধে আরও সচেতন হতেই হবে। এই পোস্টে বহু ফ্যানকে আমি হয়ত মিনি হার্ট অ্যাটাক দিয়ে বসলাম, আসলে আমি বলতে চেয়েছি আঁধার কাটিয়ে আলো ফুটবেই। করোনাকালে ডেনমার্ক ওপেন না হওয়ার কারণে আমি আমার ট্রেনিং কিন্তু থামাইনি। উল্টে দ্বিগুণ পরিশ্রমে কঠিন পরিস্থিতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। ভয়কে জয় করে আমি রুখে দাঁড়ালাম। আপানারাও ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে হাল না ছেড়ে আরও বেশি সচেতন হয়ে লড়াই করুন।'

English summary
PV Sindhu's post 'I RETIRE', gave mini heart attack to her fans mentioned 'retirement' on her timeline
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X