For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টোকিওয় সিন্ধু গর্জন, ব্যাডমিন্টনে বিশ্বচ্যাম্পিয়নের অভিযান শুরু সহজ জয় দিয়েই

Google Oneindia Bengali News

টোকিও অলিম্পিকে সহজ জয় দিয়ে অভিযান শুরু করলেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে ষষ্ঠ বাছাই পিভি সিন্ধু। জে গ্রুপে তিন ম্যাচের প্রথমটিতে তিনি হারালেন ইজরায়েলের সেনিয়া পলিকারপোভাকে। খেলার ফল ২১-৭, ২১-১০। এই নিয়ে পারস্পরিক তৃতীয় সাক্ষাতে তিনবারই পলিকারপোভাকে হারালেন সিন্ধু।

ব্যাডমিন্টনে বিশ্বচ্যাম্পিয়নের অভিযান শুরু সহজ জয় দিয়েই

বিশ্বের ৫৮ নম্বর শাটলারকে হারাতে বিশ্বচ্যাম্পিয়ন সিন্ধু এদিন সময় নিলেন মাত্র ২৮ মিনিট। সিন্ধুর পরের ম্যাচ হংকংয়ের শাটলার তথা বিশ্বের ৩৪ নম্বর চিউন নগান আইয়ের বিরুদ্ধে। প্রথম গেমে ৩-৪ ব্যবধানে পিছিয়ে থাকার পর আক্রমণাত্মক খেলা উপহার দিয়ে ১১-৫ ব্যবধানে এগিয়ে যান পলিকারপোভার আনফোর্সড এরের সুযোগ নিয়ে। লিড বজায় রেখে টানা ১৩টি স্ট্রেট পয়েন্টও নিজের দখলে আনেন সিন্ধু। হাঁটুতে ব্যান্ডেজ বেঁধে খেলতে নামা পলিকারপোভার কাছে সিন্ধুর স্বভাবসিদ্ধ স্ম্যাশের কোনও উত্তর ছিল না, তাই কার্যত আত্মসমর্পণ করেন।

দ্বিতীয় গেমেও দাপট বজায় রেখে সিন্ধু এক সময় এগিয়ে যান ৯-৩ ব্যবধানে। বিপক্ষের কিছু ভুল সিন্ধুর জয়ের পথ মসৃণ করে দেন। শেষে মরিয়া হয়ে ব্যবধান কমানোর মরিয়া চেষ্টা পলিকারপোভা চালালেও শেষরক্ষা হয়নি। এর ফলে সিন্ধু-গর্জন দিয়েই অলিম্পিক অভিযান শুরু করলেন ভারত তথা এই মুহূর্তে বিশ্বচ্যাম্পিয়ন শাটলার।

English summary
PV Sindhu Opened Her Tokyo Olympic Campaign With Easy Straight-Game Win Over Israel's Ksenia Polikarpova. Reigning World Champion, Seeded Sixth, Beat The 58th Ranked Polikarpova 21-7, 21-10.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X