For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইন্ডিয়া ওপেনে লক্ষ্যপূরণের কাছে লক্ষ্য, ফাইনালে চিরাগরা, বিদায় নিলেন সিন্ধু

Google Oneindia Bengali News

ইন্ডিয়া ওপেনে পিভি সিন্ধু মহিলাদের সিঙ্গলস ফাইনালে উঠতে না পারলেও খেতাব জয় থেকে আর এক ধাপ দূরে লক্ষ্য সেন। মহিলাদের সিঙ্গলসে শীর্ষ বাছাই সিন্ধু এদিন হেরে গিয়েছেন ষষ্ঠ বাছাই সুপানিদা কেটথংয়ের কাছে। প্রথম গেমে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়েছিলেন সিন্ধু। কিন্তু শেষরক্ষা হয়নি। তবে পুরুষদের সিঙ্গলস ফাইনালে নজর থাকবে লক্ষ্য সেনের দিকে।

বিদায় নিলেন সিন্ধু

তৃতীয় বাছাই লক্ষ্য সেন বিশ্বের ৬০ নম্বর শাটলার মালয়েশিয়ার নেজ জি ইয়ংকে হারিয়ে দেন ১৯-২১, ২১-১৬, ২১-১২ ব্যবধানে। ফাইনালে তিনি মুখোমুখি হবেন বিশ্বচ্যাম্পিয়ন লোহ কিয়ান ইউয়ের, তিনি সেমিফাইনালে ওয়াকওভার পেয়েছেন। গত বছর ডাচ ওপেনের ফাইনালেও তাঁরা দুজন পরস্পরের মুখোমুখি হয়েছিলেন। দেশের মাটিতেই কেরিয়ারের প্রথম সুপার ৫০০ ইভেন্ট ফাইনাল খেলা নিশ্চিত হওয়ার পর স্বাভাবিকভাবেই খুশি লক্ষ্য সেন।

সেনের ঝুলিতে রয়েছে ডাচ ওপেন-সহ দুটি সুপার ১০০ খেতাব। বেলজিয়াম, স্কটল্যান্ড ও বাংলাদেশে ২০১৯ সালে তিনটি ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জেও জয়লাভ করেন লক্ষ্য। গত বছর ডাচ ওপেন ফাইনালে হারের মধুর প্রতিশোধ নেওয়ার সুযোগ রবিবার লক্ষ্যর সামনে। পারস্পরিক চারটি সাক্ষাতে দুজনেই জিতেছেন ২টি করে ম্যাচ।

পুরুষদের ডাবলসে চিরাগ শেট্টি ও সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি জুটি ফাইনালে জায়গা করে নিয়েছে। বিশ্বের ১০ নম্বর এই ভারতীয় জুটি এদিন হারিয়েছে ফরাসি প্রতিপক্ষকে। খেলার ফল ২১-১০, ২১-১৮। ফাইনালে চিরাগদের সামনে ইন্দোনেশিয়ার প্রতিপক্ষ, তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন মহম্মদ আহসান ও হেন্ড্রা সেতিয়াওয়ান জুটি।

পিভি সিন্ধু এদিন হেরে যান ১৪-২১, ২১-১৩, ১০-২১ ব্যবধানে। স্পষ্টতই হতাশ অলিম্পিকে জোড়া পদকজয়ী সিন্ধু বলেন, প্রথম গেমে প্রতিপক্ষ বড় লিড আদায় করে নিয়েছিলেন। তৃতীয় গেম ৬-৬ থাকার পরও আমি কয়েকটা পয়েন্ট আদায় করতে পারিনি। সুপানিদা ভালো প্লেয়ার, তিনি লিড বাড়িয়ে নিতে সক্ষম হন। বালিতে তাঁর বিরুদ্ধে খেলেছিলাম, তাঁর স্ট্রোক বুঝতে কখনও কখনও অসুবিধা হয়। তবে আমারও আরও বেশি নিয়ন্ত্রণ দেখানো দরকার ছিল। আমার কোনও পরিকল্পনাই এদিন কাজে আসেনি। ইন্দোনেশিয়ায় যেভাবে আমার স্ম্যাশ কর্নার বা লাইন অবধি গিয়েছিল এদিন তা হয়নি বলেই প্রতিপক্ষ আক্রমণাত্মক খেলার সুবিধা পেয়ে যান।

English summary
PV Sindhu Lost Her Semi Final Match Of India Open. Lakshya Sen Qualifies To Play His Maiden World Tour Super 500 Summit Clash.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X