For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পিভি সিন্ধুর বিদায় মালয়েশিয়া ওপেন থেকে, প্রথম গেম জিতেও হারলেন কোয়ার্টার ফাইনালে

Google Oneindia Bengali News

মালয়েশিয়া ওপেনে মহিলাদের সিঙ্গলস কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিলেন পিভি সিন্ধু। চাইনিজ তাইপের তাই জু-ইংয়ের বিরুদ্ধে সিন্ধুর পারস্পরিক দ্বৈরথের রেকর্ড মোটেই আশাপ্রদ নয়। আজ সেমিফাইনালে ওঠার লড়াইয়ে বিশ্বের ২ নম্বরের বিরুদ্ধে বিশ্বের ৭ নম্বর ভারতীয় শাটলার প্রথম গেম জিতেছিলেন, কিন্তু শেষরক্ষা হয়নি।

পিভি সিন্ধুর বিদায় মালয়েশিয়া ওপেন থেকে, প্রথম গেম জিতেও শেষরক্ষা হয়নি

রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে তাইল্যান্ডের ফিত্তায়াপোর্ন চাইওয়ানের বিরুদ্ধে ছন্দে ছিলেন না সিন্ধু। মহিলাদের সিঙ্গলসে বিশ্বের ৩৩ নম্বর শাটলারের বিরুদ্ধে সিন্ধু প্রথম গেমটি হেরে গিয়েছিলেন। যদিও পরের দুটি গেম জেতেন। ৫৭ মিনিটের লড়াইয়ের ফল সিন্ধুর পক্ষে দাঁড়ায় ১৯-২১, ২১-৯ ও ২১-১৪। কোয়ার্টার ফাইনালে সিন্ধুর প্রতিপক্ষ তাই জু-ইং পারস্পরিক দ্বৈরথের নিরিখে এদিনের খেলা শুরুর আগে সিন্ধুর চেয়ে এগিয়ে ছিলেন ১৫-৫ ব্যবধানে। যা আজ গিয়ে দাঁড়াল ১৬-৫। আজ নিয়ে টানা ৬টি ম্যাচে তাই জু-ইংয়ের কাছে পরাস্ত হলেন সিন্ধু।

এদিন কোয়ার্টার ফাইনালে সিন্ধু প্রথম গেম জিতে নেন ২১-১৩ ব্যবধানে। একটা সময় ফল ছিল ৭-৭। বিরতিতে সিন্ধু এগিয়ে ছিলেন ১১-৭ ব্যবধানে। দ্বিতীয় গেমে অবশ্য দারুণভাবে কামব্যাক করেন তাই জু-ইং। ৫-১, ৮-১ ব্যবধানে দাপট সহকারে এগিয়ে যেতে যেতে বিরতিতে তিনি এগিয়ে ছিলেন ১১-৩ ব্যবধানে। সিন্ধু অবষ্য দ্বিতীয় গেমেও লড়াই চালান। ১০-১৭ ব্যবধানে পিছিয়ে থাকা অবস্থা থেকে টানা পাঁচটি পয়েন্টও জেতেন। কিন্তু এরপর সিন্ধুকে আর কোনও সুযোগই দেননি জু-ইং। তিনি দ্বিতীয় গেম জিতে নেন ২১-১৫ ব্যবধানে।

তৃতীয় তথা নির্ণায়ক গেমও বেশ উত্তেজক ছিল প্রথম থেকে। সিন্ধু পিছিয়ে ছিলেন ৫-৬ ব্যবধানে, সেখান থেকে স্কোর ৮-৮ অবস্থায় গিয়েছিল। সিন্ধুর ভুলে ৯-৮ ব্যবধানে এগিয়ে যান তাঁর প্রতিপক্ষ। বিরতিতে মাত্র দুই পয়েন্টে পিছিয়ে ছিলেন সিন্ধু। কিন্তু তারপর সিন্ধু আর বেগ দিতে পারেননি তাই জু-ইংকে। নির্ণায়ক গেমটি সিন্ধু পরাস্ত হন ১৩-২১ ব্যবধানে। ৫৭ মিনিটের লড়াই জিতে সেমিফাইনালে পৌঁছে গেলেন সিন্ধুর নেমেসিস। তাইল্যান্ড ওপেন, ইন্দোনেশিয়া ওপেন খেতাব জয়ের পর এবার মালয়েশিয়া ওপেন খেতাব জয়ের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন তাই জু-ইং।

English summary
PV Sindhu Loses To Her Nemesis And World No.2 Tai Tzu-Ying In Malaysia Open WS Quarter Final. Sindhu Has Won Only The First Game.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X