For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মালেশিয়া মাস্টার্সের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন পিভি সিন্ধু

মালেশিয়া মাস্টার্সের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন পিভি সিন্ধু

  • |
Google Oneindia Bengali News

মালেশিয়া মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে হেরেই গেলেন ভারতের বিশ্বজয়ী শাটলার পিভি সিন্ধু। বিশ্বের এক নম্বর তথা তাইওয়ানের জু ইং তাই-র কাছে স্ট্রেট গেমে হার হজম করতে হয়েছে বিশ্বের ষষ্ঠ শাটলারকে। টোকিও অলিম্পিকে ভারতের পদক জয়ের অন্যতম আশা সিন্ধুর পারফরম্যান্সে হতাশ দেশের ক্রীড়া প্রেমীরা।

২০১৯-এ বিশ্ব চ্যাম্পিয়ন

২০১৯-এ বিশ্ব চ্যাম্পিয়ন

২০১৯ সালে প্রথম ভারতীয় হিসেবে ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়ন হন পিভি সিন্ধু। কিন্তু এরপর আর ভারতীয় শাটলারের পারফরম্যান্সের গ্রাফ নিচের দিকে নেমেছে। ফলে ২০১৯-র শেষে সিন্ধুর র‌্যাঙ্কিং পাঁচ থেকে ছয়ে নেমে আসে।

টোকিও অলিম্পিক লক্ষ্য

টোকিও অলিম্পিক লক্ষ্য

২০২০-র শুরুতে এক সাক্ষাৎকারে পিভি সিন্ধু বলেন যে টোকিও অলিম্পিক থেকে সোনা আনাই তাঁর এ বছরের অন্যতম লক্ষ্য। কারণ গত অলিম্পিকে ফাইনাল পর্যন্ত পৌছেও তাঁকে রূপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। কিন্তু হায়দরাবাদি শাটলার বছরের শুরুটাই হার দিয়ে করায়, হতাশ হয়েছেন দেশের ক্রীড়া প্রেমীরা।

স্ট্রেট গেমে হার

স্ট্রেট গেমে হার

মালেশিয়া মাস্টার্সের শুরুটা কিন্তু দুর্দান্ত হয় পিভি সিন্ধুর। টুর্নামেন্টের প্রথম ও দ্বিতীয় রাউন্ডের ম্যাচ তিনি হেলায় জেতেন। কিন্তু কোয়ার্টার ফাইনালে বিশ্বের এক নম্বর শাটলার, তাইওয়ানের জু ইং তাই-র চ্যালেঞ্জ সামলাতে ব্যর্থ হন ভারতীয় শাটলার। ১৬-২১, ১৭-২১ পয়েন্টে ম্যাচ হারেন সিন্ধু।

১৭-এ ১২

১৭-এ ১২

এখনও পর্যন্ত তাইওয়ানের জু ইং তাই-র বিরুদ্ধে ১৭ বার মুখোমুখি হয়েছে ভারতের পিভি সিন্ধু। ১২ বার ভারতীয় শাটলারকে হার হজম করতে হয়েছে বলে জানিয়েছেন পরিসংখ্যানবিদরা।

English summary
PV Sindhu knock out from Malaysia Masters quarter-final
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X