For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস খেতাবের কাছে ফের পৌঁছে গেলেন পিভি সিন্ধু, পরাস্ত ইয়ামাগুচি

  • |
Google Oneindia Bengali News

বিডব্লুএফ ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের ফাইনালে পৌঁছে গেলেন বিশ্বচ্যাম্পিয়ন শাটলার পিভি সিন্ধু। রুদ্ধশ্বাস সেমিফাইনালে তিনি হারালেন জাপানের আকানে ইয়ামাগুচিকে। খেলার ফল ২১-১৫, ১৫-২১, ২১-১৯। অলিম্পিকে জোড়া পদকজয়ী সিন্ধু এই নিয়ে তৃতীয়বার ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের ফাইনালে উঠলেন।

ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস খেতাবের কাছে ফের পৌঁছে গেলেন সিন্ধু

২০১৮ সালে প্রথম ভারতীয় হিসেবে ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস খেতাব জিতেছিলেন সিন্ধু। বিশ্ব ক্রমতালিকায় বর্তমানে সিন্ধু রয়েছেন সাতে, তিনে রয়েছেন ইয়ামাগুচি। পারস্পরিক দ্বৈরথের পরিসংখ্যানের নিরিখে এদিনের আগে পর্যন্ত ১২-৮ ব্যবধানে এগিয়ে থেকেই শুরু করেছিলেন সিন্ধু। এবারের টোকিও অলিম্পিকে সিন্ধু ব্রোঞ্জ জিতেছিলেন। তারপর ফরাসি ওপেন, ইন্দোনেশিয়া মাস্টার্স ও ইন্দোনেশিয়া ওপেনের সেমিফাইনালে উঠেও হেরে যান। সেই সেমিফাইনালের বাধা টপকে স্বাভাবিকভাবেই স্বস্তিতে সিন্ধু। গত মার্চে সুইস ওপেনে রানার-আপ হয়েছিলেন ভারতীয় শাটলার।

ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস খেতাবের কাছে ফের পৌঁছে গেলেন সিন্ধু

বিডব্লুএফ ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের প্রথম রাউন্ডের দুটি ম্যাচ জিতে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে ফেলেছিলেন সিন্ধু। প্রথম রাউন্ডে মহিলাদের সিঙ্গলসের বিশ্বের ২৭ নম্বর ডেনমার্কের লাইন ক্রিস্টোফারসেনকে ৩৮ মিনিটের মধ্যে ২১-১৪, ২১-১৬ ব্যবধানে হারিয়ে দিয়েছিলেন সিন্ধু। পরের ম্যাচে তিনি বিশ্বের ২৪ নম্বর জার্মানির ইভন লিকে ৩১ মিনিটের মধ্যে উড়িয়ে দেন ২১-১০, ২১-১৩ ব্যবধানে জয়লাভ করে। তবে গতকাল তিনি হেরে গিয়েছিলেন বিশ্ব ক্রমতালিকার ১০ নম্বরে থাকা থাইল্যান্ডের পর্নপউয়ি চচুওংয়ের কাছে। তিন সেটের লড়াইয়ের সিন্ধু পরাজিত হন ১২-২১, ২১-১৯, ২১-১৪ ব্যবধানে। এই ম্যাচটি হেরে যাওয়াতেই সিন্ধুকে খেলতে হয় ইয়ামাগুচির বিরুদ্ধে।

ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস খেতাবের কাছে ফের পৌঁছে গেলেন সিন্ধু

টানা পাঁচটি সেমিফাইনালে পরাজয়ের মুখোমুখি হওয়ার পর এদিন ফাইনালে ওঠার লড়াইয়ে সিন্ধুর জয় নিঃসন্দেহে স্বস্তিদায়ক। ইন্দোনেশিয়া মাস্টার্সে সিন্ধুকে হারিয়েছিলেন ইয়ামাগুচি। এদিনও সিন্ধু ও ইয়ামাগুচির মধ্যে উত্তেজক লড়াই হলো। প্রথম গেম সিন্ধু জেতার পর দারুণভাবে ঘুরে দাঁড়ান তাঁর জাপানি প্রতিপক্ষ। তৃতীয় গেমে সিন্ধু একটা সময় ১১-৫ ব্যবধানে এগিয়ে ছিলেন। সেখান থেকে ক্রমেই ব্যবধান কমাতে কমাতে ১৭-১৭, ১৮-১৮ হয়ে যায়। সেখান থেকে এগিয়ে যান ইয়ামাগুচি। কিন্তু সমতা ফিরিয়ে শেষ অবধি স্নায়ুর লড়াই জিতে নেন সিন্ধু। ফাইনালে সিন্ধুর সামনে আন সেইয়ং। সিন্ধু গতকাল যাঁর কাছে হেরেছিলেন সেই চচুওংকে হারিয়ে ফাইনালে উঠেছেন তিনি। তিন সপ্তাহে তাঁর তিন নম্বর খেতাব জয় সিন্ধু আটকাতে পারেন কিনা সেটাই দেখার। গত অক্টোবরে ডেনমার্ক ওপেনের কোয়ার্টার ফাইনালে কোরিয়ান আন সেইয়ং পিভি সিন্ধুকে হারিয়েছিলেন।

English summary
PV Sindhu Enters The Final Of BWF World Tour Finals. Reigning World Champion And The Two Time Olympic Medalist Beat Yamaguchi 21-15 15-21 21-19 In A Thrilling Match.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X