For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টোকিও অলিম্পিকে সিন্ধু গর্জন, রিও অলিম্পিকে রুপোজয়ী ভারতীয় শাটলার পদকের আরও কাছে

Google Oneindia Bengali News

বক্সার লাভলিনা বরগোঁহাইয়ের পর এবার পিভি সিন্ধুও টোকিও অলিম্পিকের পদক নিশ্চিত করার দিকে অনেকটাই এগিয়ে গেলেন। ২০১৬ সালে রিও অলিম্পিকের রুপোজয়ী ভারতীয় শাটলার সিন্ধু এদিন কোয়ার্টার ফাইনালে হারালেন চতুর্থ বাছাই জাপানের আকানে ইয়ামাগুচিকে। এদিনের আগে ১৮টি সাক্ষাতেই ইয়ামাগুচি পরাস্ত হয়েছিলেন সিন্ধু গর্জনে। আজও তার ব্যতিক্রম হল না।

রিও অলিম্পিকে রুপোজয়ী ভারতীয় শাটলার পদকের আরও কাছে

ষষ্ঠ বাছাই সিন্ধু প্রথম গেমে আগাগোড়া দাপট বজায় রাখলেন। যদিও ইয়ামাগুচিও ভালোই টক্কর দিচ্ছিলেন। কিন্তু বিশ্বচ্যাম্পিয়ন সিন্ধুর হাইট, পাওয়ারের সঙ্গে পেরে উঠছিলেন না। ২৩ মিনিটে প্রথম গেম জিতে নেন ২১-১৩ ব্যবধানে। দ্বিতীয় গেমের প্রথম দিকেও সমানে সমানে টক্কর দিতে থাকেন ইয়ামাগুচি। কিন্তু অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সিন্ধু দাপট দেখাতে থাকেন। দ্বিতীয় গেমের মাঝামাঝি অবস্থাতেও সিন্ধু এগিয়ে ছিলেন ১১-৬ ব্যবধানে। এরপর দারুণ কামব্যাক করে গেম ১৫-১৫ করে ফেলেন ইয়ামাগুচি, পরে এগিয়েও যান। যদিও স্নায়ুযুদ্ধ জিতে শেষ হাসি হাসেন সিন্ধু। খেলার ফল ২১-১৩, ২২-২০। কাল তাঁর সেমিফাইনাল ম্যাচ। তবে শীর্ষ বাছাইয়ের মুখে পড়তে হচ্ছে না সেমিফাইনালে।

রিও অলিম্পিকে রুপোজয়ী ভারতীয় শাটলার পদকের আরও কাছে

কাল সেমিফাইনালে সিন্ধুর সামনে দ্বিতীয় বাছাই চাইনিজ তাইপের তাই সু-ইং। যদিও তাঁকে আগে হারিয়েছেন বিশ্বচ্যাম্পিয়ন সিন্ধু। আজকের ম্য়াচের পর সিন্ধু বলেন, জিতে খুশি। কিন্তু এখনও আমার লক্ষ্যপূরণ হয়নি। গেমস ভিলেজে ফিরে রিল্যাক্স থেকে পরের ম্যাচের জন্য প্রস্তুতি নেব। আজকে জিতে খুশি। তবে বেশি কিছু ভাবছি না। পরের ম্যাচের জন্য প্রস্তুতি নিতে হবে। ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনকে দেওয়া সাক্ষাতকারে সিন্ধু আরও বলেছেন, আমি অলিম্পিকের জন্য কঠোর পরিশ্রম করেছি। কিন্তু এখনও লক্ষ্যের অনেকটাই বাকি রয়েছে। ফোকাস যাতে না সরে সেদিকে খেয়াল রেখেই পরের ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছেন সিন্ধু।

রিও অলিম্পিকে রুপোজয়ী ভারতীয় শাটলার পদকের আরও কাছে

এদিন প্রথম গেমে দাপট রেখেই খেলেন সিন্ধু। দ্বিতীয় গেমেও অনেকটাই এগিয়ে ছিলেন ইয়ামাগুচি কামব্যাক করার আগে অবধি। ছয় পয়েন্ট পিছিয়ে থেকেও ইয়ামাগুচি এক সময় ১৬-১৫ ব্যবধানে এগিয়ে যান। তবে গেম পয়েন্ট বাঁচিয়ে সিন্ধু যেভাবে দ্বিতীয় গেম জিতে নেন তার তারিফ করছেন অনেকেই। এই ম্যাচে বেশ কয়েকটি বড় র‌্যালিও হয়েছে। এ প্রসঙ্গে সিন্ধু বলেন, দ্বিতীয় গেমটা গুরুত্বপূর্ণ ছিল। লম্বা কয়েকটি র‌্যালি হয়েছে। কখনও আমি এগিয়েছি, কখনও ইয়ামাগুচি। ফলে রিল্যাক্স করার সুযোগ পাইনি। আমিও কিছু ভুল করেছি। ইয়ামাগুচি দুবার গেম পয়েন্টের সুযোগ পাওয়ার পরও সিন্ধু অবশ্য নার্ভাস হননি। তাঁর কথায়, ইয়ামাগুচি গেম পয়েন্ট পেলেও আমার কোচ খালি বলছিলেন ফোকাস ঠিক রাখো, তুমিই জিতবে। তিনি লাগাতার আমাকে সাপোর্ট করে গিয়েছেন। এরপর ঘুরে দাঁড়িয়ে যে দুটি গেম জিততে পেরেছি তাতে খুশি।

English summary
PV Sindhu Beat Japan's Akane Yamaguchi To Secure Tokyo Olympics Badminton Singles Medal. Sindhu Won Badminton Singles Silver In 2016 Rio Olympics.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X