For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিঙ্গাপুর ওপেনে সিন্ধু গর্জন! রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে সেমিফাইনালে ভারতের তারকা শাটলার

Google Oneindia Bengali News

সিঙ্গাপুর ওপেনে সিন্ধু গর্জন অব্যাহত। আজ কোয়ার্টার ফাইনালে চিনের হান ইউয়ের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন ভারতের এক নম্বর শাটলার। প্রথম গেমে পিছিয়ে পড়েন। দ্বিতীয় গেমে দুরন্ত কামব্যাক করেন। নির্ণায়ক তৃতীয় গেমে চলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। অবশেষে ১ ঘণ্টা ২ মিনিট ধরে চলা তুল্যমূল্য লড়াইয়ে শেষ হাসি হাসেন পিভি সিন্ধু। সেমিফাইনালে পৌঁছে গেলেন ১৭-২১, ২১-১১, ২১-১৯ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে।

সিঙ্গাপুর ওপেনে সিন্ধু গর্জন অব্যাহত

প্রথম থেকেইই এই কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়াই চলছিল। প্রথম গেম একটা সময় দাঁড়িয়ে ছিল ১৫-১৫-তে। সেখান থেকে ক্রমাগত লিড বাড়িয়ে প্রথম গেমটি জিতে নেন হান ইউ। সিন্ধু অবশ্য সমতা ফেরান রীতিমতো দাপট দেখিয়েই। টানা সাতটি পয়েন্ট জিতে তিনি এই গেমটি নিজের দখলে নিয়ে নেন ২১-১১ ব্যবধানে জিতে। সিন্ধুর নেট শট, পাওয়ার হিটের কোনও উত্তর খুঁজে পাচ্ছিলেন না চিনের প্রতিপক্ষ। প্রথম গেম হেরে যাওয়ার পর দ্বিতীয় গেমে প্রথমবারের জন্য সিন্ধু তিন পয়েন্টের লিড আদায় করতে সক্ষম হয়েছিলেন।

নির্ণায়ক গেমটিতে সিন্ধু প্রথমদিকে এগিয়ে ছিলেন। কিন্তু হঠাৎই দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে হান ইউ বিরতিতে এগিয়ে ছিলেন তিন পয়েন্টের ব্যবধানে। সিন্ধুর একটি চ্যালেঞ্জ আনসাকসেসফুলও হয়। বিরতিতে পিছিয়ে পড়ার পর খেলা শুরু হতেই সিন্ধু অভিজ্ঞতাকে সম্বল করে রণকৌশল সাজান। বিপক্ষের সঙ্গে ব্যবধান কমাতে সিন্ধু লম্বা র‌্যালি খেলতে থাকেন। সম্ভবত বিরতিতে কোচের সঙ্গে কথা বলেই স্ট্র্যাটেজি বদলান সিন্ধু। যাতে তাঁর সুবিধাও হয়। এরপর সিন্ধু টানা পাঁচটি পয়েন্ট জিতে ফল ১৪-১৪ করে ফেলেন। সেখানেই অবশ্য থেমে থাকেননি। ৯-১৪ থেকে পিছয়ে পড়া অবস্থা থেকে একটা সময় তিনি টানা সাতটি পয়েন্ট জিতে ১৬-১৪ ব্যবধানে এগিয়ে যান।

কিন্তু এরপর ১৬-১৬ করে ফেলেন হান ইউ। সেখান থেকে জমজমাট লড়াই পৌঁছে যায় ১৯-১৯-এ। অবশেষে স্নায়ুযুদ্ধে ২১-১৯ ব্যবধানে জয়লাভ করেন সিন্ধুই। সিন্ধু সিঙ্গাপুর ওপেনের সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন। এবার মহিলা সিঙ্গলসে নজর থাকবে সাইনা নেহওয়ালের দিকে। সুপার ৫০০ ইভেন্টে একটু পরেই জাপানের আয়া ওহোরির বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচ রয়েছে সাইনার। পুরুষদের সিঙ্গলসে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে এইচ এস প্রণয় মুখোমুখি হবেন জাপানের কোদাই নারাওকার। এদিন কোয়ার্টার ফাইনালে টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই ইন্দোনেশীয় জুটি মহম্মদ আহসান ও হেন্ড্রা সেটিয়াওয়ানের বিরুদ্ধে খেলতে নামবেন ভারতের এম আর অর্জুন ও ধ্রুব কাপিলা।

বিরাট কোহলির ব্যাটে রান নেই, দলে দাপট আছে! টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের পরিকল্পনা কীভাবে ভেস্তে দিলেন?বিরাট কোহলির ব্যাটে রান নেই, দলে দাপট আছে! টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের পরিকল্পনা কীভাবে ভেস্তে দিলেন?

English summary
PV Sindhu Beat China's Han Yue In A Nail Biting Thriller To Reach The Semi Finals Of Singapore Open. Sindhu Defeated Han By 17-21, 21-11, 21-19.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X