For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সৈয়দ মোদি টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন সিন্ধু

সৈয়দ মোদি টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন সিন্ধু

Google Oneindia Bengali News

সৈয়দ মোদি আন্তর্জাতিক টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন পিভি সিন্ধু। বুধবার মহিলাদের সিঙ্গলসে তানিয়া হেমন্ত'কে স্ট্রেট গেমে হারিয়ে প্রতিযোগীতার দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন সিন্ধু। ইন্ডিয়া ওপেনের সেমিফাইনালে অপ্রত্যাশিত হারের সম্মুখীন হতে হলেও সুপার ৩০০ টুর্নামেন্টে ফের ছন্দে পাওয়া যাচ্ছে হায়দরাবাদের এই শাটলারকে।

সৈয়দ মোদি টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন সিন্ধু

বাবু বেনারসি দাস ইন্ডোর স্টেডিয়ামে এক তরফা ম্যাচে তানিয়াকে ২১-৯, ২১-৯ ব্যবধানে পরাজিত করেন প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে অলিম্পিকে দু'টি পদক জয়ী এই শাটলার মুখোমুখি হবেন আমেরিকার লরেন লামের। প্রথম রাউন্ডের ম্যাচে ইরা শর্মা'র বিরুদ্ধে পিছিয়ে থেকে জয় তুলে এনেছেন আমেরিকার লরেন লাম। তাঁর পক্ষে খেলার ফল ১৫-২১, ২১-১৬ এবং ২১-১৬।

মহিলাদের সিঙ্গলসের অপর ম্যাচে সামিয়া ইমাদ ফারুকি হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরাজিত করেছেন শ্রুতি মুনদাদা'কে। বুলগেরিয়ান ইন্টারন্যাশনালে চ্যাম্পিয়ন এবং পোলিস ওপেনে রানার্স হওয়া এই প্রতিযোগীর পক্ষে খেলার ফল ১৭-২১, ২১-১১ এবং ২১-১০। ২০১৮ সালের কোয়ার্টার ফাইনালিস্ট সাই উত্তেজিতা রাও চুকা ২১-৯ এবং ২১-১২ ব্যবধানে পরাজিত করেছেন অঞ্জনা কুমারী।

দ্বিতীয় রাউন্ডের ম্যাচে সামিয়া মুখোমুখি হবেন কনিকা কানওয়ালের। আমেরিকার দিশা গুপ্তকে ২১-১৫, ১৬-২১ এবং ২১-৬ ব্যবধানে পরাজিত করেছেন তিনি। ইন্ডিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছনো আকর্শি কাশ্যপের মুখোমুখি হবেন সাই।এঁরা ছাড়া মহিলাদের সিঙ্গলসে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন প্রেরণা নেলুরি, স্মিত তোসনিওয়াল, অনুপমা উপাধ্যায়, কৃতি ভরদ্বাজও।

পুরুষদের সিঙ্গলসে কুশল ধারমামার, চিরাগ সেন, মিঠুন মঞ্জুনাথ এবং রঘু মারিস্বামীও জয় দিয়ে সৈয়দ মোদিতে যাত্রা শুরু করেছেন।

English summary
PV Sindhu confirms her place in the second round of Syed Modi International Tournament.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X