For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

PT Usha: আইওএ পেল প্রথম মহিলা সভাপতি, পিটি ঊষা নজির গড়ে শুরু করলেন নতুন ইনিংস

  • |
Google Oneindia Bengali News

ঠিক হয়ে গিয়েছিল আগেই। আজ হলো আনুষ্ঠানিক ঘোষণা। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন এই প্রথমবার পেল কোনও মহিলা সভাপতি। কিংবদন্তি পিটি ঊষা বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইওএ সভাপতি নির্বাচিত হলেন। সুপ্রিম কোর্ট নিযুক্ত শীর্ষ আদালতেরই অবসরপ্রাপ্ত বিচারপতি এল নাগেশ্বর রাওয়ের তত্ত্বাবধানে এদিন হলো আইওএ নির্বাচন।

 পিটি ঊষা নজির গড়ে শুরু করলেন নতুন ইনিংস

৫৮ বছরের পিটি ঊষা এশিয়ান গেমসে সোনা-সহ একাধিক পদক জিতেছেন। ১৯৮৪ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ৪০০ মিটার হার্ডলসে তিনি চতুর্থ হয়েছিলেন। ২০০০ সালে অবসর নেওয়ার পর ক্রীড়া প্রশাসনের প্রতি তেমন আগ্রহ দেখাননি। কোঝিকোড়ের ঊষা স্কুল অব অ্যাথলেটিক্সের মাধ্যমেই প্রতিভাবান অ্যাথলিটদের মেন্টরের ভূমিকা পালন করে এসেছেন। তিনি বারেবারেই বলেন, আমি অলিম্পিক পদক পাইনি। কিন্তু চাই আমি যাঁদের প্রশিক্ষণ দিয়ে থাকি তাঁদের মধ্যে কেউ অলিম্পিক পদক জিতুক। অ্যাথলেটিক্স ফেডারেশন অব ইন্ডিয়ারও কোনও পদে বসেননি ঊষা। বর্তমানে তিনি এএফআইয়ের জুনিয়র সিলেকশন কমিটির চেয়ারম্যান। সরকারের ন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটিতেও রয়েছেন।

আইওএ-র ৯৫ বছরের ইতিহাসে এই প্রথম সভাপতি পদে বসলেন কোনও অলিম্পিয়ান এবং আন্তর্জাতিক স্তরে কোনও পদকজয়ী। ভারতের হয়ে ১৯৩৪ সালে টেস্ট খেলা মহারাজা যাদবিন্দ্র সিং আইওএ-র শীর্ষ পদে বসেছিলেন ১৯৩৮ সালে। তৃতীয় আইওএ সভাপতি হিসেবে দায়িত্বভার নেওয়ার পর সেই পদে ছিলেন ১৯৬০ সাল পর্যন্ত। তারপর এই প্রথম দেশের প্রতিনিধিত্ব করা কোনও ক্রীড়াবিদ আইওএ সভাপতি হলেন। ঊষা ১৯৯০ সালে অবসর ঘোষণা করেছিলেন। পরের বছর তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। এরপর ১৯৯৪ সালে ফের ট্র্যাকে ফেলেন হিরোশিমা এশিয়ান গেমসে। সেখানে তিনি রুপো জিতেছিলেন। ১৯৯৫ সালে তাঁর হাঁটুতে অস্ত্রোপচার হয়। এরপর ২০০০ সালে সিডনি অলিম্পিকের আগে পাকাপাকিভাবে অবসরের ঘোষণা করে দেন।

চলতি মাসে নির্বাচন না হলে গোষ্ঠীদ্বন্দ্বের সমস্যা-জর্জরিত আইওএ ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির নির্বাসনের মুখে পড়তো। এ ব্যাপারে আইওএ-কে সতর্ক করে আইওসি। ২০২১ সালের ডিসেম্বরে আইওএ নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু নানা গড়িমসিতে তা হচ্ছিল না। গত জুলাইয়ে পিটি ঊষাকে রাজ্যসভায় পাঠায় বিজেপি। আইওএ নির্বাচনেও কেন্দ্রের শাসক দলের সমর্থন ছিল পিটি ঊষার দিকেই। ফলে সভাপতি পদে তাঁর বিরুদ্ধে আর কেউ দাঁড়াননি। মনোনয়ন জমা দেওয়ার দিনই তাই নিশ্চিত হয়ে গিয়েছিল ঊষার আইওএ সভাপতি হওয়া। ক্রীড়া প্রশাসনের শীর্ষে আরও এক ক্রীড়াবিদ। ঊষার নতুন ইনিংসের দিকে তাকিয়ে দেশের ক্রীড়া মহল।

English summary
PT Usha Has Been Elected As The First Woman President Of Indian Olympic Association. She Was Declared Elected Unopposed For The Top Post In The Polls.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X