
প্রো কবাডি: দাবাং দিল্লি কেসি টানা চার ম্যাচ জিতে শীর্ষেই, জয় পেল জয়পুর পিঙ্ক প্যান্থার্স ও বেঙ্গল ওয়ারিয়র্স
প্রো কবাডির নবম সংস্করণে দাপট দেখাচ্ছে দাবাং দিল্লি কেসি। আজ বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা ইনডোর স্টেডিয়ামে ছিল ট্রিপল পাঙ্গা। টানা চারটি ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দাবাং দিল্লি কেসি আপাতত বাকিদের ধরাছোঁয়ার বাইরে। এদিন জয় পেয়েছে জয়পুর পিঙ্ক প্যান্থার্স ও বেঙ্গল ওয়ারিয়র্স।

(ফাইল ছবি)
আজ প্রথম ম্যাচে জয়পুর পিঙ্ক প্য়ান্থার্স হারিয়ে দেয় গুজরাত জায়ান্টসকে। খেলার ফল ২৫-১৮। জয়পুরের দুই রেইডার ভবানী রাজপুত ও রাহুল চৌধুরী পাঁচ পয়েন্ট করে সংগ্রহ করেন। গুজরাতের অলরাউন্ডার শঙ্কর গড়াই তিন পয়েন্ট আদায় করেন। এই নিয়ে টানা তৃতীয় জয় আদায় করল জয়পুর।
এদিনের অপর ম্যাচে দাবাং দিল্লি কেসি হারিয়েছে তেলুগু টাইটান্সকে। খেলার ফল ৪৬-২৬। দাবাং দিল্লি কেসির অধিনায়ক তথা রেইডার নবীন কুমার একাই নিশ্চিত করেন ১২ পয়েন্ট। মনজিতের সংগ্রহ ৯ পয়েন্ট। তেলুগু টাইটান্সের রেইডার বিনয় ১০ পয়েন্ট আদায় করেন।
বেঙ্গল ওয়ারিয়র্স এদিন বড় জয় ছিনিয়ে নিয়েছে পাটনা পাইরেটসের বিরুদ্ধে। খেলার ফল ৫৪-২৬। বেঙ্গল ওয়ারিয়র্সের অধিনায়ক মনিন্দর সিং ১২ রেইডিং পয়েন্ট নিশ্চিত করেন। শ্রীকান্ত যাদবের সংগ্রহ ৯ রেইডিং পয়েন্ট। ডিফেন্ডার বৈভব গর্জে, শুভম শিন্ডে, গিরীশ মারুতিরাও ভালো পারফর্ম করেছেন। পাটনার রেইডার সচিন ১২ পয়েন্ট আদায় করলেও বাকিরা ব্যর্থ।
৪ ম্যাচে দাবাং দিল্লি কেসি-র পয়েন্ট ২০, গোলপার্থক্য ৫৬। দুইয়ে থাকা জয়পুর পিঙ্ক প্যান্থার্স ৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে রয়েছে দুইয়ে। তিনে বেঙ্গল ওয়ারিয়র্স, বাংলার ফ্র্যাঞ্চাইজির ঝুলিতে ৪ ম্যাচে ১৫ পয়েন্ট। আজকের জয়ের ফলে বেঙ্গল ওয়ারিয়র্সের গোলপার্থক্য গিয়ে দাঁড়িয়েছে ৪৯-এ। কাল পুনেরি পল্টনের সামনে ইউ মুম্বা। অপর ম্যাচে ইউপি যোদ্ধাস খেলতে নামবে বেঙ্গালুরু বুলসের বিরুদ্ধে।