For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুরন্ত জয় ইউ পি যোদ্ধার এবং ইউ মুম্বার, প্রত্যাশা মতোই জয়ের ছন্দ ধরে রাখল হরিয়ানা স্টিলার্স

দুরন্ত জয় ইউ পি যোদ্ধার এবং ইউ মুম্বার, প্রত্যাশা মতোই জয়ের ছন্দ ধরে রাখল হরিয়ানা স্টিলার্স

Google Oneindia Bengali News

শনিবার প্রো কবাডি লিগের ম্যাচে জয়পুর পিঙ্ক প্যান্থার্সকে পরাজিত করল হরিয়ানা স্টিলার্স। হরিয়ানার পক্ষে খেলার ফল ৩৫-২৮। হরিয়ানার হয়ে সর্বোচ্চ দশ পয়েন্ট সংগ্রহ করেন রেডার বিকাশ কান্ডোলা। চার পয়েন্ট করে সংগ্রহ করেছেন মোহিত এবং আশিস। পিঙ্ক প্যান্থার্সের হয়ে সর্বোচ্চ ৮ পয়েন্ট সংগ্রহ করেন দীপক হুডা। ছয় পয়েন্ট করে সংগ্রহ করেন অর্জুন দেশওয়াল এবং অধিনায়ক সন্দীপ ঢুল।

দুরন্ত জয় ইউ পি যোদ্ধার এবং ইউ মুম্বার, প্রত্যাশা মতোই জয়ের ছন্দ ধরে রাখল হরিয়ানা স্টিলার্স

এ দিন অপর খেলায় টান টান ম্যাচে তেলেগু টাইটানকে ৩৯-৩৫ ম্যাচে পরাজিত করেছে ইউ পি যোদ্ধা। যোদ্ধার হয়ে সর্বোচ্চ ১২ পয়ন্ট সংগ্রহ করেছেন সুখবিন্দর গিল। অপর রেডার শ্রীকান্ত যাদব এনে দিয়েছেন ৯ পয়েন্ট। এই দুই রেডারই ২১ পয়েন্ট সংগ্রহ করেছেন। অপর দিকে, এই ম্যাচে শেষ পর্যন্ত তেলেগু টাইটান্সকে এই ম্যাচে শেষ পর্যন্ত লড়াইয়ে টিকিয়ে রেখেছিলেন রজনীশ। এছাড়া ৬ পয়েন্ট এনে দিয়েছেন অপর রেডার অঙ্কিত বেনিওয়াল। ডিফেন্ডাররা যদি রেডারদের পরিশ্রমের প্রতি একটু সুবিচার করতেন তা হলে খালি হাতে ফিরতে হত না তেলেগুকে। তবে পরিবর্ত হিসেবে নামা তেলেগুর লেফট কর্নারের ডিফেন্ডার আদর্শ টি ৬ পয়েন্ট এনে অনেকটাই সাহায্য করার চেষ্টা করেছেন দলকে।

ইউ পি যোদ্ধ এবং তেলেগু টাইটানসের মতোই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে ইউ মুম্বা বনাম তামিল থালাইভাসের বিরুদ্ধে ম্যাচে। ইউ মুম্বার দুই রেডার অভিষেক সিং এবং ভি অজিত মোট ১৭ পয়েন্ট এনে দিয়েছেন নিজেদের ফ্রাঞ্চাইজি দলকে। অভিষেক দিয়েছেন দশ পয়েন্ট। সাত পয়েন্ট দিয়েছেন অজিত। পক্ষান্তরে তামিল থালাইভাসের হয়ে মোট ১৪ পয়েন্ট অর্জন করেছেন দুই রেডার মনজিৎ এবং অজিঙ্ক পাওয়ার। দু'জনেরই সংগৃহীত পয়েন্ট সাত। এই ম্যাচে দুই দলের ডিফেন্ডারদেরই পারফরম্যান্স ছিল নডবড়ে।

জয়পুর পিঙ্ক প্যান্থার্সকে হারানোর ফলে ৫৩ পয়েন্ট নিয়ে লিগ তালিকার চতুর্থ স্থানে রইল হরিয়ানা স্টিলার্স। লিগ টেবলে সবার নীচে থাকা তেলেগু টাইটানসকে হারিয়ে ৪৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠে এল ইউ পি যোদ্ধা। তামিল থালাইভাসকে হারিয়ে ইউ পি যোদ্ধার থেকে এক পেয়ন্ট বেশি নিয়ে পঞ্চম স্থানে থাকল ইউ মুম্বা।

English summary
UP Yoddha, U Mumba and Haryana Steelers maintain their winning run in Pro Kabaddi League 2022.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X